দাঁতের রোগের কি কি সমস্যা হয়?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি ভালো। তো বন্ধু চলুন কিছু কথা বলি আমাদের মধ্যে ওনেক রোগ লুকিয়ে আছে কিন্তু আমরা ওলোসতা করি তাতে দেখা যায় যে ওনেক খতি হয়ে যায়। তাই আমরা আজকে একটা পোস্ট রেডি করছি বিস্তারিত দেখেন নিছে।
দাঁতের রোগ নিয়ে বলতে গেলে প্রাথমিকভাবে যে কথাটা মনে আসে তা হল ক্ষয় অর্থাৎ দন্তক্ষয়। এই দন্তক্ষয়ের গ্রামগঞ্জে বা শহরে সব জায়গায় একই রকম।
দন্তক্ষয়কে কেরিজ বলে। অনেক সময় এই কেরিজ খালি চোখে দেখাও যায় না বা বোঝা যায় না। সুতরাং প্রতি ছ’মাস অন্তর হাসপাতাল বা প্রাইভেট চেম্বারে পরীক্ষা করালে কেরিজ বা দাতের অন্য কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করা যায়। দাঁতের কেরিজ প্রাথমিকভাবে ব্যথাহীন হলেও ধীরে ধীরে যখন দাঁতের নরম অংশ পালপে সংক্রমণ হয় তখন যন্ত্রণা শুরু হয়। এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক।
দাঁতের গোড়ায় যখন কেরিজ হয় তখন তাকে বলে রুট কেরিজ। এটি বেশি যন্ত্রণাদায়ক। কেরিজ যখন পালপকে সংক্রসণ করে তখন তাকে বলে পালপাইটিস।
এছাড়া বিভিন্ন ধরনের মাড়ির অসুখ আছে। সেখান থেকে যখন রক্ত পড়ে তখন তাকে বলে ডিঞ্জিভাইটিস। দাঁতের গোড়া এবং মাড়িতে যে সংক্রমণ হয় সেটা সাধারণত খাবার জমে থাকার কারণেই। ঠিকমতো জমে যে রোগটি হয় তার নাম পেরিওযন্টাইটিস।
প্রাথমিক অবস্থায় যতি চিকিৎসা না করা হয় তাহলে ধীরে ধীরে পেরিওডন্টাইটিস দাঁতের গোড়া অবধি পৌঁছে যায়। যা ছোট পকেট থেকে একটা গভীর পকেট বা গর্তে পরিণত হয়। খাবারগুলো ওই গর্তে জমা হয়। খাবারগুলো জমে জমে ব্যাক্টেরিয়ার সৃষ্টি হয় এবং দাঁতের যে হাড় নীচে থাকে তার ক্ষয় করতে থাকে। অর্থাৎ ‘অ্যাটনেলার বোনে’র ক্ষতি করে।
দাঁতের সাপোর্ট নষ্ট হয় হাড় ক্ষয়ে যাবার জন্য। দাঁত নড়তে শুরু করে। মুখে দুর্গন্ধ তৈরি হয়। স্পর্শ করলেই রক্ত পড়তে শুরু করে। অনকে সময় দেখা যায় ঘুমের মধ্যে দাঁত থেকে রক্ত বেরিয়ে আসছে। বালিশ ভিজিয়ে দেয় রক্ত। মুখের দুর্গন্ধ সামাজিকভাবে মেলামেশা বন্ধ হয়ে যায়। এই রোগ যে শুধু অশিক্ষিত মানুষদের মধ্যে আছে তা নয়, শিক্ষিত মানুষ, অর্থবানদের মধ্যেও এই ধরনের দন্তক্ষয়ের রোগ দেখা যায়। এটা ঘটে সচেতনতার অভাবে।
এমন অনেক রোগী আসে কেরিজ নিয়ে যারা বলে ডাক্তারবাবু আমার কোনো অসুবিধে নেই। অর্থাৎ যতক্ষণ না অসুবিধে হবে ততক্ষণ সে ডাক্তারের কাছে যাবে না। রেগুলার চেক-আপ, কী করে দাঁতে ভালো রাখতে হয়, এসব জানার প্রচন্ড অভাব মানুষের মধ্যে। এছাড়া দাঁতের কাঠামো ঠিক না থাকলে খাবার সময় চিবোনোর ফলে ধীরে ধীরে দাঁত ধারালো হয়ে ওঠে। একে বলে ‘অ্যাট্রিকশন’। এর ফলে এনামেল ক্ষয়ে গিয়ে ডেন্টিন বাইরে বেরিয়ে আসে। ডেন্টিনের মধ্যে যে নার্ভগুলো থাকে, তা কোনোকিছু শীতল পানীয়ের সয়স্পর্শে কনকন করে ওঠে।
অনেকের ঘুমোনোর সময় দাঁতে ঘর্ষণ হয়। তাদের চিকিৎসা করানো উচিত। ডেন্টিন যাতে বাইরে বেরিয়ে না আসে তার চিকিৎসা করা উচিত।
এছাড়াও দাঁতের আর একটা রোগ আছে শেপ নষ্ট হয়ে যাওয়া। অনেকেই আছে দাঁত মাজার ক্ষেত্রে সঠিকভাবে এবং সঠিক জিনিস দিয়ে দাত মাজে না। যেমন অনেকে লাল দন্দন মঞ্জন ব্যবহার করেন। এই মাজন ক্রমাগত ব্যবহার দাঁতের এনামেল উঠে গিয়ে দাঁত ও মাড়ির সংযোগস্থলে একটা ‘ভি’ আকৃতি তৈরি হয়। এটাও এক ধরনের ক্ষয় রোগ। এর জন্য ঠান্ডা জল, ঠান্ডা পানীয়, সবকিছু বাদ দিতে হয়।
এছাড়া মাতৃগর্ভে থাকার সময় যদি মায়ের খুব জ্বর, পক্স বা মিজলস হয় তাহলে শিশুটির দাঁতের গঠন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তার ফলে দাঁতের আভ্যন্তরীণ শক্তি ব্যাহত হয় এবং দাঁতের এনামেল আঘাতপ্রাপ্ত হয় এবং এনামেলগুলো ভেঙে পড়ে। একে বলে এনামেল হাইপোপ্লাসিয়া।
দুধের দাঁত ঠিক সময়ে না পড়ার জন্য এবং মা-বাব সচেতন না হওয়ার জন্য দাঁতের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। দাঁতের কর্মক্ষমতাও নষ্ট হয়ে যায়। সঠিক সময়ে চিকিৎসা করালে মুখের সৌন্দর্যের সাথে সাথে দাঁতের কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলা যায়।
দাঁত পরিচর্যা
১/প্রত্যেক বার খাওয়ার পর মুখ কুলকুচি করতে হবে।
২/বড় কিছু খাওয়ার পর ব্রাশ করতে হবে।
৩/ব্রাশ করতে হবে ওপর থেকে নীচে।
৪/দুটো দাঁতের মাঝখানে কোনো ব্রাশ প্রবেশ করতে
৫/পারে না, তাই ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে।
প্রতিদিন রাতে শুতে যাবার আগে উষ্ণ গরম জলে অল্প নুন দিয়ে কুলকুচি করতে হবে। যাদের হাইপ্রেসার আছে তারা নুন না দিয়ে উষ্ণ গরম জলে কুলকুচি করবেন।
দাঁত পরিচর্যা না করলে কী হবে
মাড়ি ও দাঁতের গোড়ায় অথবা দুটো দাঁতের মাঝখানে খাবারের কণা জমতে জমতে একটা শক্ত মাস্ক থৈরি হবে। ডাক্তারি ভাষায় যাকে বলে ক্যালকুলাস, সেই ক্যালকুলাস কিন্তু দাঁতের মাড়ির ক্ষতি করে এবং জিঞ্জিভাইটিস রোগের প্রধান কারণ হিসেবে দেখা দেয়। পরে পেরিওডনটাইটিস হেয়।
প্রতি দু’বছর অন্তর অন্তর এই ক্যালকুলাস-গুলোকে পরিষ্কার করিয়ে নিতে হবে। তার ফলে দাঁত বহুদিন পর্যন্ত ভালো থাকবে।
দাঁত ভালো না থাকলে কমফোর্ট, অ্যাস্থেটিক এবং ফাংশন এই তিনটিই ব্যাহত হবে। দাঁত না থাকলে সৌন্দর্য থাকবে না, দাঁত না থাকলে চিবানো যাবে না। ফলে পেটের সমস্যা তৈরি হবে।
আর একটা জিনিস মানুষ যেটা খুব অবহেলা করে সেটা হল ভাঙা দাঁত আছে তবুও তোলায় না। কখনো সুচালো হয়ে জিভে লেগে জিভে ঘা তৈরি হয়। এগুলো সারিয়ে নিতে হয়। যদি মুখের ভেতর কোনো ঘা ১৫ দিনের বেশি থাকে তাহলে মাথায় রাখতে হবে ক্যানসারের কথা। জিভে, গালে বা মাড়িতে সাদা প্যাচ, ব্যথাবিহীন ঘা বিশেষ করে ডায়াবেটিস থাকলে ভাবতেই হবে ক্যানাসারের কথা। এরকম বহু রোগী আসে এই ধরনের ঘা নিয়ে। কিন্তু কিছুইকরার থাকে না। শুধুমাত্র মেজর অপারেশন করে ঘাটাকে সারবার চেষ্টা করা হয়।
তাই দাঁত থাকতে দাঁতকে মর্যাদা দিতে শিখুন।
নিয়মিত ব্রাশ করার পরেও দাঁতে হলদেটে ভাব থাকার কারণ কী? এটা থেকে পরিত্রাণের উপায় কী?
প্রথমেই আমি আপনার নামের প্রতি পুরাই টাস্কি(ক্রাশ) খেয়ে গেলাম । যিনি এত সুন্দর একটা নাম রেখেছেন তার প্রতি অনেক ভালোবাসা ।
নানা কারণে দাঁতে এই হলুদ দাগ দেখা দিতে পারে। দাঁতের অযত্ন, তামাক সেবন, নিয়মিত ওষুধ খাওয়া, পান মশলা খাওয়া কিংবা অতিরিক্ত মাত্রায় চা বা কফি পান করার কারণে দাঁতের স্বাভাবিক শুভ্রতা চলে যেতে পারে।
দাঁতে হলুদ বা কালো দাগ হয়ে যাওয়ার সমস্যায় ভুগলে তা দূর করার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে অনেকে ধূমপান বন্ধ করে দিয়েও তেমন সুফল পান না। ধূমপান এমনিতেই আমাদের শরীরের জন্য খারাপ। তাই এটি যত দ্রুত সম্ভব বাদ দেয়া উত্তম।
আসুন জেনে নেই দাঁতের কাল দাগ করার কিছু ঘরোয়া উপায়।
লবণ
দাঁত পরিষ্কারের জন্য লবণ বেশ পরিচিত। লেবুর খোসায় এক চিমটি লবণ দিয়ে তা দাঁতে ঘষুন, এতে দাঁতের দাগ দূর হয়ে যাবে। লেবুতে ভিটামিন সি রয়েছে এবং লবণ ময়লা পরিষ্কার করে।
বেকিং সোডা
দাঁতের দাগ দূর করতে বেকিং সোডা বেশ কার্যকরী। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে একটি পাতিলেবুর অর্ধেকটার রস মেশান। কিছুক্ষণ পরেই দেখবেন মিশ্রণটির আকার ঘন তরলের মতো হয়েছে। এবার এই তরল আঙুলে করে তুলে দাঁতের উপরে শুধু লাগিয়ে দিন, ঘষার প্রয়োজন নেই। মিনিট তিনেক পরে কুলকুচি করে মুখ ধুয়ে ফেলুন, দাঁতের দাগ দূর হবে।
হলুদ
হলুদের সঙ্গে সরিষার তেল এবং লবণ মিশিয়ে তা ব্রাশের মতো দাঁতে ঘষলে দাঁত পরিষ্কার হয়। দাঁতের দাগ দূর করার জন্য এই পদ্ধতি বেছে নিতে পারেন।
পোড়া কাঠকয়লা
আগে অনেকেই দাঁত পরিষ্কারের কাজে পোড়া কাঠকয়লা ব্যবহার করতেন। এই পদ্ধতি কাজে লাগাতে পারেন আপনিও। পোড়া কাঠকয়লা বা ঘুঁটের ছাই নিয়ে ভালো করে হাতে পিষে নিজের আঙ্গুলের সাহায্যে দাঁতে ঘষুন। দাঁত পরিষ্কার হবে।
গাজর
দাঁতের দাগ দূর করতে সাহায্য করে গাজর। কারণ এতে উপস্থিত ফাইবার দাঁত পুরোপুরি পরিষ্কার করে দেয়। এটি দাঁতের কোণার ময়লা দ্রুত দূর করতে সহায়তা করে। দাঁত পরিষ্কার রাখতে নিয়মিত গাজর খাওয়ার অভ্যাস করুন।।
লবণ ও সরিষার তেল
লবণের মধ্যে ২-৩ ফোঁটা সরিষার তেল মিশিয়েও দাঁত পরিষ্কার করতে পারেন, এতে আপনার দাঁত ঝকঝক করবে।