আল্লাহর বিধান পালন কিছু হাদিস। razuaman.com

আল্লাহর বিধান পালন কিছু হাদিস।
১৬৪. হারাম থেকে বেঁচে থাকো ,আল্লাহ তোমাকে হিফাযত করবেন।[ তিরমিযী ]
১৬৫. আল্লাহর সিদ্ধান্ত সন্তুষ্ট থাকতে পারা আদম সন্তানের একটি সৌভাগ্য ।[ তিরমিযী ]
১৬৬. প্রতিটি বান্দা কিয়ামতে তাই নিয়ে উঠবে , যা নিয়ে সে মরেছে ।[ সহীহ মুসলিম ]
নেতা
১৬৭. নেতা হবে মানুষের সেবক।[ দায়লমী ]
১৬৮. তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
১৬৯. মানুষের অবস্থা উটের মতো ,একশটি উটের মধ্যে ও একটি ভালো সোয়ারী পাওয়া যায়না। [ সহীহ মুসলিম ]
মতভেদ
১৭০. মতভেদ কারোনা। তোমাদের পূর্বে যারা মতভেদ করেছিল , তারা ধ্বংস হয়েছে। [ সহীহ বুখারী ]
১৭১. গোটা সৃষ্টি আল্লাহর পরিবার। যে ব্যক্তি আল্লাহর পরিবারের জন্যে বেশী উপকারী , সে তাঁর কাছে বেশী প্রিয়। [ সহীহ মুসলিম ]
১৭২. বান্দাহ যখন অপরাধ স্বীকার করে এবং তাওবা করে , তখন আল্লাহ তার তাওবা কবুল করেন। [ সহীহ বুখারী ]
১৭৩.যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে , সে জান্নাতে প্রবেশ করবেনা।[ সহীহ মুসলিম ]
১৭৪. যে তার প্রভুকে স্মরণ করে , আর যে করেনা , তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতের মতো। [ সহীহ মুসলিম ]
১৭৫. সত্য কথা বলো , যদিও তা তিক্ত ।[ ইবনে হিব্বান ]
১৭৬. মুহাজির সে ,যে আল্লাহর নিষেধ করা কাজ ত্যাগ করে। [ সহীহ বুখারী ]
১৭৭. প্রচেষ্টার চেয়ে বড় কোনো যুক্তি নাই। [ ইবনে হিব্বান ]
১৭৮. সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সংশয়। [ তিরমিযী ]
১৭৯ . যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় ,আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন।[ মিশকাত ]
১৮০. যে ভালো কাজের আদেশ করেনা এবং মন্দ কাজ থেকে নিষেধ করেনা ,সে আমার লোক নয়। [ তিরমিযী ]