বিনেদন
বাংলা চলচ্চিত্র গ্রুপের উদ্দেশ্য। বাংলা চলচ্চিত্র গ্রুপের নিতিমালা/razuaman.com

বাংলা চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায় স্বাগতম। বাংলাদেশের চলচ্চিত্রের প্রচার ও প্রসারে ভূমিকা রাখাই
বাংলা চলচ্চিত্র গ্রুপের নিতিমালাঃ
★বিধি ১ঃ আপনি গ্রুপে বাংলাদেশী যে কোনো চলচ্চিত্রের রিভিউ দিতে পারবেন।
★বিধি ২ঃ দেশীয় চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যাক্তির বায়োগ্রাফি বা তার সম্পর্কে যে কোনো ইনফরমেটিভ তথ্য গ্রুপে শেয়ার করতে পারবেন। এক লাইনের পোষ্ট দিবেন না, ক্যাপশোন ছাড়া লিংক পোস্ট করবেন না।
★বিধি ৩ঃ বিধি ৩ হলো, আপনি কী কী করলে গ্রুপ থেকে বিতাড়িত হতে পারেনঃ
উপবিধি ৩.১ ➔ স্প্যামিং করলে বিনা নোটিশে ব্যান করা হবে।
উপবিধি ৩.২ ➔ গ্রুপের পোস্টে গালাগাল করলে বিনা নোটিশে ব্যান করা হবে।
উপবিধি ৩.৩ ➔ চলচ্চিত্রের সাথে জড়িত ব্যাক্তি বা নায়ক বা নায়িকা দের নাম বিকৃত এবং তাদের নিয়ে বাজে শব্দ (যেমনঃ হিজড়া, মাকুন্দা, আবাল, আবুল ইত্যাদি) ব্যবহার করা যাবে না।
উপবিধি ৩.৪ ➔ চলচ্চিত্রের সাথে জড়িত ব্যক্তির পার্সোনাল লাইফের নেগেটিভ কিছু শেয়ার করা যাবে না যাতে তার ব্যাক্তিগত জীবনে সমস্যা হয়।
উপবিধি ৩.৫ ➔ গ্রুপের সদস্যদের ব্যাক্তিগত আক্রমণ করা যাবে না।
উপবিধি ৩.৬ ➔ সদ্য মুক্তিপ্রাপ্ত মুভির ডাউনলোড লিংক চেয়ে পোস্ট দিতে পারবেন না।
উপবিধি ৩.৭ ➔ অভিনেতা অভিনেত্রীদের রাজনৈতিক মতাদর্শ নিয়ে অথবা রাজনৈতিক আলোচনা কিংবা ধর্মীয় পোস্ট দেয়া ও কমেন্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ ।
উপবিধি ৩.৮ ➔ প্রথম সারির দৈনিক ব্যাতীত অন্য কোন সোর্স থেকে প্রাপ্ত সাম্প্রতিক কোন চলচ্চিত্রের বক্স অফিস রিপোর্ট প্রকাশ করতে পারবেন না।
উপবিধি ৩.৯ ➔ কপিরাইট আছে এমন কোন ভিডিও কোন সোর্স থেকে ডাউনলোড করে গ্রুপে আপলোড করা যাবেনা।
★বিধি ৪ঃ এদেশের সব নায়ক নায়িকা নিয়ে আলোচনা করতে হবে। শুধুমাত্র একজন বা দুইজন সেরা এমন ক্যাচাল করা যাবে না। ভক্তদের কথা যেন হয় গঠনমূলক।
★বিধি ৫ঃ যৌথ প্রযোজনার মুভি সংক্রান্ত —
যে ছবিতে প্রধান চরিত্র অর্থাৎ নায়ক বা নায়িকা হিসাবে কোন বাংলাদেশী থাকবে না তা যৌথ প্রযোজনা হলেও তার প্রচার গ্রুপে হবে না। যদি ন্যূনতম একজন প্রধান চরিত্রে থাকে এবং লোকেশন ও কলাকুশলীদের মধ্যে আমাদের দেশীয়দের অংশগ্রহণ থাকবে তার প্রচারণা গ্রুপে চলবে।
কোনো শিল্পী যদি শুধু একার উদ্যোগে যৌথ প্রযোজনা বাদে অন্য কোনো দেশের মুভি করেন তা গ্রুপে প্রচার করা হবে না।
★বিধি ৬ঃ কোন পোস্টে অতিরিক্ত ঝামেলা বাঁধলে অ্যাডমিন পোস্টটি রিমুভ করে দিতে পারেন।
★বিধি ৭ঃ গ্রুপের নারী সদস্যদের প্রতি অসম্মানজনক আচরণ করা যাবে না। কোনো নারী সদস্য যদি দেখেন এ গ্রুপের মেম্বার আপনাকে বিরক্ত করছে তা অনতিবিলম্বে গ্রুপ অ্যাডমিনদের জানান। দায়ী মেম্বার ব্যান খাবেন এবং তার কীর্তি গ্রুপে প্রকাশ পাবে।
★বিধি ৮ঃ নতুন মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের পাইরেটেড লিঙ্ক শেয়ার করা যাবে না ।
★বিধি ৯ঃ গ্রুপ এবং অ্যাডমিনদের ব্যাপারে গ্রুপের বাইরে বা গ্রুপের ভিতর কোনো প্রকার বাজে কথা বলা যাবে না,গ্রুপের প্রতি বিদ্বেষ ছড়ানো নিষেধ।
★বিধি ১০ঃ ওয়েবের জন্য নির্মিত চলচ্চিত্র বাঁ ওয়েব সিরিজের মানও সিনেমার কাছাকাছি হওয়াতে নিম্নোক্ত শর্তাবলী পূরণ করলে তা নিয়ে আলোচনা করা যাবেঃ
●সে ওয়েব ফিল্ম বা সিরিজের ব্যাপ্তি ৮০ মিনিটের বেশি হতে হবে।
●প্রধান সহ একাধিক চরিত্রে বাংলাদেশী অভিনয় শিল্পী থাকতে হবে। গল্পের অন্তত কিছু অংশ বাংলাদেশ কেন্দ্রিক হতে হবে।
●কলাকুশলীদের অন্তত ৪০ ভাগ আমাদের দেশীয় হতে হবে।
●বিদেশী ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত কোন ওয়েব সিরিজ অথবা চলচ্চিত্র উপরোক্ত শর্তাবলী পূরণ করলে তা নিয়ে গ্রুপে আলোচনা করা যাবে।