গ্রামীণফোন 4G মডেম

গ্রামীণফোন 4G ইন্টারনেট মডেম:2021

আসসালামুয়ালিকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে গ্রামীণফোন ফোরজি মডেম সম্পর্কে আলোচনা করব আপনারা যারা গ্রামীন 4g মডেম কেনার কথা ভাবছেন অবশ্যই 4g মডেম কিনবেন । ফোরজি মডেম ইন্টারনেট খুবই ভালো তাই আজকে আপনাদের জানাব কিরকম ফোরজি মডেম এর স্পিড এবং মূল্য।
গ্রামীনফোনের আধুনিক ইন্টারনেট মোডেম

এখন মাত্র ১,৪৪৯ টাকায় এবং রাউটার ৩৯৪৫ টাকায় সকল গ্রামীনফোন কেন্দ্রে পাওযা যাচ্ছে।

প্রিপেইড ইন্টারনেট সিম এর মূল্য ১৫০ টাকা এবং পোস্টপেইড ইন্টারনেট সিম এর মূল্য ২০০ টাকা।

কিনুন ডিভাইসের নাম মূল্য


জিপি 4G মডেম ZTE MF833U ১,৯৯৯ টাকা

গ্রামীণফোন 4G ইন্টারনেট মডেম

উল্লিখিত ডিভাইসটি ক্রয় করলে গ্রামীণফোন গ্রাহকরা নিচের বান্ডেল অফারসমুহ উপভোগ করতে পারবেন।
বান্ডেল অফারসমূহ:

প্রথমবার ট্যাগিং এ ফ্রি 4G ইন্টারনেট, মেয়াদ ৭ দিন
ট্যাগিং এর পর ৭ দিন মেয়াদে ১০৮ টাকায় (সব চার্জ সহ) 4GB ইন্টারনেট ক্রয় করলে 4GB 4G ইন্টারনেট ফ্রি, মেয়াদ ৭ দিন
গ্রাহক এই ইন্টারনেট বান্ডেল অফারটি ৩ মাসে ৯ বার নিতে পারবেন (প্রতি মাসে ৩ বার) এবং সর্বোচ্চ 36GB পর্যন্ত ফ্রি ইন্টারনেট পাবেন

ফ্রি 4GB অন ট্যাগিং এবং ১০৮ টাকার বান্ডেলটি ৯ বার ক্রয় করলে গ্রাহকগণ ফ্রি 40GB 4G ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

অফার অ্যাক্টিভেশন প্রক্রিয়া:


প্রথম ট্যাগিং এ ফ্রি ইন্টারনেটের জন্য ডিভাইসটি অ্যাক্টিভ জিপি নম্বরসহ রিস্টার্ট (প্লাগ ইন – প্লাগ আউট) করতে হবে
১০৮ টাকার ইন্টারনেট অফারটি কিনতে টাইপ করুন DM8GB এবং পাঠিয়ে দিন 25050 নম্বরে
অফারটি কতবার নেওয়া হয়েছে জানতে টাইপ করুন CHK DM8GB এবং পাঠিয়ে দিন 25050 নম্বরে

শর্তাবলি:

  • কি-ওয়ার্ডগুলো কেইস সেনসেটিভ নয়
  • অফার শুধুমাত্র নির্দিষ্ট মডেলের ক্ষেত্রে প্রযোজ্য
  • ক্যাম্পেইনটি গ্রামীণফোন এর সকল নতুন ও বর্তমান প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
  • এই অফারটি Skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়
  • ট্যাগিং ভ্যালিড ২ মাসের জন্য, তবে কোনো গ্রাহক যদি ৫৯তম দিনে ট্যাগ হয়ে থাকেন তাহলেও তিনি পরবর্তী
  • ৩মাসে ৯ বার বান্ডেল অফারটি ক্রয় করতে পারবেন
  • ভ্যালিড ট্যাগিং এর পর গ্রাহকগণ একটি কনফার্মেশন SMS পাবেন
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *121*1*4#
  • মেয়াদ শেষ হলে প্রত্যেক ইন্টারনেট প্যাক (ভলিউম ও ভ্যালিডিটি) সর্বোচ্চ PayGo রেট ৬.০৮৭৫ (ভ্যাট, এসডি
  • এবং এসসি-সহ) কাটা হবে
  • ইন্টারনেট প্যাকেজ বাতিল করতে ডায়াল করুন *121*3041#
  • নিষ্ক্রিয় অথবা নতুন সিমকার্ডের ক্ষেত্রে ভ্যালিড ট্যাগিং এর জন্য নম্বরটি অ্যাক্টিভেট করে নতুন ক্রয়কৃত
  • স্মার্টফোনে যুক্ত করতে হবে
  • একই গ্রাহকের একাধিক ট্যাগিং এর ক্ষেত্রে প্রথম ভ্যালিড ট্যাগিংকে বৈধ হিসেবে বিবেচিত হবে এবং অফারের
  • সুবিধা প্রদান করা হবে
  • 4G সেবা ব্যবহার করার জন্য গ্রাহকদের 4G নেটওয়ার্ক কাভারেজের মধ্যে থাকতে হবে এবং অবশ্যই 4G
  • এনেবলড সিম থাকতে হবে

আপনার সিম 4G এনেবলড কি না জানতে ডায়াল করুন *121*3232#


অফারটি শুধুমাত্র ডিভাইস বিক্রেতা/অনুমোদিত পরিবেশক দ্বারা যাচাইকৃত হ্যান্ডসেটগুলোর জন্য প্রযোজ্য। ডিভাইসটির অথেন্টিসিটি নিয়ে কোনো প্রশ্ন উঠলে ডিভাইস বিক্রেতা/অথোরাইজ্‌ড ডিস্ট্রিবিউটর এর দায় বহন করবেন
ক্যাম্পেইন ডিভাইসটির সেল্‌ফ সার্ভিস পেতে গ্রাহককে সংশ্লিষ্ট ডিভাইস সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে

ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন গ্রামীণফোন মডেম এর সাথে থাকবেন আমাদের সাইটের সাথে থাকবেন আমরা যাতে আপনাদের আরো ভালো পোস্ট দেখাতে পারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *