শিক্ষা

আবু রাহাত ৩য় স্তান অর্জন |১১৭ দেশে বিজয়ী হলেন আবু রাহাত | hafez abu rahat tilawat 2022

এবার বাংলাদেশী ক্ষুদে হাফেজ আবু রাহাতের কুয়েত জয়

আবু রাহাত ৩য় স্তান অর্জন |১১৭ দেশে বিজয়ী হলেন আবু রাহাত | hafez abu rahat tilawat 2022

সৌদি আরবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হওয়া হাফেজ তাকরিম আহমাদকে নিয়ে উচ্ছ্বাসের রেশ না কাটতেই আরো একটি সুসংবাদ বাংলাদেশীদের জন্য। এবার সৌদির প্রতিবেশী দেশ কুয়েত জয় করল বাংলাদেশী ক্ষুদে হাফেজ আবু রাহাত। দেশটির আমির নওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবাহর তত্ত্বাবধানে আয়োজিত ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে সে।

স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সকালে সালওয়ার নিকটবর্তী হোটেল রেজিন্সির হলরুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে ১১৭টি দেশের মধ্যে অনূর্ধ্ব ১৫ বছরের গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থান অর্জন করেছে হাফেজ আবু রাহাত।

হাফেজ আবু রাহাত সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পইজুরি ইউনিয়নের পূর্বচর পইজুরি গ্রামের রমজান আলীর ছেলে। বাবা রমজান আলী সরদার একজন মুদি দোকানি। আবু রাহাত রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ ফারুক।

তিনি জানান, আবু রাহাত ছাড়াও একই প্রতিষ্ঠানের হাফেজ তাওহিদুল ইসলাম নামে আরেকজন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অনূর্ধ্ব ৩৫ বছরের গ্রুপে। তবে বিজয়ীদের কাতারে নাম লেখাতে পারেননি তিনি। কিন্তু হাফেজ তাওহিদুল ইসলাম এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৭০টি দেশের মধ্যে ১০ম স্থান অধিকার করেন

সূত্র জানায়, বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমে আয়োজিত কুয়েত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে হাফেজ আবু রাহাত ও হাফেজ তাওহিদুল ইসলাম দুটি গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন

হাফেজ আবু রাহাত এর আগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২০ পিএইচপি কুরআনের আলোয় প্রথম স্থান অধিকার করে।

এদিকে কুয়েতের এই প্রতিযোগিতা গত বুধবার (১৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর উদ্বোধন করেন দেশটির শিক্ষা ও ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ মাজিদ। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাষ্ট্রে বিচারকের দায়িত্বপালনকারী মিসরের ড. ফুয়াদ আব্দুল মাজিদ, মিসরের বিখ্যাত কারী শায়খ ড. জিবরিল, দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতার উপস্থাপক শায়েখ যায়েদসহ আরো অনেকে। ১৩ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতাটি ১৯ অক্টোবর শেষ হয়।

#dinislam #আবু_রাহাত #muslimlive আমাদের ওয়েবসাইটে ভিজেট করুন। ইসলামিক অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ ওয়েবসাইট লিংক: আপনারা যারা Islam, প্রিয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন চ্যানেল। খুব সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও পাবেন। #din islam #মাওলানা-রফিকুল-ইসলাম-নীলফামারী #রফিকুল-ইসলাম-নীলফামারী #মিজানুর_রহমান_আজহারী #মিজানুর_রহমান _ছালেহী_রংপুর #মামুনুল_হক #আমির_হামজা #তারেক_মনোয়ার #আব্দুল_মান্নান_আনছারী #আজিজুল_হক #দেলোয়ার_হোছাইন_ছাইদি #আব্দুলা_আলামিন #আব্দুর_রসিদ_সরকার #আব্দুলা_বিন_ইছোব #আবুবকর_ছিদ্দিক_ঢাকা #নুরল_আমিন_রংপুর #বাইজিদ_হোসাইন_ছাইদি_চুয়াডাঙ্গায় #শিশু_বক্ত #বাংলা_ওয়াজ #ইসলামিক_গজল #হাম_নাত #ইমাম _মাহদি

আরো পড়ুন :

শেষ কথা

সম্মানিত ভিউয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ার জন্য। আর হ্যাঁ, আমার আর্টিকেলটি পরে যদি আপনি একটু উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি প্রতিনিয়তঃ চেষ্টা করি নতুন নতুন বিষয় আর্টিকেল লেখার। তাই আপনারা যারা আপডেট কোনো বিষয় সম্পর্কে জানতে চান তারা প্রতিনিয়ত আমার সাইটকে ভিজিট করতে পারেন। আপনার যদি কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে। তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার বিষয়  নিয়ে আর্টিকেল লেখার । এই আশা ব্যক্ত করে আবারো সালাম দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা তুহ।

🌿🌿Razuaman.com 🌿🌿

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *