অনলাইনে জিডি করার নিয়ম 2022

বিসমিল্লাহির রাহমানির রাহিম, আসসালামু আলাইকুম। অনলাইনে জিডি করার নিয়ম 2021 এই পোস্টে আপনাদের স্বাগতম। প্রযুক্তি আমাদের নিত্যনতুন জীবনকে সহজ এবং উন্নত করে দিয়েছে। প্রযুক্তির ছোঁয়া এখন আকাশচুম্বী। পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে যেকোনো কাজ এখন প্রযুক্তি ব্যবহার করে সম্পাদন করা হচ্ছে।
আপনারা একটা জিনিসঃ লক্ষ্য দিবেন এমন কোন কাজ আছে কি?
এই কাজটি প্রযুক্তির ছোঁয়া নেই। হয়তোবা এমন কাজ খুঁজে পাবেন না। এই যে থানায় জিডি করব তা এখন অনলাইন নির্ভর হয়ে গেছে। আপনাকে সরাসরি থানায় গিয়ে জিডি করতে হবে না। বাসায় বসে নিজেই জিডি করতে পারবেন। কিভাবে অনলাইনে জিডি করে? সে প্রসেসটা যদি না জানেন তাহলে তো অনলাইনে জিডি করতে পারবেন না।
আর আমি এই আর্টিকেলে আপনাদের বুঝিয়ে দেবো অনলাইনে জিডি করার নিয়ম ২০২১ এই সম্পর্কে। তাই আপনাদের জানার একান্তই আগ্রহ যদি থাকে, দয়া করে তারা পোস্টটি স্ক্রীপ না করে মনোযোগ সহকারে পড়বেন। থানায় জিডি বা আবেদন করার জন্য প্রয়োজনীয় বিষয়বালি | অনলাইনে জিডি করার নিয়ম 2021
- ১। আপনার কাছে থাকা ন্যাশনাল আইডি কার্ড প্রয়োজন।
- ২। আপনার কাছে থাকা সরাসরি ফোন নাম্বার লাগবে।
- ৩। আপনার জন্ম তারিখ, যা আপনারা ন্যাশনাল আইডি কার্ডটিতে পেয়ে যাবেন।
ঘরে বসে অনলাইনে জিডি করুন | অনলাইনে জিডি করার নিয়ম 2021
আপনি যদি খুব খারাপ পরিস্থিতির মধ্যে থাকেন। আপনি যদি মনে করেন জরুরী ভিত্তিতে আমাকে থানায় জিডি করতে হবে। আর যে কোন উপায়ে পুলিশের দ্বারস্থ হতে হবে। কিন্তু সমস্যা একটাই আপনি কোন ক্রমেই ঘর থেকে বের হতে পারছেন না। তাহলে এমন পরিস্থিতিতে আপনার করনীয় কি হতে পারে। তাহলে ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট আপনার কাছে যদি একটি স্মার্ট মোবাইল ফোন থাকে এতে এনাফ।
তাহলে আর বাইরে গিয়ে আপনাকে নতুন করে জিডি করতে হবে না। ঘরে বসেই প্রসেসটা যদি জানা থাকে তাহলে আপনি নিজেই অনলাইনে জিডি করতে পারবেন।
অনলাইনে জিডি করার নিয়মাবলী | অনলাইনে জিডি করার নিয়ম 2021
জিডি আবেদনের নিয়মাবলী
প্রথম ধাপ
আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর ,মোবাইল নম্বর ও জন্ম তারিখ লিখে সাবমিট করুন
আপনার পরিচয় নিশ্চিত করার জন্য এসএমএস এর মাধ্যমে একটি কোড আপনার দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে ।
দ্বিতীয় ধাপ
নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন সেটি নির্বাচন করুন ।
জিডির ধরন এবং আপনি কি হারিয়েছেন অথবা খুঁজে পেয়েছেন তা নির্বাচন করুন
কোন জেলার কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করুন,ঘটনার সময় ও স্থান লিখে “পরবর্তী ধাপ” বাটনে ক্লিক করুন
তৃতীয় ধাপ
আপনার বর্তমান ঠিকানা এবং ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা লিখুন
জিডি সম্পর্কিত কোন ডকুমেন্ট থাকলে সেগুলো সংযুক্ত করুন।আপনার ইমেইল এড্রেস লিখুন। “সাবমিট ” বাটনে ক্লিক করে জমা দিন
আবেদন সম্পন্ন হলে লগইন করে আপনি আপনার জিডির সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
সম্মানিত ভাই ও বোনেরা, ইন্টারনেট ব্রাউজিংয়ে http://gd.police.gov.bd/ লিংক কপি করে পেস্ট করুন। আপনারা একটি ইন্টারফেস দেখতে পারবেন।আর সেখানেই অনলাইনে জিডি করার প্রসেস গুলো সম্পাদন করতে পারবেন। অনলাইনে জিডি করতে পারবেন তিন স্টেপে। আর সেই স্টেপ গুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো।
স্টেপ ওয়ানঃ-
প্রথমে স্টেপে আপনাকে, আপনার কাছে থাকা ন্যাশনাল আইডি কার্ডের নম্বর, আপনার জন্ম তারিখ, আপনার কাছে থাকা সরাসরি মোবাইল নম্বরটি প্রদান করতে হবে এবং শেষে সাবমিট করে দিতে হবে। এসব কাজ করলে স্টেপ ওয়ানের কাজ শেষ।
স্টেপ টুঃ-
নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন সেটি নির্বাচন করুন ।
জিডির ধরন এবং আপনি কি হারিয়েছেন অথবা খুঁজে পেয়েছেন তা নির্বাচন করুন
কোন জেলার কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করুন,ঘটনার সময় ও স্থান লিখে “পরবর্তী ধাপ” বাটনে ক্লিক করুন
স্টেপ থ্রিঃ-
আপনার বর্তমান ঠিকানা এবং ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা লিখুন
জিডি সম্পর্কিত কোন ডকুমেন্ট থাকলে সেগুলো সংযুক্ত করুন।আপনার ইমেইল এড্রেস লিখুন। “সাবমিট ” বাটনে ক্লিক করে জমা দিন
আবেদন সম্পন্ন হলে লগইন করে আপনি আপনার জিডির সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
সর্বশেষ কথা
বর্তমানে অনলাইন জিডি সার্ভিসটি পরীক্ষামূলকভাবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশের সূত্রাপুর, কলাবাগান ও ক্যান্টনমেন্ট এবং ময়মনসিংহ জেলার সদর ও ভালুকা থানা এলাকায় চালু আছে। এর বাইরে অন্য যেকোন থানায় হারানো অথবা প্রাপ্তি সংক্রান্ত জিডি সশরীরে থানায় গিয়ে করতে হবে।