জন্ডিস হওয়ার লক্ষণ-Symptoms of jaundice?

জন্ডিস নিজে কোনো রোগ নয়, বরং এটি রোগের লক্ষণ। জন্ডিস হতে পারে নানা কারণে। জন্ডিস বলতে সাধারণত লিভারের প্রদাহজনিত জন্ডিসকেই বোঝানো হয়। ভাইরাস থেকে শুরু করে নানা ধরনের ওষুধ, অ্যালকোহল ইত্যাদি কারণে লিভারে প্রদাহ হতে পারে। আমাদের দেশে লিভার প্রদাহের প্রধান কারণ হেপাটাইটিস ই, এ এবং বি ভাইরাস।
জন্ডিসের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জেনে নিন ? জন্ডিস বলতে আমরা বুঝি, লিভারের যেকোনো জটিলতার কারণে চোখ হলুদ হওয়া, প্রস্রাব হলুদ হওয়া, খাওয়ায় অরুচি, মুখগহ্বর হলুদ হওয়া এবং কারো কারোর ক্ষেত্রে চামড়া প্রযন্ত হলুদ হয়ে যাওয়া। এটাকে আমরা জন্ডিসের লক্ষণ হিসেবেও বলে থাকি।
জন্ডিসের কারণ
রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। সাধারণত লিভারের রোগই জন্ডিসের প্রধান কারণ। আমরা যা কিছু খাই তা লিভারেই প্রক্রিয়াজাত হয়। লিভার বিভিন্ন কারণে রোগাক্রান্ত হতে পারে। হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই ভাইরাসগুলো লিভারে প্রদাহ সৃষ্টি করে যাকে বলা হয় ভাইরাল হেপাটাইটিস। বাংলাদেশসহ সারা বিশ্বেই জন্ডিসের প্রধান কারণ এই হেপাটাইটিস ভাইরাসগুলো। উন্নত দেশগুলোতে অতিরিক্ত মধ্যপান জন্ডিসের একটি অন্যতম প্রধান কারণ।
এ ছাড়াও অটোইমিউন লিভার ডিজিজ, বংশগত কারণসহ আরও নানান ধরনের লিভার রোগেও জন্ডিস হতে পারে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও অনেক সময় জন্ডিস হয়। তা ছাড়া থ্যালাসিমিয়া ও হিমোগ্লোবিন ই-ডিজিজের মত যেসকল রোগে রক্ত ভেঙ্গে যায় কিংবা পিত্তনালীর পাথর অথবা টিউমার হলে জন্ডিস হতে পারে। আবার লিভার বা অন্য কোথাও ক্যান্সার হলেও জন্ডিস হতে পারে। জন্ডিস মানেই লিভারের রোগ এমনটি ভাবা তাই একেবারেই ঠিক নয়।
জন্ডিসের লক্ষণ ও উপসর্গসমূহ:-
- জন্ডিসের প্রধান লক্ষণ হল চোখ ও প্রসাবের রং হলুদ হয়ে যাওয়া আবার সমস্যা বেশি হলে পুরো শরীর গাঢ় হলুদবর্ণ ধারণ করতে পারে।
- শারীরিক দুর্বলতা।
- ক্ষুধামন্দা।
- জ্বর জ্বর অনুভূতি কিংবা কাঁপানি দিয়ে জ্বর আসা।
- বমি বমি ভাব অথবা বমি।
- মৃদু বা তীব্র পেট ব্যথা।
- অনেকসময় পায়খানা সাদা হয়ে যাওয়া।
- চুলকানি।
- যকৃত শক্ত হয়ে যাওয়া।
জন্ডিস প্রতিরোধে করণীয়ঃ
জন্ডিস থেকে বেঁচে থাকতে আমাদের কিছু করণীয় আছে। জন্ডিস প্রতিরোধে করণীয় সম্পর্ক জেনে নিনঃ
1 হেপাটাইটিস এ ও ই খাদ্য ও পানির মাধ্যমে সংক্রমিত হয়। আর হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস ডি দূষিত । 2 রক্ত, সিরিঞ্জ এবং আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়ায়। তাই সব সময় বিশুদ্ধ খাবার ও পানি খেতে হবে। 3 হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি হওয়ার আশংকা মুক্ত থাকতে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি এর ভ্যাকসিন গ্রহণ করুন। 4 শরীরে রক্ত নেয়ার প্রয়োজন হলে অবশ্যই প্রয়োজনীয় স্ক্রিনিং করে নিতে হবে। 5 ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করতে হবে। 6 মদ পান ও নেশাদ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন। 7 নিরাপদ যৌন মিলন করুন। 8 কল কারখানার নির্গত রাসায়নিক পদার্থ থেকে দূরে থাকুন। 8 সেলুনে সেভ করার সময় অবশ্যই নতুন ব্লেড ব্যবহার করতে বলবেন। 9 জন্ডিস অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণও হতে পারে তাই এই রোগ থেকে বাঁচতে সচেতন হতে হবে।
- বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ [ অ্যাথলেটিক্স শব্দটি কোথা থেকে এসেছে ]
- কাতার বিশ্বকাপ, ফুটবল ২০২২ [ FIFA World Cup 2022 ]
- কে এই খেলাইফি: নাসের আল খেলাইফি
- কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচি বাংলাদেশ
- বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচি?বিশ্বকাপ ফুটবল ২০২২? razuaman.com
- লিওনেল মেসির দলবদলে চাঙ্গা ক্রীড়া ! পিএসজি’র জার্সি কেনার হিড়িক চট্টগ্রামে,
- বিশ্বের সবচেয়ে সেরা ছোট ফুটবলার / নেইমার সবচেয়ে ‘বিচক্ষণ’ ফুটবলার
- মেসিকে পেলের অভিনন্দন দুঃখ প্রকাশ করে?razuaman
- স্পেনে দর্শকদের জন্য স্টেডিয়ামের দরজা উন্মুক্ত:-razuaman