যাত্রীসেবা

নিরালা পরিবহন কাউন্টারের ঠিকানা ও যোগাযোগ 2022

টেলিফোনে বুকিং দেয়া যায় তবে সেক্ষেত্রে অন্তত এক ঘন্টা আগে কাউন্টারে উপস্থিত হতে হয়। আর টিকেট ক্রয়ের পর যাত্রা বাতিল করতে চাইলে অন্তত ছয় ঘন্টা আগে জানাতে হয়। টিকেটের টাকা ফেরত দেয়া হলেও ১০% ডকুমেন্টেশন চার্জ রাখা হয়। ফোনে টিকেট বাতিল করা সম্ভব নয়। ফেরত দেয়ার জন্য টিকেট নিয়ে কাউন্টারে উপস্থিত হতে হয়। ঈদের ১০ দিন আগে এবং পরে টিকেট ফেরত দেয়ার সুযোগ থাকে না।

শর্ত: যান্ত্রিক ত্রুটি, প্রাকৃতিক দূর্যোগ, ইত্যাদি অনিচ্ছাকৃত অসুবিধার কারণে যাত্রা বাতিল, বাস পরিবর্তন বা আসন পরিবর্তন করা হতে পারে।

অন্যান্য নিয়ম:

  • বাস ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত হতে হয়।
  • প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ১০ কেজি ওজনের মালপত্র বহন করতে পারেন।
  • অবৈধ মালপত্র বহন করা যায় না, অবৈধ মালপত্র বহন করলে কর্তৃপক্ষ কোন দায় নেয় না।
  • গাড়ীর ভেতর ধূমপান করা নিষেধ।
  • অপরিচিত লোকের দেয়া খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত।
  • পথে ফেরি পারাপার করতে হলে ফেরি পারাপারের সময় যাত্রীকে গাড়ি থেকে নামতে হয়।
  • বাসের নিচে বক্সে যে লাগেজ রাখা হয় সেখানে লাগেজ রাখার পর টোকেনটি বুঝে নিতে হবে এবং হ্যান্ড ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে হয়।
  • বিলম্বে পৌঁছানোর কারণে বাস ধরতে ব্যর্থ হলে টিকেটের টাকা ফেরত দেয়া হয় না।
  • যাত্রাপথে কোন অভিযোগ থাকলে সেটা অফিসে জানাতে হয়।

টাংগাইল কাউন্টার :

নতুন বাস স্ট্যান্ড। সময় : সকাল-৬,১০ ও ১২, দুপুর-২, ৪ এবং সন্ধ্যা-৬,৮।
ঢাকা কাউন্টার :

কল্যানপুর। সময় : সকাল-৬,১০ ও ১২, দুপুর-২, ৪ এবং সন্ধ্যা-৬,৮।
মোবাইল : টাংগাইল-01991-917380,01700994751
করটিয়া-01991-917385
সাভার- 01991-917382
কল্যানপুর-01991-917381, 01700994752

নন-এসি :- (এই রুটের সকল বাস টাংগাইল-আশুলিয়া-মহাখালী(ঢাকা) রোডে চলাচল করে থাকে।)

নিরালা : (নন-স্টপ টাংগাইল–মহাখালী(ঢাকা))
টাংগাইল কাউন্টার : 
নতুন বাস স্ট্যান্ড। সময় : সকাল ৬ টা থেকে সন্ধা ৭ পর্যন্ত প্রতি ৩০ মিনিট পর পর (ভাড়া-১৬০ টাকা)।
ঢাকা কাউন্টার : 
সময় : সকাল ৬ টা থেকে সন্ধা ৭ পর্যন্ত প্রতি ৩০ মিনিট পর পর (ভাড়া-১৬০ টাকা)।
মোবাইল : টাংগাইল-
আব্দুল্লাহপুর-
মহাখালী-
এছাড়া ঝটিকা, ধলেশ্বরী, বিনিময় সহ বিভিন্ন নন-স্টপ ও লোকাল বাস প্রতি ৩০ মিনিট পর চলাচল করে টাংগাইল-আশুলিয়া-মহাখালী(ঢাকা) রোডে। ভাড়া (১০০ হতে ১৫০ টাকার মধ্যে)।

টাংগাইল বাস টার্মিনাল হতে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সরিষাবাড়ী,সিরাজগঞ্জ,পাবনা, রাজশাহী, নাটোর, সিলেট, চিটাগাং, কক্সবাজার এর বাস প্রতি দিন চলাচল করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *