cricket 

চ্যাম্পিয়ন হয়ে যত টাকা পেল শ্রীলঙ্কা !

চ্যাম্পিয়ন হয়ে যত টাকা পেল শ্রীলঙ্কা

এশিয়া কাপের ফাইনাল, এই লড়াই শ্রেষ্ঠত্বের তো বটেই, আর্থিক বিষয়ও মিশে আছে এর সঙ্গে। ফাইনাল জিতলে দুই দলের সামনে থাকছে বিপুল অর্থের হাতছানি।

গেল বারের এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ আর ভারত। সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। সেবার থেকে অবশ্য এবারের প্রাইজমানি প্রায় বেড়ে গেছে তিন গুণ।

২০১৮ সালের সেই আসরে বাংলাদেশ রানার্স আপ হয়ে পেয়েছিল ৩০ হাজার ডলার, আর চ্যাম্পিয়ন ভারত জিতেছিল এর দ্বিগুণ। সব মিলিয়ে দুই দলের প্রাইজমানি ১ লাখ ডলারও ছিল না।

এবার প্রাইজমানি এতটাই বেড়েছে যে, আজ রানার্স আপ হলেই মিলবে গেলবারের মোট প্রাইজমানির চেয়ে বেশি অর্থ। এবার রানার্স আপ দল পাবে ১ লাখ ডলার সমমূল্যের প্রাইজমানি। আর চ্যাম্পিয়ন দল পাবে এর দ্বিগুণ, অর্থাৎ ২ লাখ ডলার। শিরোপা জেতা দলটির প্রাপ্তি এখানেই শেষ নয়, উপরি পাওনা হিসেবে নানান বোনাস থাকছে দলটির জন্য।

তবে প্রাইজমানির ঝনঝনানি থাকলেও দিন শেষে শিরোপা আর মর্যাদাটাই বোধহয় বেশি অর্থ বহন করে এখানে। সেজন্যেই শেষ পর্যন্ত শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে এই বিপুল টাকা নিয়ে বাড়ি ফিরতে পারল।

আরও দেখুন

 

রংপুর চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, ডাক্তার। ২০২২!

হার্ট ফাউন্ডেশনে বিশেষজ্ঞ ডাক্তার মিরপুর ২ নম্বর 2022
ঢাকা বাংলাদেশের সেরা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ 2022
বগুড়ায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকা

National Heart Foundation of Bangladesh-Bangladesh  razuaman.com

ল্যাকটোজেন ১ খাওয়ার নিয়ম
রংপুরে সবচেয়ে ভালো মানসিক ডাক্তার /বিভাগীয় প্রধান কে?-

নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার রংপুর | ENT specialist doctor in RangpurRangpur।

ল্যাকটোজেন ১ খাওয়ার নিয়ম – razuaman.com

নীলফামারী জেলার বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *