ঢাকা বেনাপোল রুটে বিরতিহীন ট্রেন সার্ভিস বেনাপোল এক্সপ্রেস (Benapole Express)। সপ্তাহে ৬ দিন যাত্রী নিয়ে চলাচল করে এই ট্রেন। বেনাপোল এক্সপ্রেস ( ট্রেন নাম্বার ৭৯৫/৭৯৬ ) ১২টি কোচের ৮৯৬ যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন। বিরতিহীন এই ট্রেন সার্ভিসে ঢাকা থেকে বেনাপোল যেতে সময় লাগবে মাত্র আট ঘন্টা। ভারতগামী পর্যটকদের জন্যে খুবই সহজ হবে বেনাপোল দিয়ে ভারত যাওয়া। যাত্রীরা ঢাকা থেকে রাতে রওনা দিয়ে সকালে বেনাপোল পৌঁছে যেতে পারবেন।
Train Benapole Express : Horaires, tarifs et facilités
Service de train sans escale Benapole Express sur la route Dhaka Benapole. Ce train transporte des voyageurs 6 jours sur 7. Benapole Express (Train n° 695/696) a une capacité de 696 passagers dans 12 autocars. Ce service de train sans escale ne prendra que huit heures de Dhaka à Benapole. Il sera très facile pour les touristes indiens de se rendre en Inde via Benapole. Les passagers peuvent quitter Dhaka la nuit et rejoindre Benapole le matin.
সময়সূচী
ঢাকা থেকে রাত ১১ঃ১৫ মিনিটে বেনাপোল ছেড়ে যাবে এবং সকাল ৮ঃ ২০ মিনিটে বেনাপোল পৌঁছবে। বেনাপোল থেকে দুপুর ১২ঃ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং রাত ৮ঃ৪০ মিনিটে ঢাকায় পৌঁছবে।
ট্রেন রুট (ঢাকা থেকে বেনাপোল Benapole
স্টেশন | সময় |
ঢাকা | রাত ১১ঃ১৫ মিনিট (যাত্রা শুরু) |
বিমান বন্দর | রাত ১১ঃ৪৮ |
ঈশ্বরদী | ভোর ৪ঃ২৫ |
চুয়াডাঙ্গা | ভোর ৫ঃ৩৮ |
দর্শনা | সকাল ৫ঃ৫৯ |
যশোর | সকাল ৭ঃ২৫ |
ঝিকরগাছা | সকাল ৭ঃ৪৮ |
বেনাপোল | সকাল ৮ঃ২০ |
ট্রেন রুট (বেনাপোল থেকে ঢাকা)
স্টেশন | সময় |
বেনাপোল | দুপুর ১২ঃ৪৫ (যাত্রা শুরু) |
ঝিকরগাছা | দুপুর ১ঃ১৬ |
যশোর | দুপুর ১ঃ৫৫ |
দর্শনা | বিকেল ৩ঃ০০ |
চুয়াডাংগা | বিকেল ৩ঃ২০ |
ঈশ্বরদী | বিকেল ৪ঃ৩৫ |
ঢাকা | রাত ৮ঃ৪০ |
বেনাপোল Benapole থেকে ঢাকা আসার সময় যশোরে পৌঁছে ১০মিনিটের বিরতি দিবে যাত্রী উঠানো এবং ইঞ্জিন ঘুরানোর জন্যে। আবার ঈশ্বরদী এসে ১৫ মিনিটের বিরতি থাকবে ট্রেনের চালক ও অপরেশনাল কর্মীদের বদলের জন্যে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছার আগে ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রী নামানোর জন্যে কিছুক্ষণ দাঁড়াবে।
সাপ্তাহিক বন্ধ : ঢাকা থেকে বেনাপোল বৃহস্পতিবার বন্ধ এবং বেনাপোল হতে ঢাকা বুধবার সাপ্তাহিক বন্ধ থাকবে।
টিকেট মূল্য
ঢাকা টু বেনাপোল এর সময় এসি বার্থ থাকবে আবার বেনাপোল টু ঢাকার ক্ষেত্রে এসি বার্থ এসি কেবিন হিসেবে ব্যবহার হবে। ঢাকা, যশোর ও বেনাপোলের ভাড়া নিম্নরূপ-
স্টেশন | শোভন চেয়ার | এসি চেয়ার (স্নিগ্ধা) | এসি বার্থ |
ঢাকা – বেনাপোল | ৪৮৫ টাকা | ৯৩২ টাকা | ১৭২৪ টাকা |
ঢাকা – চুয়াডাঙ্গা | ৩৯০ টাকা | ৭৪৮ টাকা | ১৩৯০ টাকা |
ঢাকা – যশোর | ৪৫৫ টাকা | ৮৭৪ টাকা | নাই |
স্টেশন | শোভন চেয়ার | এসি চেয়ার (স্নিগ্ধা) | এসি কেবিন |
বেনাপোল – ঢাকা | ৫৩৪ টাকা | ৯৩২ টাকা | ১১১৬ টাকা |
বেনাপোল – চুয়াডাঙ্গা | ১৩৫ টাকা | ২৫৯ টাকা | ৫৪১ টাকা |
যশোর – ঢাকা | ৪৫৫ টাকা | ৮৭৪ টাকা | ১০৪৭ টাকা |
আসন বিন্যাস
সর্বমোট ১২ টি কোচ থাকবে এই ট্রেনে। যাত্রী ধারণ ক্ষমতা প্রায় ৮৯৬ জন। কোচ গুলোর মধ্যে –
- এসি চেয়ার – ১ টি (গ)
- এসি কেবিন – ১ টি (খ)
- শোভন চেয়ার – ৭ টি (ঘ, চ, ট)
- পাওয়ার কার+নামাজ ঘর+শোভন চেয়ার কোচ – ১টি (ঙ)
- গার্ড ব্রেক+ডাইনিং কার+শোভন চেয়ার কোচ – ২ টি (ক, ঠ)
বিশেষ আকর্ষণ
- আধুনিক সুবিধা আছে এই ট্রেনে।
- ট্রেনটি একটি ‘ক’ শ্রেণির আন্তনগর ট্রেন
- ইন্দোনেশিয়া থেকে আমদানী করা কোচ।
- আধুনিক অটোমেটিক এয়ার ব্রেক সিস্টেম।
- আছে ডিজিটাল ডিসপ্লে।
- নিরাপদ স্লাইডিং ডোর।
- আধুনিক ও মানসম্মত চেয়ার ও বার্থ।
- টিভি, ওয়ার ফাই এবং মোবাইল চার্জের ব্যবস্থা।
- আধুনিক ডাইনিং সুবিধা সহ খাবার গাড়ী।
- রেলওয়ের নিজস্ব ক্যাটারিং সার্ভিস
- অজুখানা সহ নামাজ ঘর।
- আধুনিক পরিবেশ বান্ধব বায়ো-টয়লেট।