যাত্রীসেবা

ঢাকা সৈয়দপুর বিমান টিকিট । ভাড়া, টিকিট, ফ্লাইট বুকিং সহ সব তথ্য-razuaman.com

নীলফামারী জেলার অন্তর্গত সৈয়দপুর বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অতি প্রাচীন এবং প্রসিদ্ধ থানা শহর। কথিত আছে যে ভারত বর্ষের কুচ বিহার থেকে আগত মুসলিম সাইয়্যেদ পরিবার এখানে এসে বসবাস করা শুরু করেন এবং সেখান থেকেই এর নাম সৈয়দপুর হয়। ১৯১৫ সালে এই থানা শহরটি প্রতিষ্ঠিত হয়। থানা শহর হলেও সৈয়দপুর এর গুরুত্ব অনেক জেলা শহরের চাইতে কোন অংশে কম না।

ঢাকা থেকে সৈয়দপুর ফ্লাইট – সপ্তাহের কোন দিন কয়টি ফ্লাইট

বাংলাদেশী বিমান সংস্থা গুলোর কাছে সৈয়দপুর একটি জনপ্রিয় নাম। প্রতিটি বিমান সংস্থাই ঢাকা সৈয়দপুর রুটে একাধিক ফ্লাইট পরিচালনা করে থাকেন। বর্তমানে বাংলাদেশের যেসব বিমান সংস্থা ঢাকা সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে তারা হলঃ

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • নভোএয়ার
  • রিজেন্ট এয়ার ওয়েজ
  • ইউ এস বাংলা এয়ার লাইন্স

কোন এয়ারলাইন্স সপ্তাহের কোন দিনে কয়টি ফ্লাইট পরিচালনা করে থাকে তা বুঝার জন্যে আপনাদের সুবিধার্থে একটি চার্ট তৈরি করে দিলাম।

বিশেষ দ্রষ্টব্যঃ যেকোন জরুরী অবস্থা যেমন খারাপ আবহাওয়া অথবা রোগ সংক্রমণের ঝুঁকি থাকলে সেক্ষেত্রে বিমান সংস্থার তাৎক্ষনিক সিদ্ধান্তে ফ্লাইট সংখ্যার পরিবর্তন হতে পারে। এর জন্য ফ্লাইট এক্সপার্ট কোন ভাবেই দায়ী না।

আপনার ভ্রমণের নির্দিষ্ট তারিখে কয়টি ফ্লাইট পাবেন এবং সেগুলোর সময় জানতে সহজেই ফ্লাইট সার্চ করে নিতে পারেন এই ওয়েবসাইট থেকেঃ https://www.flightexpert.com

কোন প্রশ্ন থাকলে ফোন করুনঃ +৮৮-০৯৬১৭-১১১-৮৮৮

যোগাযোগের ঠিকানাঃ

৯০/১ মতিঝিল সিটি সেন্টার

লেভেল ২৫ – বি -১, (লিফটের ২৬ তলা )

ঢাকা – ১০০০, বাংলাদেশ।

এর মধ্যে বাংলাদেশ বিমান ব্যাতিত অন্যান্য সব বিমান সংস্থাই ঢাকা সৈয়দপুর রুটে প্রতিদিন একাধিক ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে নভোএয়ার এবং ইউ এস বাংলা এয়ারাইন্স প্রতিদিন চারটি করে ঢাকা সৈয়দপুর ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া রিজেন্ট এয়ারওয়েজ প্রতিদিন ২ টি করে ও বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ টি করে ঢাকা থেকে সৈয়দপুর ফ্লাইট পরিচালনা করছে। প্রতিদিন ঢাকা থেকে সৈয়দপুর রুটে সর্বমোট ১১ টি ফ্লাইট পরিচালিত হয়।

ঘরে বসে অনলাইনে ঢাকা সৈয়দপুর বিমান টিকিট কিনতে পারেন ফ্লাইট এক্সপার্ট থেকে

এখানে বিশেষ ভাবে বলে রাখা প্রয়োজন যে অন্য যেকোন ফ্লাইটের মত ঢাকা সৈয়দপুর ফ্লাইটও পরিবর্তনশীল।  আবহাওয়া বা অন্য যেকোন কারণে ফ্লাইট সংখ্যা পরিবর্তিত হলে সেটা সম্পূর্ণ ভাবে বিমান সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী হবে।

ঢাকা সৈয়দপুর বিমান ভাড়া

একটা সময় ছিল যখন অনেক গন্তব্যেই বিমানে যাওয়া যেত না। আবার ভাড়াটাও ছিল নাগালের বাইরে। এজন্যে বিমান যাত্রীর সংখ্যাও অনেক কমই ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশে বেশ কিছু ভাল বিমান সংস্থা তাদের সার্ভিস দিয়ে যাচ্ছেন। একাধিক এয়ারলাইন্স থাকার কারণে ভাড়াও যেমন কমেছে, যাত্রী সেবার মানও উন্নত হয়েছে।

আমাদের আধুনিক জীবন অনেক দ্রুত। এখন সচেতন মানুষ অন্য যেকোন কিছুর চাইতে সময়কে বেশী মূল্য দিয়ে থাকে। যেকোন উপায়ে তারা চায় সময় বাচাতে। এজন্য আকাশপথে ভ্রমণই সবচাইতে ভাল উপায়। এছাড়া ফ্লাইট এক্সপার্টের মত অনলাইন ট্রাভেল এজেন্সি বিভিন্ন সময় আরও বাড়তি ডিসকাউন্টও দিচ্ছে। ফলে তুলনামুলক ভাবে কমে আসছে ভ্রমণ খরচ।

বিমান ভাড়া সর্বদাই পরিবর্তনশীল। ঢাকা থেকে সৈয়দপুর বিমান ভাড়াও এর ব্যাতিক্রম না। ভ্রমনের তারিখ অনুযায়ী ভাড়া পরিবর্তিত হতে পারে। সেক্ষেত্রে ভাড়া কিছুটা কমে যায় অথবা বেড়ে যায়। তবে পার্থক্যটা সাধারণত খুব বেশী হয় না।

ঢাকা টু সৈয়দপুর রুটও এর ব্যাতিক্রম না। আমরা চেষ্টা করেছি ঢাকা থেকে সৈয়দপুর রুটের সবগুলো এয়ারলাইন্সের ভাড়ার একটি তুলনামূলক লিস্ট** তৈরি করতে। ভাড়া সংক্রান্ত তথ্য গুলো সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে । তথ্যের কোন পরিবর্তনের জন্যও সংশ্লিষ্ট বিমান সংস্থা দায়ি থাকবে।

** তালিকাটি পরিবর্তিত হতে পারে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট বিমান সংস্থার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আমরা তালিকাটি তৈরি করেছি ঢাকা টু সৈয়দপুর রুটের বিমান ভাড়া সম্পর্কে আমাদের পাঠকদের একটি সম্যক ধারানা দেবার জন্য।

লাগেজ সংক্রান্ত তথ্য

নিয়ম অনুযায়ী ইকোনমি যাত্রীরা প্রত্যেকে ২০ কেজি পরিমান চেক কৃত মালামাল বহন করতে পারবেন। তাছাড়া কেবিন লাগেজ হিসেবে  ৭ কেজি মাল বহন করা যাবে। বিজনেস ক্লাসের যাত্রীরা ৩০ কেজি চেক কৃত মালামাল এবং ৭ কেজি কেবিন লাগেজ বহন করতে পারবেন। এর চাইতে বেশী লাগেজ পরিবহন করতে চাইলে অতিরিক্ত ফি দিতে হবে। এই ফি সম্পর্কে জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

পরিশেষে আপনার নিরাপদ রাজশাহী ভ্রমণ কামনা করছি। আপনার কোন সমস্যা বা জিজ্ঞাস্য থাকলে আমাদের ব্লগে অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তর দিয়ে সহযোগিতা করার।

কিভাবে ঢাকা সৈয়দপুর বিমান টিকিট করবেন

আভ্যান্তরিন বিমান ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হবে না। তাই বিমান ভ্রমণের আলাদা কোন ঝামেলা নেই বললেই চলে। নিরাপত্তার খাতিরে শুধু আপনার জাতীয় পরিচয়পত্রটি হলেই চলবে।

আপনার পছন্দের বিমান অফিস থেকে ঢাকা থেকে সৈয়দপুর বিমান টিকিট করে নিতে পারবেন। ওয়েবসাইটগুলো থেকেও টিকিট করতে পারেন। যারা ডিসকাউন্ট পছন্দ করেন, তারা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট নিতে পারেন। সেক্ষেত্রে কিছু ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন। বাংলাদেশের অনলাইন ট্রাভেল এজেন্সি গুলোর মধ্যে ফ্লাইট এক্সপার্ট বেশ স্বনামধন্য। এখান থেকে যেকোন বিমানের টিকিট করে নিতে পারবেন ঘরে বসেই।

এদের ওয়েবসাইট ঠিকানাঃ https://www.flightexpert.com/

এছাড়া এরা ভ্রমণ সম্পর্কিত যেকোন প্রশ্নের জন্যও তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরেঃ ০৯৬১৭-১১১-৮৮৮

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *