কে এই ভুবন? যার ‘কাঁচা বাদাম’-এ মেতেছে বাঙালিরা 2022

কাঁচা বাদাম

ফেসবুক, টুইটার, ইউটিউবসহ প্রায় সবকয়টি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম বুঁদ হয়ে আছে ‘কাঁচা বাদাম’ গানের সুরে। অথচ এই গানের রচিয়তা কি কখনো ভেবেছিলেন তার সুরে মাতোয়ারা হবে বাঙালিরা? ইউটিউব থেকে টুইটার, ফেসবুক থেকে টিকটক সব জায়গায় নজর কাড়ছে ভুবনের ‘কাঁচা বাদাম’ গানটি।

ভারতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। পুরনো বাইকের পিছনে বাদামের বস্তা চাপিয়ে গান গাইতে গাইতে বাদাম বেচছেন ভুবন, কুড়ালজুড়ি গ্রামে এ অতি পরিচিত ছবি। তবে ইউটিউব খুললেই তার গান ভেসে উঠছে, এটি গ্রামের বাসিন্দাদের কাছে নতুন বিষয়। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম… ’, ভুবনের এই গান রিমিক্সও করেছেন বহু শিল্পী। ভুবনের গান সাড়া ইন্টারনেটে সাড়া জাগালেও তার সংসারে হতদরিদ্র অবস্থা ঘোচেনি।

ভুবন জানান, চিন্তা-ভাবনা করতে করতে গানটা লিখে ফেলেছি। তাতে আমি সুর বসাই। গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করি। বাংলার বাইরেও ঝাড়খণ্ডে বাদাম বিক্রি করেছি। আগে সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করতাম। আজকাল মোটরবাইকে চড়ে বিক্রি করি। ১৫ হাজার টাকা জোগাড় করে পুরনো একটা বাইক কিনেছি।

ভুবনের গানে মুগ্ধ স্থানীয় বাসিন্দা ওয়াহিদ রেজা খানও। তিনি বলেন, আমরা জানতাম না যে আমাদের ছোট্ট গ্রামে এতো প্রতিভা লুকিয়ে রয়েছে। শুধু আমাদের গ্রামেই নয়, গোটা বিশ্বে এই গান ছড়িয়ে গিয়েছে। ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানটি নিয়ে বাংলাদেশের শিল্পীরাও রিমিক্স করেছেন।

Almost all the popular social media including Facebook, Twitter, YouTube are stuck to the tune of ‘Raw Almond’. But did the composer of this song ever think that Bengalis would be intoxicated by its melody? The song ‘Raw Almonds’ of the world is catching the eye everywhere from YouTube to Twitter, from Facebook to TickTock.

Almond seller Bhuvan Badyakar is a resident of Kuraljuri village in Dubrajpur block of Birbhum district in India. Bhuban is selling almonds while singing while putting almond sacks on the back of an old bike. However, as soon as YouTube opens, his song is floating, it is a new thing for the villagers. ‘Badam Badam Dada Raw Badam, I don’t have Go Bubu Bhaja Badam…’, many artists have also remixed this song of Bhuvan. Although the response to Bhuvan’s songs was arousing on the internet, his family was not in a state of extreme poverty.

Bhuvan said, I wrote the song while thinking. I set the tone. I sell nuts around the village. I have also sold nuts in Jharkhand outside Bengal. I used to cycle from village to village and sell nuts. Nowadays I sell motorbikes. I collected 15 thousand rupees and bought an old bike.

Wahid Reza Khan, a local resident, is also fascinated by Bhuvan’s songs. “We didn’t know there was so much talent hidden in our small village,” he said. This song has spread not only in our village, but all over the world. Bangladeshi artists have also remixed Bhuvan Badyakar’s song ‘Kancha Badam’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *