ল্যাপটপের

কোর আই ৫ ল্যাপটপের দাম ও বিস্তারিত

কোর আই ৫ ল্যাপটপের দাম ও বিস্তারিতকরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অনেকেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ করছেন। ফলে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন ও ট্যাবের মতো স্মার্ট ডিভাইসের চাহিদা বেড়েছে। করোনাকালে ল্যাপটপের চাহিদাই সবচেয়ে বেশি। জেনে নিন সাশ্রয়ী দামের কয়েকটি ল্যাপটপ সম্পর্কে।

টার্বো-বুস্ট টেকনোলজি: টার্বো-বুস্ট টেকনোলজির কাজ হচ্ছে ক্লক স্পিড টা বাড়িয়ে দেওয়া, এটি আপনার প্রসেসর এর ফ্রিকুয়েন্সি টা বাড়িয়ে দেয়, অর্থাৎ প্রসেসর যদি হয় ৩.২ গিগা হার্জ, তবে সেটা কাজের উপর নির্ভর করে, আপনার প্রসেসর টি ৩.৬, ৩.৭ হয়ে যাবে(যদি কাজের চাপ বেশি থাকে) ।

মনে করুন আপনার প্রসেসর টি হচ্ছে ৩.২ গিগা হার্জ, কিন্তু অনেক বড় ধরনের কোন করতে যাচ্ছেন, তখন আপনার ৩.৫ গিগা হার্জ প্রসেসর দরকার, সেই সময় এই টার্বো-বুস্ট টেকনোলজি আপনাকে সাহায্য করবে। কোর আই ৫ এ টার্বো-বুস্ট টেকনোলজি ব্যাবহার করা হয়েছে । যার কারনে এটা অনেক বেশি ফার্স্ট কোর আই ৩ এর চাইতে।

কোর আই ৭ এ হাইপার থ্রেডিং ব্যাবহার করা হয়েছে যার কারনে যেটা ৪ পিজিক্যল কোর কে ৮ ভার্চুয়াল কোরে ট্রান্সফ্রম করে । এবং এটিও টার্বো-বুস্ট টেকনোলজি থেকে এসেছে । এটি উচ্চক্ষমতা সম্পন্ন কম্পিউটার তৈরির জন্য ব্যবহার করা হয়। দামের দিক থেকে অনেক বেশী।

ইনটেলের কোর আই৫ প্রসেসর নির্ভর হিউলেট প্যাকার্ড বা এইচপি ব্র্যান্ডের নতুন একটি নোটবুক দেশের বাজারে এসেছে। এইচপি ১০০০-১৪১৬টিএক্স মডেলের ল্যাপটপটিতে রয়েছে চার গিগাবাইট ডিডিআর থ্রি র‌্যাম, উন্নত গ্রাফিকসের জন্য রয়েছে এক গিগাবাইট ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড।

১৪ ইঞ্চি মাপের এইচডি পর্দার নোটবুকটির তথ্য ধারণ ক্ষমতা ৫০০জিবি। ২.২ কেজি ওজনের ল্যাপটপটিতে এইচডি ওয়েবক্যাম রয়েছে। দেশের বাজারে এইচপির ১০০০-১৪১৬টিএক্স মডেলের নোটবুকটি বিপণন করছে কম্পিউটার সোর্স। বিপণনকারী সূত্রটি জানিয়েছে, এইচপির নোটবুকটির দাম ৪৭ হাজার টাকা। যাঁরা গ্রাফিকস নিয়ে কাজ করেন এই ল্যাপটপটি তাঁদের জন্য বিশেষ উপযোগী বলেই বিপণনকারী সূত্র দাবি করেছে।

কোর আই ৫ ল্যাপটপের দাম ও বিস্তারিতLaptop Model Dell Latitude E-7450
Processor Type Intel Core i5-5300U
Processor Speed 4M Cache, 2.6 GHz Up To 3.2 GHz
Screen Size 14.0”, Full HD (1920 x 1080), IPS
RAM 4GB DDR3
Hard Disk 500 HDD
Disk Type HDD
Optical Drive No
Graphics Card Intel HD Graphics 5500
Networking Bluetooth, WiFi, WLAN
Webcam Webcam
Card Reader Yes
Software Windows 10
Product Weight (Kg) 1.64 kg (3.6 lbs)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *