গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলারের কাজ কি – 2023 What is the job of Garment Quality Controller?

আসসালামুয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভাল আছেন আজকে আমি গার্মেন্টস শ্রমিকের কিছু কাজ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। কিছু অভিজ্ঞতা আপনারা আমার এই সাইটে থেকে নিতে পারবেন। যদি আপনারা মন দিয়ে পড়েন । গার্মেন্টস সুপারভাইজার, কোয়ালিটি, ইনচার্জ, কোয়ালিটি, ম্যানেজার, এবং অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ।
গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ কি-গার্মেন্টস লাইন কোয়ালিটির দায়িত্ব ও কর্তব্য
গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ-গার্মেন্টস লাইন কোয়ালিটি কাজ হচ্ছে একটি লাইনে যেসব মালামাল বা পোশাক তৈরি হবে তা চেক করা যা একজন সুপারভাইজার এর পরের পদ।
একজন লাইন কোয়ালিটির কাজ হচ্ছে উৎপাদিত পণ্যের বা গার্মেন্টসের গুণগত মান বজায় রেখে প্রোডাকশন টার্গেট অনুযায়ী পণ্য বা গার্মেন্টস আউটপুট করা বা উৎপাদিত কাজে সাহায্য করাই হচ্ছে একজন লাইন কোয়ালিটির মূল কাজ।
আবারো কিছু কিছু গুরুত্বপূর্ণ পোষ্ট এর জন্য নিচে ক্লিক করুন আমাদের সাইটে
আরো জানুন-
সুইং কোয়ালিটির কাজ কি
অর্থাৎ নতুন কোন স্টাইল লাইনে আসলে স্টাইল অনুযায়ী স্যাম্পল প্রোডাকশন এর ফাইল ও টিম কার্ড বুঝে নিয়ে লাইনে কাজ শুরু করে এবং নিয়মিত অপারেটরের কাজ চেক করে। স্যম্পেল অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করে এবং উৎপাদিত পণ্যের গুণগত মান চেক করে।
আজকে আমাদের এই কনটেন্টি মূলত লাইন কোয়ালিটির কাজ সম্পর্কে। যারা লাইন কোয়ালিটির কাজ সম্পর্কে অবগত নয় তারা আজকের এই পোস্টটি পড়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই সম্পর্কে জানতে পারবেন। আশা করি কনটেন্টটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ে আমাদের সাথেই থাকবেন।
গার্মেন্টস লাইন কোয়ালিটি কন্ট্রোলারের কাজ কি
গার্মেন্টস লাইন কোয়ালিটি কন্ট্রোলারের এর কাজগুলো হলো:
১।মেশিনের তেল চেক প্যাটার নেওয়া এবং পাশাপাশি লাইন পরিষ্কার আছে কিনা তা ফলো করতে হবে।
২। oil chick মেশিনের s.s.t.m চেক, ২০ পিচ চেক এবং ৭ পিচ চেক রিপোর্ট করতে হবে।
৩।সকল সাইজের মেজারমেন্ট রিপোর্ট করতে হবে যদি কোন পয়েন্টে সমস্যা থাকে তাহলে ম্যানেজার স্যারের সাথে পরামর্শ নিতে হবে।
৪।প্রত্যেক ঘন্টায় প্রত্যেক সাইজের লেভেল চেক রিপোর্ট করতে হবে। টেবিল যেতে হবে এবং অল্টার নিয়ে রিপেয়ার করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে।
লাইন কোয়ালিটির সুপারভাইজারের দৈনন্দিন কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো
লাইন কোয়ালিটির সুপারভাইজার এর দৈনন্দিন কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো হলো:
*নতুন কোন স্টাইল ইউনিটে আসলে স্টাইল ওয়াচ স্যাম্পল বুঝে নিয়ে অধীনস্থ কোয়ালিটি ইন্সপেক্টর দের কে কাজ বুঝিয়ে দেওয়া ও নিয়মিত তাদের কাজের তদারকি করা।
*কোয়ালিটি কন্ট্রোলার এবং কোয়ালিটি ম্যানেজার অনুমোদন করা স্যাম্পল অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং উৎপাদিত পণ্যের গুণগত মান চেক করা।
*গার্মেন্টসের ফেব্রিক জিএসএম/ থ্রেড /কেয়ার লেভেল /এসবিআই ঠিক আছে কিনা পর্যবেক্ষণ করা।
*প্রসেস টু প্রসেস চেক করা এবং কাপড়ের মেজারমেন্ট দেখা।
*বড় এবং ছোট ছোট সমস্যা খুঁজে বের করা।
*সেলাই ঠিক মতো হচ্ছে কিনা তা চেক করা।
*ব্রোকেন আনইভেন (অসমান) ডাউন স্টিচ এবং ড্রপ স্টিচ চেক করা।
*তেল এবং অন্যান্য ময়লা চেক করা।
*প্রতিটি অংশের সঠিক মেজারমেন্ট সনাক্ত করা।
*সুইং এলাউন্স ঠিক আছে কিনা তা দেখা।
*অল্টার রিজেক্ট ইত্যাদি শতকরা হার (গণনা) করা এবং গণনা করে বের করে সিনিয়র কর্মকর্তাকে রিপোর্ট করা।
*কোথায় কোন কোয়ালিটি ইন্সপেক্টর কাজ করবে তা নির্ধারণ করে দিতে হবে।
*লাইন কোয়ালিটি সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য নিয়ম-কানুন যেন ভালভাবে মেনে চলা হয়।
অর্থাৎ একজন লাইন কোয়ালিটিরা গার্মেন্টসের একটি লাইনে যত গার্মেন্টস বা পোশাক উৎপাদন হয় তার গুণগত মান বজায় রেখে প্রোডাকশনের টার্গেট মোতাবেক তাদের পণ্য বা পোশাক আউটপুট করে।
প্রশ্ন-১: কোয়ালিটি ইন্সপেক্টর এর অর্থ কি?
উত্তর:কোয়ালিটি অর্থ গুণ বা মান এবং ইন্সপেক্টর অর্থ পরিদর্শক।সুতরাং কোয়ালিটি ইন্সপেক্টর অর্থ মান পরিদর্শক।
প্রশ্ন-২: গার্মেন্টসে কোয়ালিটির কাজ কি?
উত্তর: গার্মেন্টসে কোয়ালিটির কাজ হলো পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করা বা নির্ধারণ করা।
প্রশ্ন-৩: গার্মেন্টসে একটি লাইনের মোট কর্মীর উপস্থিতি চেক করা কার দায়িত্ব?
উত্তর: গার্মেন্টস কোয়ালিটি লাইন চিফ এর দায়িত্ব হল প্রতিদিনের মত কর্মীর উপস্থিতি চেক করা।
What is the job of Garment Quality Controller?
শেষ কথা-
আজকে আমরা আলোচনা করেছি গার্মেন্টস লাইন কোয়ালিটি এর কাজ সম্পর্কে। যারা লাইন কোয়ালিটি এর কাজ সম্পর্কে জানতে বিভিন্ন ওয়েবসাইটের সার্চ দিয়ে থাকেন তাদের জন্য আজকের এই লাইন কোয়ালিটি সম্পর্কিত কনটেন্টটি। এ ধরনের তথ্য বহুল কনটেন্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
শেষ কথা
সম্মানিত ভিউয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ার জন্য। আর হ্যাঁ, আমার আর্টিকেলটি পরে যদি আপনি একটু উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি প্রতিনিয়তঃ চেষ্টা করি নতুন নতুন বিষয় আর্টিকেল লেখার। তাই আপনারা যারা আপডেট কোনো বিষয় সম্পর্কে জানতে চান তারা প্রতিনিয়ত আমার সাইটকে ভিজিট করতে পারেন।
আপনার যদি কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে। তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার বিষয় নিয়ে আর্টিকেল লেখার । এই আশা ব্যক্ত করে আবারো সালাম দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা তুহ।
🌿🌿Razuaman.com 🌿🌿