- শিশুদের ছড়া কবিতা
সালাম ও আদাব বন্ধুরা, আজ আমরা ছোটদের ছড়া ও কবিতা নিয়ে হাজির হয়েছি। শিশুদের কবিতা ছড়ার সংগ্রহে আপনারা পাবেন আমাদের
এই সাইটে মজার ছড়া ও কবিতার নাম
আম পাতা জোড়া জোড়া, কাঠবিড়ালি, আগডুম বাগডুম, তাঁতির বাড়ি, খোকন খোকন, আয়রে পাখি লেজ, হাট্টিমাটিম টিম ইত্যাদি।
চলুন শুরু করি
তাই তাই তাই মামা বাড়ি যাই কবিতা
তাই তাই তাই
মামা বাড়ি যাই
মামী দিলো দুধ ভাত
দুয়ারে বসে খাই
তাই তাই তাই
মামা বাড়ি যাই
মামা এলো ছিপ নিয়ে
মাছ ধরতে যাই
তাই তাই তাই
মামা বাড়ি যাই
মামা বাড়ি ভারী মজা
কিল চড় নাই
হাট্টিমাটিম টিম কবিতা
হাট্টিমাটিম টিম
তারা মাঠে পাড়ে ডিম্
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম
আতা গাছে তোতা পাখি কবিতা
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
এতো ডাকি তবু কথা
কওনা কেনো বৌ
লাজে লাজুক মুখটি বৌ এর
হয়েছে যে লাল
এতো ডাকি তবু কথা
কওনা কেনো বৌ
খোকা গেলো মাছ ধরতে কবিতা
খোকা গেলো মাছ ধরতে
ক্ষীর নদীর কুলে
ছিপ নিয়ে কোলা ব্যাঙ-এ
মাছ নিয়ে গেলো চিলে
ফড়িং বাবুর বিয়ে কবিতা
আজ ফড়িং বাবুর বিয়ে
টিকটিকি তে ঢোলক বাজায়
মাথায় টুপি দিয়ে
আজ ফড়িং বাবুর বিয়ে
বেয়ারা হলো আরশোলা
পালকি কাঁধে নিয়ে
ফড়িং বাবুর বিয়ে হলো
ঢাক ঢোল বাজিয়ে
দেখতে এলো সেজেগুজে
পিঁপড়ে রা সব মিলে
আজ ফড়িং বাবুর বিয়ে
ঘাসের পাতায় লুচি হলো
ভাজা গাওয়া ঘিয়ে
ফড়িং বাবুর বিয়ে
দই সন্দেশ তৈরী হলো
মাটিতে জল দিয়ে
ব্যাঙের ছাতার নিচে সবাই
খেতে বসলো গিয়ে
খোকা যাবে শ্বশুরবাড়ি কবিতা
খোকা যাবে শ্বশুরবাড়ি
সঙ্গে যাবে কে
বাড়ি আছে হুলো-বেড়াল
কোমর বেঁধেছে
আয় রে আয় টিয়ে কবিতা
আয় রে আয় টিয়ে
নায়ে ভর দিয়ে
নাও নিয়ে গেলো বোয়াল মাছে
তাই না দেখে ভোঁদড় নাচে
ওরে ভোঁদড় ফিরে চ
খোকার নাচন দেখে যা
আয় রে আয় টিয়ে
নায়ে ভর দিয়ে
কাঠবেড়ালি কাঠবেড়ালি কবিতা
কাঠবেড়ালি কাঠবেড়ালি
পেয়ারা তুমি খাও
গুড়মুড়ি খাও
দুধ ভাত খাও
বাতাবি লেবু লাও
বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও
তোমার সঙ্গে আড়ি আমার যাও
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা কবিতা
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা
মাছ কাটলে মুড়ো দেবো
ধান কুটলে কুঁড়ো দেবো
কালো গরুর দুধ দেবো
দুধ খাওয়ার বাটি দেবো
উপসংহার
শিশুদের মজার ছড়া কবিতা সংক্রান্ত প্রায় ১৫ টি কবিতা আমরা এই আর্টিকেলের মাধ্যমে দিয়েছি। উপরিউক্ত কবিতা গুলি আপনি আপনার বাড়ির ছোট ছোট বাচ্চাদের পড়াতে পারবেন। আপনারা যদি চান আপনাদের পছন্দের আরও কোনো ছোটদের মজার ছড়া আমরা এই পোস্টে যোগ করি তাহলে নিচে কবিতার নাম টি কমেন্টের মাধ্যমে জানান। আমরা শীঘ্রই এই পোস্টে যোগ করে দেবো। ইনশাআল্লাহ।
ধন্যবাদ RazuAman.Com এর সাথে থেকে এই আর্টিকেল টি পড়ার জন্য। ছোটদের কবিতা ছাড়াও আমাদের এই ওয়েবসাইটে আরো ভালো ভালো । আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন।
আমাদের সাথে থাকুন