নগদ একাউন্ট সহজে খোলার উপায় । সহজেই নগদ একাউন্ট razuaman.com

উন্নত দেশ গুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও দিন দিন প্রযুক্তি জয়জয়কার বিস্তার লাভ করছে। হাতে হাতে লেনদেনের যুগ শেষ হয়েছে সেই ক’যুগ আগেই। তারপর থেকে শুরু হয়েছে ব্যাংক ও কার্ড এর মাধ্যমে লেনদেন এর যুগ।
লেনদেনকে সহজিকরণের লক্ষ্যে সাম্প্রতিককালে তৈরি করা হয়েছে “ডিজিটাল মোবাইল ব্যাংকিং”। যার সাহায্যে খুব সহজেই এক যায়গা থেকে অন্য জায়গায় লেনদেন করা যায়। তবে, ডিজিটাল মোবাইল ব্যাংকিং গুলোর চার্জ তুলনামূলক বাড়তি হওয়ার কারণে বাংলাদেশ সরকার নিয়ে এলো ” নগদ মোবাইল ব্যাংকিং সেবা”। আজকে আমি নগদ মোবাইল ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ।
*১৬৭# ডায়াল করে ‘নগদ’ একাউন্ট খোলার এই সুবিধাটি গ্রহণ করতে পারবেন দেশের সকল মোবাইল অপারেটরের গ্রাহকরা। … ‘নগদ’ এর গ্রাহক একাউন্ট নিবন্ধনের ক্ষেত্রে নিম্নে বর্ণিত “গ্রাহকের একাউন্ট নিবন্ধনের জন্য প্রযোজ্য শর্তাবলি” প্রযোজ্য হবে।
প্রতিটি মানুষই আজ ব্যস্ত। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে কম সময় আর সহজে মানুষ এখন যোগাযোগ করছে প্রতিনিয়ত। তাই সময় ও সহজলভ্যতার কথা চিন্তা করে, ‘নগদ’ তার গ্রাহকের জন্য নিয়ে এসেছে দেশের যেকোন মোবাইল নাম্বার থেকে *১৬৭# নাম্বারে ডায়াল করে খুব সহজেই ‘নগদ’ একাউন্ট খোলার অভিনব পদ্ধতি। এখন ‘নগদ’ একাউন্ট খুলতে মাত্র দু’টি ধাপেই পিন সেট আপ করে চালু করা যাবে ‘নগদ’ একাউন্ট।
*১৬৭# ডায়াল করে ‘নগদ’ একাউন্ট খোলার এই সুবিধাটি গ্রহণ করতে পারবেন দেশের সকল মোবাইল অপারেটরের গ্রাহকরা।
ইউএসএসডি ( USSD) কোড ব্যবহার করে খুব সহজেই ‘নগদ’ একাউন্ট খুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. *১৬৭# ডায়াল করুন
২. প্রযোজ্য শর্তাবলি পড়ে ও সম্মতি জানিয়ে ৪ ডিজিটের পিন সেট করুন
৩. পুনরায় পিন টাইপ করে কনফার্ম করুন (গোপন পিনটি কাউকে বলবেন না)
৪. এরপর মুনাফা পেতে চান কিনা বেছে নিন
ব্যস হয়ে গেলো আপনার ‘নগদ’ একাউন্ট।
‘নগদ’ এর গ্রাহক একাউন্ট নিবন্ধনের ক্ষেত্রে নিম্নে বর্ণিত “গ্রাহকের একাউন্ট নিবন্ধনের জন্য প্রযোজ্য শর্তাবলি” প্রযোজ্য হবে।
‘নগদ’ একাউন্ট খুললেই পাচ্ছেন ‘নগদ’ অ্যাপ থেকে ২০ টাকা রিচার্জে ২০ টাকা রিচার্জ বোনাস (প্ৰতি মাসে ২ বার)। সাথেতো থাকছেই-
দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ
নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি
বিল পে ফ্রি ( গ্যাস, বিদ্যুৎ, পানি )
সবচেয়ে বেশি মুনাফা
সেরা মোবাইল রিচার্জ অফার
ঝামেলাহীন পেমেন্ট অফার
ক্যাম্পেইনের বিস্তারিতঃ
এই ক্যাম্পেইনে অংশগ্রহণ এবং অতিরিক্ত ২০ টাকা রিচার্জ বোনাস পেতে হলে ‘নগদ’ গ্রাহকগণকে তাদের নিজের মোবাইল নাম্বারে ‘নগদ’ অ্যাপ থেকে ২০ টাকা রিচার্জ করতে হবে।
গ্রাহকদের ‘নগদ’ একাউন্টের পিনটি সেট করতে হবে এবং ‘নগদ’ একাউন্টটি ফুল প্রোফাইল হতে হবে।
সফলভাবে একাউন্ট রেজিস্ট্রেশান ও পিন সেট আপ করে গ্রাহক তার একাউন্টটি আপগ্রেড করে সেলফ রিচার্জ করার ৭২ ঘণ্টার মধ্যে ২০ টাকা রিচার্জ বোনাস পাবেন।
রেজিস্ট্রেশনের সময়সীমাঃ ৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে ৩১ মার্চ, ২০২১; শুধু যে সকল গ্রাহক এই সময়ের মধ্যে ‘নগদ’ একাউন্ট চালু করবে তারা এই রিচার্জের উপর বোনাস অফারটিতে অংশগ্রহণ করতে পারবেন
নগদ একাউন্ট খোলার নিয়ম
- নগদের উদ্যোক্তা বা এজেন্টের কাছে গিয়ে কাগজপত্র দিয়ে একাউন্ট খোলার পাশাপাশি আপনি ঘরে বসে নিজের একাউন্ট
- নিজেই খুলতে পারবেন। নিয়ম নিচে জেনে নিন।
- নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট খোলার পদ্ধতি
- নগদ একাউন্ট খোলা অনেক সহজ। আপনি ঘরে বসেই নগদ একাউন্ট খুলতে পারবেন। নগদ একাউন্ট খুলতে –
- প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে “Nagad App” ডাউনলোড করুন
- অ্যাপ ডাউনলোডের পর ওপেন করে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন।
- জাতীয় পরিচয়পত্রের উভয় পিঠের ছবি আপলোড করুন
- একটি সেল্ফি তুলে একাউন্টে যুক্ত করুন
- টার্মস এবং কন্ডিশনস পড়ুন
- আপনার সিগনেচার প্রদান করুন
- উপরোক্ত সকল তথ্য সঠিকভাবে প্রদান করা হয়ে গেলে আপনি নগদ এর সেবা উপভোগ করতে পারবেন।
মোবাইল অ্যাপ দ্বারা নগদ একাউন্ট খোলার নিয়ম .
মোবাইল অ্যাপ দ্বারা নগদ একাউন্ট খুলতে চাইলে প্রথমে নগদ অ্যাপসটি ডাউনলোড করুন। তারপরে অ্যাপসের নির্দেশনাবলী অনুসরণ করে আপনি নিজে নিজেই নগদ একাউন্ট খুলে পেলতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি তবুও বিস্তারিত লিখছি।
১/ প্লে স্টোর থেকে নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপটি ডাউনলোড করুন।
২/ অ্যাপটি অপেন করুন এবং রেজিস্ট্রেশন লেখায় ক্লিক করুন।

৩/ যে নাম্বার দিয়ে নগদ একাউন্ট খুলতে চান সে মোবাইল নাম্বারটি দিন। এবং পরবর্তী ধাপে ক্লিক করুন।

৪/ আপনার মোবাইল অপারেটর। তথা সিম কোম্পানির নাম নির্বাচন করুন। তারপর পরবর্তী ধাপে ক্লিক করুন।

৫/ আপনার সিম অপারেটর কোম্পানিকে এনআইডির যে সব তথ্য দিয়েছেন তাহা নগদকে প্রদান করার ও লিংকে ক্লিক করে নগদের শর্তবলী পড়ে নগদ একাউন্ট খুলতে রাজি থাকলে পরবর্তী ধাপে ক্লিক করুন।

৬/ আপনি নগদ একাউন্ট খুলে আপনার জমা থাকা টাকা থেকে ইন্টারেস্ট বা মুনাফা পেতে চান? পেতে চাইলে হ্যাঁ বাটনে আর না পেতে চাইলে না বাটনে ক্লিক করুন। এবং পরবর্তী ধাপে যান।

৭/ এরপর আপনাকে ছবি তুলতে হবে। ছবিতে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল স্পষ্ট রাখবেন এবংকি যদি চোখে চশমা থাকে তাহলে খুলে পেলুন। ছবি তোলার চারপাশে যথেষ্ট আলো থাকতে হবে, আপনার চেহারা বা ক্যামেরা স্থির রাখুন। ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন। ছবি তুলতে পরবর্তী ধাপে ক্লিক করুন। সফলভাবে ছবি তোলা হলে পরবর্তী ধাপে যান।

৮/ প্রাথমিক পিন সেটআপ করুন এরপর আবার কনফার্ম পিন সেটআপ করুন।
৯/ তারপর আপনা নাম্বারে একটি ওটিপি কোড যাবে তা প্রবেশ করান।
১০/ সব কিছু ঠিকঠাক থাকলে সফলভাবে আপনার নগদ একাউন্ট খোলা হয়ে যাবে।