পুরষ্কার ও স্বীকৃতি-গ্রামীণফোন – Grameenphone-razuaman

পুরস্কার পেলো গ্রামীণফোন

এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ডসের (এএলএ) অর্গানাইজেশনাল অ্যাওয়ার্ডস বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে গ্রামীণফোন।

বৃহস্পতিবার সম্মানজনক এ আয়োজনের ১৯তম আসর অনুষ্ঠিত হয়। গ্রামীণফোনের কর্মীদের সুস্থতা, সব কর্মীকে সমান অগ্রাধিকার দেওয়াসহ অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি বিকাশে প্রতিষ্ঠানের ভূমিকা ও দৃষ্টিভঙ্গির কারণে এ পুরস্কার দেওয়া হয়। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়ায় ব্যবসায়িক নেতৃত্ব বিষয়ে পৃষ্ঠপোষকতা এবং এ ক্ষেত্রে ভালো উদ্যোগের প্রচারে এএলএ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ২০১১ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এ বছর অনুষ্ঠানটি হয় ভার্চুয়ালি। এতে এএলএর দক্ষ জুরি কাউন্সিল নতুন সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে গ্রামীণফোনের প্রচেষ্টাকে অভিনন্দন জানায়। খাতসংশ্লিষ্ট তিন শতাধিক ঊর্ধ্বতন নেতা এ অনুষ্ঠানে অংশ নেন।

গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন বলেন, ‘কর্মীদের সুস্থতা, অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি, প্রজেক্ট অটোমেশন, ডিজিটালভাবে পরিচালিত মানবসম্পদ ও নেতৃত্ব বিকাশকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করে গ্রামীণফোন; যা আমাদের দায়িত্বশীল ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে এ খাতে এগিয়ে থাকতে সহায়তা করেছে। এএলএ ২০২১ অর্জন আমাদের জন্য অত্যন্ত সম্মানের।

আরো পুরস্কার পেলেন বিস্তারিত নিচে:-

পুরষ্কার ও স্বীকৃতি

  • ২০১৯ সালে Ookla Speedtest অ্যাওয়ার্ডে “ফাস্টেস্ট স্পীড” পুরষ্কার
  • ২০০০ সালে “জিএসএম ইন দ্য কমিউনিটি” পুরষ্কার
  • ২০০৩ সালে “কমনওয়েলথ ইনোভেশন অ্যাওয়ার্ড”
  • ২০০৭ সালে থ্রিজিএসএমএ গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ডে ”বেস্ট ইউজ অফ মোবাইল ফর সোশাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট” পদক
  • ২০০৭ সালে ব্র্যান্ড ফোরামের “বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড”
  • প্রথম টেলিকম এশিয়া অ্যাওয়ার্ডস ২০০৮-এ “এশিয়ান টেলিকম ইনোভেশন অফ দ্য ইয়ার”
  • থ্রিজিএসএমএ গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ড ২০০৮-এ ”বেস্ট ইউজ অফ মোবাইল ফর সোশাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট” পদক
  • গ্রামীণফোন ও হুয়াউই-এর যৌথভাবে ২০০৯ সালে বেস্ট ব্র্যান্ড কমিউনিকেশন পদক লাভ “গ্রিনার মোবাইল নেটওয়ার্ক”
  • ২০০৯ সালে “বেস্ট ব্র্যান্ড কমিউনিকেশন”
  • বিডিজবস প্রদত্ব “বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড”  ২০১০
  • বিডিজবস প্রদত্ব “বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড”  ২০১১
  • বিডিজবস প্রদত্ব “বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড”  ২০১৩
  • HYSAWA সাথে অংশীদারিত্বের ভিত্তিতে নিরাপদ পানীয় জল নিশ্চিত করার এসএমএস ভিত্তিক সমাধান প্রদানের জন্য
  • ২০১৩ সালের “mBillionth অ্যাওয়ার্ড দক্ষিণ এশিয়া” পদক
  • জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অসাধারন অবদান রাখায় Mobile World Congress ২০১৪ তে “জিএসএমএ গ্রীন মোবাইল” পুরষ্কার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *