কাশিমপুর মহিলা কারাগারের জেলসুপার জানান, সকাল ৯টা ২১ মিনিটে পরীমনিকে তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন এবং আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভের কাছে হস্তান্তর করা হয়। অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী গণমাধ্যমকে বলেন,
‘গতকাল মঙ্গলবার পরীমনির জামিনের বেলবন্ড আদালত থেকে নিয়ে কেরানীগঞ্জ কারাগারে যেতে হয়েছে। সেখানে এন্ট্রির পর আমরা কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন বিকেল সাড়ে ৫টার মধ্যে কারাগারে আসতে পারলে পরীমনিকে আমাদের কাছে হস্তান্তর করতেন। কিন্তু, সময়ের অভাবে আমরা ওই সময়ের মধ্যে কারাগারে আসতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘আজ বুধবার সকালে কারা কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে পরিবারের সদস্য তার খালু জসীম উদ্দিন ও তার আইনজীবী হিসেবে আমার কাছে পরীমনিকে হস্তান্তর করা হয়।’
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে পরীমনির খালুসহ পরিবারের অন্যান্য সদস্য ও কয়েকজন আইনজীবী কারাফটকের সামনে আসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ২৬ দিন পর গতকাল মঙ্গলবার জামিন পান পরীমনি।
কাশিমপুর থেকে বের হলেন পরীমনি ! চিত্রনায়িকা পরীমনি কাশিমপুর কারাগার থেকে বের হয়েছেন। আজ বুধবার সকাল ৯টা ৩৬ মিনিটে তিনি কারাগার থেকে বের হন। এর আগে, সকাল ৯টা ৫ মিনিটে পরীমনিকে নিতে কাশিমপুর কারাগারে প্রবেশ করেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন ও আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
চিত্রনায়িকা পরীমনি কাশিমপুর কারাগার থেকে বের হয়েছেন। আজ বুধবার সকাল ৯টা ৩৬ মিনিটে তিনি কারাগার থেকে বের হন। এর আগে, সকাল ৯টা ৫ মিনিটে পরীমনিকে নিতে কাশিমপুর কারাগারে প্রবেশ করেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন ও আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।