বাংলালিংক সিমের অফার ও প্রয়োজনীয় কোড সমূহ-razuaman.com

বাংলালিংক সিমের অফার ও প্রয়োজনীয় কোড সমূহ

বাংলালিংক নতুন সিম অফার নিয়ে । আপনারা যারা নতুন সিম অফার নিয়ে চিন্তিত তারা অবশ্যই আমাদের এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন সকল অফার গুলি সুতরাং আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে দেখতে থাকুন । এখানে বিস্তারিত সকল বিষয়ে আলোচনা করা হয়েছে তাই অবশ্যই আমাদের পোস্টে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ।

  • বাংলালিংক সিমের অফার ও প্রয়োজনীয় কোড সমূহ:


  • বাংলালিংক টাকা চেক ঃ- *124#
  • বাংলালিংক ইন্টারনেট চেক :-5000*500#
  • বাংলালিংক মিনিট চেক ঃ-121*100#
  • বাংলালিংক ইন্টারনেট প্যাক ঃ- *5000#
  • বাংলালিংক মিনিট প্যাক :- *1100#
  • বাংলালিংক মেইন মেনু ঃ- *121#
  • বাংলালিংক আমার নাম্বার ঃ- *121#
  • বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স ঃ-*874#
  • বাংলালিংক ইমারজেন্সি ইন্টারনেট ঃ- *875#
  • বাংলালিংক কল সেন্টার ঃ- 121 / 01911304121

বাংলালিংক আপনার নামে কতটি সিম আছে জানতে *1600*2#

বাংলালিংক সিম অ্যাক্টিভেশন বোনাস ।


আপনি নতুন সিম নেওয়ার সঙ্গে সঙ্গে যা যা পাচ্ছেন তা তা উল্লেখ করে দেওয়া হচ্ছে তালিকা আকারের তাই সুতরাং আপনারা আর কোন টেনশন করবেন না এখানে যা যা উল্লেখ করছি আপনারা সিমের মধ্যে তা বুঝে নিবেন । এখান থেকে পেয়ে যাচ্ছেন 5 টাকা টি ব্যালেন্স 15 দিনের জন্য ,যে কোন বাংলালিংক পরিষেবার জন্য ব্যবহার করা যেতে পারে । আরও থাকছে 50 এমবি বোনাস ইন্টারনেট তিন দিনের জন্য । প্রথম একাউন্টের ব্যালেন্স চেক করবেন *121*100#  । 10 সেকেন্ড পালস কলরেট হার 24/ 7 ঘন্টা ।

বাংলালিংক নতুন সিমের দাম ।


অনেকেই আছেন বাংলালিংক নতুন সিমের দাম জানেন না এবং কত দিয়ে কিনবেন তা বুঝে উঠতে পারেন না । আপনাদের সুবিধার্থে আমি নিচের তা উল্লেখ করে দিচ্ছি এখান থেকে আপনারা জেনে বাজার থেকে অথবা কাস্টমার কেয়ার থেকে অথবা দোকান থেকে কিনে নিতে পারবেন । নতুন সিমের দাম 200 টাকা । এটি সীমিত সময়ের জন্য থাকছে । এ বাংলালিংক নতুন সিম অফ পার্টিকে প্রদেশের এক রেট দারুণ জন্য উপযুক্ত ।

আপনাদের এই সিম সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা অন্যান্য সিম বিস্তারিত জানতে আমরা উপরের লিংক দিয়ে দিয়েছি এখান থেকে তা দেখে নিতে পারেন । পোষ্টের সংক্রান্ত কোন প্রশ্ন থেকে থাকলে টবসে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *