Uncategorized

আবারো মাঠে নামছে ব্রাজিল; জেনেনিন প্রতিপক্ষ ও ম্যাচের সময়সূচি ?

সোমবার আবারো মাঠে নামছে ব্রাজিল; জেনেনিন প্রতিপক্ষ ও ম্যাচের সময়সূচি

খেলাধুলা

কাতারে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের ২২তম আসর বসতে এখনও বাকি ১৭০ দিন। এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহনের অপেক্ষায় থাকা দলগুলো নিজেদের প্রস্তুতি সারার লক্ষ্যে নেমে পড়েছে মাঠে। নিজেদের শক্তি যাচাই বাছাই করতে অংশ নিচ্ছে প্রীতি ম্যাচসহ বিভিন্ন প্রতিযোগিতায়। যার ধারাবাহিকতায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বৃহস্পতিবার (২ জুন) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচ দুর্দান্ত জয়ের পর শেষে এবার পাওয়ার হাউজ জাপানের মুখোমুখি হবে নেইমার-জেসুসরা। সোমবার (৬ জুন) জাপানের রাজধানী টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বনাম চারবারের এশিয়ান চ্যাম্পিয়ন জাপানের ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৪.২০ মিনিটে।

নিজেদের সবশেষ ম্যাচে ব্রাজিল ও জাপান দুই দলই জয় পেয়েছে দুর্দান্তভাবে। ব্রাজিল এশিয়ার আরেক শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পায় ১-৫ গোলে। ব্রাজিয়ান সুপারস্টার নেইমার এদিন দুইটি গোল করেন। এছাড়াও রিচার্লিসন, ফিলিপে কুতিনহো এবং গ্যাব্রিয়েল জেসসু একটি করে গোল করেন।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ের দিন দুর্দান্ত জয় পায় জাপানও। সাপ্পোরোতে প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারায় এশিয়ার পাওয়ার হাউজ জাপান। জাপানের পক্ষে প্রথম গোলটি করেন স্ট্রাইকার টাকুমা আসানো। এরপর দাইচি কামাদা, কাওরু মিতুমা ও আও তানাকার গোলে প্যারাগুয়ের জালে এক হালি বল জড়ায় জাপান।

দুই দল এখন পর্যন্ত মোট ১২বার মুখোমুখি হয়েছে। যেখানে ল্যাতিন আমেরিকার দলটি ১০টি ম্যাচেই জয় পেয়েছে। বাকি দুইটি ম্যাচ ড্র। এবার দেখার পালা আসন্ন এই ম্যাচে কারা আধিপত্য বিস্তার করতে পারে।

Post navigation

দেশে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস

আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিন, জেনেনিন সম্ভাব্য একাদশ!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *