Uncategorized

এ কি হয়ে গেল! কাতার বিশ্বকাপ আয়োজকদের মাথায় হাত ?

এ কি হয়ে গেল! কাতার বিশ্বকাপ আয়োজকদের মাথায় হাত

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের আয়োজকদের মাথায় হাত। ৮০ হাজার দর্শকাসন বিশিষ্ট নবনির্মিত লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজন অনিশ্চিত হয়ে পড়ল। দর্শকদের জন্য যে সব সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন, তা এই স্টেডিয়ামে পর্যাপ্ত নয়।

এই স্টেডিয়ামেই বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা। কিন্তু এ কি হয়ে গেল! গত শুক্রবার লুসাইল স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। নতুন স্টেডিয়ামটি বিশ্বকাপের জন্য কতটা উপযুক্ত, মূলত তা দেখে নিতেই ম্যাচ আয়োজন করা হয়।

সেই ম্যাচে উপস্থিত প্রায় ৭৮ হাজার দর্শক চরম সমস্যায় পড়েন। উপস্থিত দর্শকদের একাংশ ক্ষোভের সুরে বলেছেন, লুসাইল স্টেডিয়াম ব্যবহারের অযোগ্য। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই স্টেডিয়ামটি তৈরি করেছে কাতার। বিশ্বকাপের ১০টি স্টেডিয়ামের অন্যতম এই স্টেডিয়ামটি। দর্শকাসনের বিচারে বৃহত্তম।

মাঠ নিয়ে ফুটবলাররা কোনও অভিযোগ না করলেও দর্শকরা অসংখ্য অভিযোগ জানিয়েছেন স্টেডিয়াম কর্তৃপক্ষকে।

 

আরও দেখুন

Razuaman.com

Ibn Sina Uttara Doctor List & Contact

ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, উত্তরা।

জন্ডিস হবে দূর, লিভারও হবে শক্তিশালী, ৫টি পাতা চিবিয়ে খেলেই

নীলফামারী জেলার বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা।

PG Hospital Dhaka Doctor List & Contact Address & Contact

Sarkari Karmachari Hospital Location Phone, Fulbaria, Dhaka

নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার রংপুর | ENT specialist doctor in RangpurRangpur।

Popular Hospital Dhanmondi Dhaka Doctors List পপুলার হাসপাতাল ধানমন্ডি ডাক্তার তালিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *