লেবুর রস ও মধুর প্যাক ১ টেবিল চামচ তাজা লেবুর রসের সঙ্গে সমপরিমাণ মধু নিয়ে একসঙ্গে মিশিয়ে গাঢ় লিকুইড তৈরি করুন । এই লিকুইড ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে আপনার ত্বক ধুয়ে ফেলুন। এই প্যাক ব্যবহারে ত্বকে ব্রণ কমে আসবে, ব্রণের দাগ হালকা হতে শুরু করবে এবং আপনার ত্বকও উজ্জ্বল হবে।
আসুন জেনে নেয়া যাক ঘরোয়া রূপচর্চায় আইটেমগুলি আপনি ব্যবহার করলে আপনার ত্বকে সুফল পাবেন। চন্দন কাঠ- ত্বকের ঝুলে যাওয়া, বলিরেখা, প্রদাহ এবং পচনশীলতা প্রতিরক্ষায় চন্দনের জুড়ি মেলা ভার। তাই সপ্তাহে অন্তত 3 দিন জলের সাথে চন্দন কাঠের গুঁড়োর পেস্ট মুখে ভালোমতো লাগালে আপনার ত্বক হবে স্বাস্থ্যোজ্জ্বল এবং ঝকঝকে। তুলসী পাতা- সর্দি, কাশি, জ্বর জ্বালা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি আপনার ত্বকের ক্ষেত্রেও বেজায় সুফল দায়ী হচ্ছে তুলসী। তাই আপনার প্রত্যহ স্কিন কেয়ার রেজিমে অ্যাড করুন তুলসী পাতাকে।
কারন তুলসির মধ্যে থাকা এন্টিব্যাক্টেরিয়াল প্রপার্টিস আপনার ত্বককে ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্রণসমস্যা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি আপনার ত্বককে প্রদাহ ও ব্ল্যাকহেডের সমস্যা থেকেও মুক্তি দেয়। লাইফস্টাইল :Recipe: বাঙালির প্রিয় ইলিশ মাছের তেল ঝাল রেসিপি, শিখে নিন খুবই সহজ রন্ধন প্রণালীঅক্টোবরে আসতে চলেছে বিপদ! সতর্ক থাকুন এই চার রাশির ব্যক্তিরাRecipe: মাংসর স্বাদকেও হার মানাবে মিষ্টি দই-রুইয়ের সুস্বাদু এই তরকারি, শিখে নিন সহজ রেসিপি Recipe:
গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত ‘Tasty’দই-পোস্ত ইলিশ রান্নার রেসিপিSkin Care: রুপচর্চায় ম্যাজিকের মতো কাজ করে আলুর খোসা, জেনে নিন সঠিক ব্যবহারKitchen Tricks: এইভাবে রান্না করুন মটন, নরম তুলতুলে হবে মাংস স্বাদেও হবে দুর্দান্ত হলুদ- বাঙালি রান্না ঘরের একটি অন্যতম প্রয়োজনীয় এই আইটেমটি যুগ যুগ ধরে ভারতীয় নারীরা নিজেদের রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করে আসছে। মা ঠাকুমাদের দেওয়া নানান ঘরোয়া টোটকাতে হলুদের ব্যবহার থাকে।
হলুদের মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ উপশমকারী প্রপার্টিস আপনার ত্বকের জেল্লা বাড়ানোর পাশাপাশি বার্ধক্য এবং ব্রণের সমস্যায় বিশেষ কার্যকরী হিসেবে কাজ করে। নিম পাতা- ত্বকে কোনো রকম রোগের সংক্রমণ রুখতে প্রতিদিন স্নানের জলে নিমপাতা চুবিয়ে সেই জল ব্যবহার করার অভ্যাস করুন। এই অভ্যাস গড়ে তুললে আপনি আপনার ত্বকে হওয়া যেকোনো ধরনের প্রদাহ, অস্বস্তি, সংক্রমণ এবং জ্বালাভাব দূর করার পাশাপাশি আপনার ত্বকে যেকোনো ধরনের ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, এমনকি ছত্রাক ঘটিত রোগ থেকে মুক্তি পাবেন।
জাফরান- জাফরান হলো অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনে ভরপুর। তাই এটি ছত্রাক নাশক হিসেবে মুখে ব্রনর সংক্রমণ ছাড়াও প্রদাহ কমাতে এবং ত্বকের জেল্লা বাড়াতে কাজে আসে। তাই যেকোনো ধরনের প্রসাধনীর মধ্যে জাফরানকে ইনগ্রিডিয়েন্ট হিসাবে ব্যবহার করা হয়।
আরো জানুন
- নাবিল পরিবহন কাউন্টার ফোন নাম্বার-Nabil Paribahan : All Counter Phone Number and Location
- ওয়ালটন কোম্পানির সেরা রাইস কুকার | ভাত রান্না করার আধুনিক যন্ত্র
- রাইস কুকার কিনতে চাই কোন রাইস কুকার ভালো রাইস কুকারের দাম কত-WRC-
- মাত্র ৮-১০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা,
- মিজানুর রহমান আজহারী তথ্য-razuaman.com
- মাশরাফি করোনা মোকাবিলায় ১২০০ পরিবারকে খাদ্য সহায়তা-razuaman
- ভালোবাসাকি এক দফাই হয়-ভালোবাসার ব্যাখ্যা আসলে কি?
- ভিপিএন ব্যবহার করে কিভাবে ফ্রি ফায়ার খেলব ? ভিপিএন কিভাবে চালু করব
- এমন একটি জন্ম যা প্রতি 480 বছরে একবার ঘটে-A Birth That Happens Only Once Every 480 Years-razuaman