প্রাত্যাহিক জীবনে আমরা প্রায় সময়ই বিভিন্ন অসুস্থ্যতায় ভুগি। অসুখ বিসুখ ঠিক বলে কয়ে আসে না। হুটহাট করেই জর, ঠান্ডা, সর্দি এমনকি আরো ভয়ানক সব অসুখ বেধে বসে। কিন্তু অসুখের মত সময়ে অসময়ে কি আর ডাক্তার পাওয়া যায়?
এখন থেকে পাওয়া যাবে! কারণ হেলথ প্রায়োর টুয়েন্টি ওয়ান (Health Prior 21) বাংলাদেশে প্রথম বারের মত নিয়ে এসেছে অনলাইন ই-ডক্টর সার্ভিস। এখন থেকে যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে অনলাইনেই প্রোফেশনাল ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন। এখন আর অসুখে বিসুখে ডাক্তার খুজে বেড়াতে হবে না। ঘরে বসে অনলাইনে ডাক্তার এর পরামর্শ। আর এটি শুধুই সম্ভব হয়েছে হেলথ প্রায়োর টুয়েন্টি ওয়ান (Health Prior 21) এর কারনে।
ই-ডক্টরঃ http://www.healthprior21.com/e-doctor
ঘরে বসেই অভিজ্ঞ ডাক্তার এর পরামর্শ নিন
দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বেড়ে চলেছে। এই অবস্থায় রোগীর অবস্থা গুরুতর না হলে হটলাইনের মাধ্যমে টেলিমেডিসিন সেবা নেওয়ার নির্দেশনা দিয়েছে দেশের স্বাস্থ্য বিভাগ।
তবে এই হটলাইন নাম্বার খুঁজতে কেউ যদি গুগলে ‘স্বাস্থ্য অধিদফতর হটলাইন নাম্বার’ লিখে সার্চ দেন, তাহলে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশনে বিভিন্ন পর্ন সাইটের ঠিকানা দেখাচ্ছে। বিষয়টিকে লজ্জাজনক বলছেন বিশেষজ্ঞরা।
এদিকে, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হাস্যরসের সৃষ্টি হয়েছে। আহমেদ জারিফ নামের এক চিকিৎসক লিখেছেন, ‘স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে গুগল সার্চে এমন আসছে। অনলাইনের যুগে সবাই অনলাইনে সার্চ করে।
ওয়েব ডেভেলপমেন্টের অতি ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি, এটা সাইট ডেভেলপারদেরই কাজ অথবা সাইট হ্যাকড। বেশ লজ্জা পেয়েছি। দয়া করে দায়িত্বশীল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন।’
রাশেদুজ্জামান জয় নামের একজন লিখেছেন, ‘এই সাইট কেউ হ্যাক করেনি। এই Invisible Header সম্পর্কে ডেভেলপার নিজেই সব চেয়ে ভালো বলতে পারবে, I guess. স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্কাস আর শেষ হইলো না!’
তামিম ইসলাম নামের আরেক চিকিৎসক লিখেছেন, ‘আমি ভাবছিলাম ছবিটা এডিট করা! পরে সার্চ দিয়ে এই অবস্থাই। বিষয়টি খুবই প্যাথেটিক।’
আবিদুর রহমান নামের একজন লিখেছেন, ‘Header-এ add করে invisible করে দিয়েছে। ইচ্ছা করে করা কাজ।’
সোমবার (২৬ জুলাই) বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে স্বাস্থ্য অধিদফতরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘প্রতিমাসে লক্ষাধিক টাকা এই ওয়েবসাইটের পেছনে খরচ হলেও এটি নিয়ে আমাদেরও অসংখ্য অভিযোগ আছে। নিয়মিতভাবে এটিকে আপডেট করা হয় না। ডিজাইনটাও মনে হয় অনেক পুরোনো আমলের। সব মিলিয়ে ব্যাপারটা হতাশাজনক।’
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশিদ আলম বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আমি বিষয়টি নিয়ে এমআইএসের (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) সঙ্গে কথা বলছি। আশা করি ঠিক হয়ে যাবে। সূত্র: ঢাকা পোস্ট
Related Articles
রংপুরের সেরা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা, অ্যাপোয়েন্টমেন্ট ও যোগাযোগ নম্বর
এসএসসি পরিক্ষার রেজাল্ট কিভাবে দেখব ২০২২?
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী ? FIFA World Cup football 2022 schedule?
জননী কুরিয়ার সার্ভিসের সকল শাখার ঠিকানা ও ফোন নম্বর
হার্ট ফাউন্ডেশনে বিশেষজ্ঞ ডাক্তার মিরপুর ২ নম্বর 2022
কিভাবে বায়োমিল 1 খাওয়ানো যায়? Biomil 1 Milk Formula for Infants (0-6 Months) 180gm razuaman.com
ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি ডাক্তার তালিকা ফোন নাম্বার। razuaman.com
রংপুরে সবচেয়ে ভালো মানসিক ডাক্তার /বিভাগীয় প্রধান কে?-razuaman.com
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]