ছোটদের ছড়া কবিতা–razuaman.com

🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
ছোটদের ছড়া কবিতা
ছোটদের ছড়া কবিতা বা ছড়া হলো ছন্দে রচিত পদ্য। ছড়া সাধারণত স্বরবৃত্ত ছন্দে রচিত হয়। ছড়াসাহিত্যকে শিশুসাহিত্যের অংশ হিসেবে ধরে নেওয়া হয়। যিনি ছড়া লেখেন তাকে ছড়াকার বলা হয়ে থাকে। তবে বাংলা সাহিত্যে যারা ছড়া লিখে বিখ্যাত হয়েছেন তাদের সবাইকেই কবি বা শিশু সাহিত্যিক বলে ডাকা হয়। শিশুদের সাহিত্য সম্পর্কে জানার প্রথম সিঁড়ি হলো ছড়া। ছড়াকে কবিতার মধ্যেই ফেলা যেতে পারে। কারণ ছড়াও কবিতা, শধুমাত্র শিশুদের উপযোগী করা লেখা হয় বলে একে কবিতার ক্যাটাগরি থেকে বাদ দেওয়া উচিত না। তবে ছোটদের কবিতাও বলা যেতে পারে।
নন্দলাল – দ্বিজেন্দ্রলাল রায়
July 28, 2020 উপদেশমূলক কবিতা, ছোটদের ছড়া কবিতা, দ্বিজেন্দ্রলাল রায়, রূপক কবিতা 0
নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ- স্বদেশের তরে, যা করেই হোক, রাখিবেই সে জীবন। সকলে বলিল, ‘আ-হা-হা কর কি, কর কি, নন্দলাল’ ? নন্দ বলিল, ‘বসিয়া বসিয়া রহিব কি চিরকাল ? আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ ?’ তখন সকলে বলিল- ‘বাহবা বাহবা বাহবা
হাট্টিমাটিম টিম – রোকনুজ্জামান খান
ছোটদের ছড়া কবিতা, রোকনুজ্জামান খান 0
(হাট্টিমাটিম টিম’। তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম।) টাট্টুকে আজ আনতে দিলাম বাজার থেকে শিম মনের ভুলে আনল কিনে মস্ত একটা ডিম। বলল এটা ফ্রি পেয়েছে নেয়নি কোনো দাম ফুটলে বাঘের ছা বেরোবে করবে ঘরের কাম। সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমে তা ডিম ফুটে …
খোকন খোকন ডাক পাড়ি – রোকনুজ্জামান খান
ছোটদের ছড়া কবিতা, রোকনুজ্জামান খান
খোকন খোকন ডাক পাড়িখোকন মোদের কারবাড়ি ?আয় রে খোকন ঘরে আয়দুধ মাখা ভাত কাকে খায়।
এমন যদি হতো – সুকুমার বড়ুয়া
ছোটদের ছড়া কবিতা, সুকুমার বড়ুয়া 0
এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কতো । এমন হতো যদি পাখি হয়ে পেরিয়ে যেতাম কত পাহাড় নদী দেশ বিদেশের অবাক ছবি এক পলকের দেখে সবই সাতটি সাগর পাড়ি দিতাম উড়ে নি
মেঘনায় ঢল – হুমায়ুন কবির
ছোটদের ছড়া কবিতা, হুমায়ুন কবির 0
শোন্ মা আমিনা, রেখে দে রে কাজ ত্বরা করে মাঠে চল, এল মেঘনায় জোয়ারের বেলা এখনি নামিবে ঢল। নদীর কিনার ঘন ঘাসে ভরা মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা করিস না দেরি–আসিয়া পড়িবে সহসা অথই জল মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা মেঘনায় নামে ঢল। এখনো যে মেয়ে আসে নাই …
পারিব না – কালীপ্রসন্ন ঘোষ
অনুপ্রেরণামূলক কবিতা, উপদেশমূলক কবিতা, কালীপ্রসন্ন ঘোষ, ছোটদের ছড়া কবিতা 0
‘পারিব না’ একথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার; পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার একবার না পারিলে দেখ শতবার। পারিবে না বলে মুখ করিও না ভার, ও কথাটি মুখে যেন না শুনি তোমার। অলস অবোধ যারা কিছুই পারে না …
কানা বগীর ছা – খান মুহাম্মদ মইনুদ্দীন
খান মুহম্মদ মঈনুদ্দিন, ছোটদের ছড়া কবিতা, প্রকৃতির কবিতা 0
ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ। ঐ খানেতে বাস করে কানা বগীর ছা। ও বগী তুই খাস কি? পানতা ভাত চাস কি? পানতা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই।
স্বাধীনতার সুখ – রজনীকান্ত সেন
ছোটদের ছড়া কবিতা, নীতি কবিতা, রজনীকান্ত সেন
বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই- “কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই; আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে, তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।” বাবুই হাসিয়া কহে- “সন্দেহ কি তায় ? কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়; পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”
সবার আমি ছাত্র – সুনির্মল বসু
উপদেশমূলক কবিতা, ছোটদের ছড়া কবিতা, সুনির্মল বসু 0
আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। পাহাড় শিখায় তাহার সমান- হই যেন ভাই মৌন-মহান, খোলা মাঠের উপদেশে- দিল-খোলা হই তাই রে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখাল হাসতে মোরে, মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর- অন্তর …
শিক্ষাগুরুর মর্যাদা – কাজী কাদের নেওয়াজ
কাজী কাদের নেওয়াজ, ছোটদের ছড়া কবিতা, নীতি কবিতা 0
বাদশাহ আলমগীর- কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বারি গুরুর চরণে পুলকিত হৃদে আনত-নয়নে, শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি। শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি। …
গল্প (প্রেম ভালোবাসার ছোট গল্প)পিডিএফ বই ডাউনলোডঅনুবাদ কবিতাআবৃত্তিঅতুলপ্রসাদ সেনঅন্নদাশঙ্কর রায়অমিয় চক্রবর্তীঅরুণ মিত্রআ. ন. ম. বজলুর রশীদআনিসুল হকআবদুল গাফফার চৌধুরীআবদুল হাকিমআবু জাফর ওবায়দুল্লাহআবুল হাসানআবুল হোসেনআরণ্যক বসুআল মাহমুদআলাউদ্দিন আল আজাদআলাওলআসাদ চৌধুরীআহসান হাবীবইসমাইল হোসেন সিরাজীঈশ্বরচন্দ্র গুপ্তকাজী কাদের নেওয়াজকাজী নজরুল ইসলামকামিনী রায়কায়কোবাদকালীপ্রসন্ন ঘোষকুসুম কুমারী দাশখান মুহম্মদ মঈনুদ্দিনগগন হরকরাগোবিন্দচন্দ্র দাসঅনুপ্রেরণামূলক কবিতাইসলামিক কবিতাউপদেশমূলক কবিতাএকুশের কবিতাকষ্টের কবিতাছোটদের ছড়া কবিতাজন্মদিনের কবিতাদুঃখের কবিতাদেশের কবিতানারীকে নিয়ে কবিতানীতি কবিতাপহেলা ফাল্গুনের কবিতাপ্রকৃতির কবিতাপ্রেমের কবিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতাবসন্তের কবিতাবিদ্রোহী কবিতাবিরহের কবিতাবৃষ্টির কবিতাগোলাম মোস্তফাচণ্ডীদাসচন্দ্রাবতীজয় গোস্বামীজসীম উদ্দীনজীবনানন্দ দাশতসলিমা নাসরিনতারাপদ রায়দেবব্রত সিংহনবকৃষ্ণ ভট্টাচার্যনবারুণ ভট্টাচার্যনির্মলেন্দু গুণনীরেন্দ্রনাথ চক্রবর্তীপূর্ণেন্দু পত্রীপ্রেমেন্দ্র মিত্রফররুখ আহমদবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়বন্দে আলী মিঞাবিনয় মজুমদারবিষ্ণু দেবুদ্ধদেব বসুছোট গল্পনাজিম হিকমতপাবলো নেরুদাবৈশাখের কবিতাভালোবাসার কবিতামাকে নিয়ে কবিতামুক্তিযুদ্ধের কবিতামে দিবসের কবিতাযুদ্ধের কবিতারম্য কবিতারাজনৈতিক কবিতারূপক কবিতারোমান্টিক কবিতাশীতের কবিতাশুভ নববর্ষের কবিতাভবানীপ্রসাদ মজুমদারভাস্কর চক্রবর্তীমদনমোহন তর্কালঙ্কারমল্লিকা সেনগুপ্তমহাদেব সাহামাইকেল মধুসূদন দত্তমাহবুবুল আলম চৌধুরীমুকুন্দরাম চক্রবর্তী , কবিকঙ্কণমুহম্মদ জাফর ইকবালযতীন্দ্রমোহন বাগচীযোগীন্দ্রনাথ সরকাররজনীকান্ত সেনরফিক আজাদরবীন্দ্রনাথ ঠাকুররাজিয়া খাতুন চৌধুরাণীরামনিধি গুপ্ত (নিধু বাবু)রুদ্র গোস্বামীরুদ্র মুহম্মদ শহীদুল্লাহরোকনুজ্জামান খানলালন ফকিরশক্তি চট্টোপাধ্যায়শঙ্খ ঘোষশহীদ কাদরীশামসুর রাহমানশাহ মুহম্মদ সগীরশিবরাম চক্রবর্তীশুভ দাশগুপ্তশেখ ফজলল করীমশ্রীজাতসত্যেন্দ্রনাথ দত্তসলিল চৌধুরীভালোবাসার গল্পমোশতাক আহমেদরেদোয়ান মাসুদশেখ সাদীসিকান্দার আবু জাফরসুকান্ত ভট্টাচার্যসুকুমার বড়ুয়াসুকুমার রায়সুনির্মল বসুসুনীল গঙ্গোপাধ্যায়সুফিয়া কামালসুবোধ সরকারসুভাষ মুখোপাধ্যায়সৈয়দ শামসুল হকহাসন রাজাহুমায়ুন আজাদহুমায়ুন কবিরহুমায়ূন আহমেদহেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়হেলাল হাফিজস্বাধীনতার কবিতা