সংবাদ

কাজী মোহাম্মদ ইব্রাহিম:  ইসলামিক বক্তা আটক?-razuaman

ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের খবর নিশ্চিত করেছনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ ছিল।

তিনি ফেসবুক, ইউটিউব ও ওয়াজে উল্টা-পাল্টা কথা বলেন। তার এসব কথার জন্য মানুষের কাছে ভুল ম্যাসেজ যায়। ওইসব অভিযোগ যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছি। তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে”। সোমবার দিবাগত রাত দুইটার দিকে মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।

কাজী মোহাম্মদ ইব্রাহিম: পরিচিত ও বিতর্কিত ইসলামিক বক্তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

কাজী মোহাম্মদ ইব্রাহিম নামে এই ব্যক্তিকে ওয়াজ মাহফিলে নানারকম বিতর্কিত বক্তব্য দেয়ার কারণে বহু মানুষ চেনেন সামাজিক যোগাযোগের মাধ্যমে তার যেমন বিপুল অনুসারী শ্রেণি রয়েছ, তেমনি তাকে নিয়ে সমালোচনা ও ট্রলও কম নেই।বৈজ্ঞানিক ইস্যুতে নানা অবৈজ্ঞানিক বক্তব্য দেয়ার কারণে বিভিন্ন সময়ে ট্রল হয়েছে তাকে নিয়ে।

আটক হবার আগে ফেসবুক লাইভে:

সোমবার রাতে যখন ডিবি পুলিশ তাকে আটক করার জন্য বাসায় যায়, তখন তিনি ফেসবুক লাইভে এসে প্রায় ২০ মিনিট ধরে বক্তব্য দেন। সেখানে তাকে বলতে দেখা যায়, “আমি মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম বলছি। বিগত দুই সপ্তাহে এই দেশের সরকারের কল্যাণে, এ দেশের জনগণের কল্যাণে, এই দেশের স্বাধীনতার জন্য অকুতোভয় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দুটো খুতবা দিয়েছিলাম। সাথে সাথে হিন্দুস্তানি রাজাকার, র-য়ের (ভারতীয় গোয়েন্দা সংস্থা) গুণ্ডারা এই মুহূর্তে আমার বাসায় লালমাটিয়ায় হানা দিয়েছে”।

জানুয়ারি মাসে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে যা বলেছিলেন কাজী ইব্রাহিম:

বৈজ্ঞানিক বিষয়ে অবৈজ্ঞানিক ব্যখ্যা সম্বলিত বক্তব্য দেয়া নিয়ে ব্যাপক সমালোচনার প্রেক্ষাপটে চলতি বছরের জানুয়ারি মাসে বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছিলের মি. ইব্রাহিম।

“করোনাভাইরাসের টিকা দেয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকন্ঠ হচ্ছে” এমন এক বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বিবিসির কাদির কল্লোলকে তিনি বলেছিলেন, “সম্ভবত ব্রাজিলের প্রেসিডেন্ট সাহেব এটা বলেছেন যে টিকা দেয়ায় নারীর দাঁড়ি গজাচ্ছে এবং পুরুষের কণ্ঠ পাল্টে যাচ্ছে।  মিডিয়ায় এই তথ্য এসেছে। আমি কথা কিন্তু গভীর থেকে বলি। ভ্যাকসিন নিয়েও বিতর্ক আছে।

তিনি তার বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যও টেনে এনেছিলেন সেসময়। কাজী ইব্রাহিম এক বক্তৃতায় করোনাভাইরাসের টিকা আবিষ্কারের গাণিতিক ‘সূত্র’ও দিয়েছিলেন।

“বিজ্ঞানী গ্যালিলিওকেও তো অ্যারেস্ট করা হয়েছিল। ইউরোপের মধ্যযুগে বর্তমান বিজ্ঞানীদের পূর্বসূরীদের সবাই নির্যাতিত হয়েছে কমবেশি। তারা মার খেয়েছে, জেল জরিমানা হয়েছে। বিদ্রুপের দ্বারা তারা চরমভাবে জর্জরিত হয়েছে। কারণ তৎকালীন পৃথিবীর মানুষ তা জানতো না। আমার জ্ঞানহীনতার  কারণে আমি বিদ্রুপ করতে পারি। কিন্তু এটাতো আমার দেখার বিষয় না”, বিবিসিকে বলেছিলেন তিনি।

ধর্মীয় বক্তাদের অনেকে মাহফিলে  কোরান হাদিসের বাইরে বক্তব্য দিচ্ছেন বলে যে অভিযোগ জোরালোভাবে উঠছে, সে ব্যাপারে কাজী ইব্রাহিম বলেন, কোরান হাদিসের রেফারেন্সের ভিত্তিতেই বক্তব্য দেয়া উচিৎ। একইসাথে তিনি বলেন,   বক্তারা ইচ্ছা করে কোরান হাদিসের বাইরে গিয়ে তথ্য দেন-বিষয়টা এমন নয়। এখন অনিচ্ছাকৃত কিছু ভুল মানুষ মাত্রই হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *