যাত্রীসেবা

বেনাপোল টু কলকাতা কিভাবে যাব-in Kolkata, West Bengal, India- Razu aman

আমি আজ আপনাদের বেনাপোল টু কলকাতা ভ্রমণ নিয়ে বলবো। বেনাপোল বর্ডার থেকে কিভাবে অল্প খরচে কলকাতা পৌঁছাবেন তার বিস্তারিত গাইডলাইন। বনগাঁ লোকাল ট্রেনের টাইম টেবিলসহ জানুন।

বেনাপোল বর্ডার পার হওয়ার পর মেইন রাস্তা দেখতে পারবেন এবং মেইন গেট দিয়ে বের হয়ে বা দিকে কয়েক কদম হেটে গেলে অনেক মাহিন্দ্র অটো দেখতে পারবেন। একটি অটোতে ৫ জন হলে ছেড়ে দেই, অল্প সময়ে লোক হয়ে যায়। বেনাপোল থেকে বনগাঁ স্টেশন প্রায় ৮ কিমি দূরে অবস্থিত এবং যেতে ২০ মিনিটের মতো সময় লাগবে। প্রতিজন ৩০ রুপি করে ভাড়া নিবে তবে আপনি চাইলে রিজার্ভ করে নিতে পারেন ১৫০ রুপি দিয়ে।

বনগাঁ স্টেশন নেমে ভাড়া দিয়ে সামনে স্টেশনের সিড়ি দিয়ে উপরে উঠে ডান দিকে তাকিয়ে দেখুন টিকিট কাউন্টার আছে। কাউন্টারে তেমন ভিড় থাকে না আর থাকলে সিরিয়াল দিয়ে ২০ রুপি প্রতিজন হিসেবে টিকিট কেটে নিন আর কাউন্টার অফিসারের কাছে জিজ্ঞেস করুন যে কোন প্লাটফর্ম থেকে ট্রেন ছাড়বে বা আসবে।

বনগাঁ স্টেশনে মূলত ২ টি প্লাটফর্ম। আপনি যেখানে দাড়িয়ে টিকিট কেটেছেন সেটি মূলত ১ নং প্লাটফর্ম আর ওই পারে ২ নং প্লাটফর্ম তবে বেশির ভাগ সময়ে ১ নং প্লাটফর্ম থেকে ট্রেন ছাড়ে বা আসে।

ট্রেন আসার সাথে সাথে ট্রেনে উঠে পড়ুন কারণ কিছুটা ভিড় থাকে তাই দ্রুত উঠে সিটে বসুন। বনগা স্টেশন থেকে এই ট্রেন শিয়ালদাহ স্টেশন গিয়ে থামে এবং যেতে সময় লাগে প্রায় ২ ঘন্টা ২০ মিনিটের মতো। একদম লোকাল ট্রেন তাই ৩/৪ মিনিট পর পর স্টেশনে ট্রেন থামে।

যাইহোক শিয়ালদাহ স্টেশন নেমে মেইন রাস্তা পাবেন তারপর এভেইলাবেল বাস পাবেন। কেউ যদি বাসে করে হাওড়া স্টেশনে যেতে চান তাহলে বাসে উঠে পড়ুন আর ভাড়া নিবে ৮ রুপি এবং হাওড়া যেতে সময় লাগবে ৪০/৪৫ মিনিট।

তবে আপনি চাইলে হলুদ ট্যাক্সি ভাড়া করে হাওড়া স্টেশনে যেতে পারেন, ভাড়া নিবে ১৫০/১৮০ রুপির মতো এবং ৪ জন যেতে পারবেন, একটু দামাদামি করে নিবেন। অনেকের কাছ থেকে ২০০ রুপিও নিয়ে থাকে। ট্যাক্সিতে যেতে সময় লাগবে ২৫/৩০ মিনিটের মতো, জ্যাম না থাকলে আরো আগে যেতে পারবেন।

আবার কেউ যদি নিউমার্কেট এরিয়াতে যেতে চাইলে হলুদ ট্যাক্সি ভাড়া করর যাওয়া বেটার কারণ নতুন অবস্থায় কোথায় নামবেন আর লাগেজ থাকে তাই ২০০/২৫০ রুপি ভাড়া নিবে এবং মারকুইস স্ট্রিট অথবা মির্জা গালিব স্ট্রিট এ গিয়ে কোন হোটেলে উঠতে পারেন কারণ এই দুই রোডে বাংলাদেশিরা বেশি পরিমান থাকে এবং জাকজমক।

মারকুইস স্ট্রিট রোডে Prince Hotel আছে যেখানে গিয়ে তৃপ্তি সহকারে ভাত, মাছ, আলুভর্তা খেয়ে শান্তি পাবেন যা আর কোথাও পাবেন না কারণ রান্নার স্বাদ একদম বাংলাদেশের মতো। এই হোটেলের মালিক বাংলাদেশি। এই হোটেলটি Kasturi হোটেলের পাশে অবস্থিত।

কোলকাতা শহরে যা যা দেখবেন:-

  • ইডেন গার্ডেন
  • ভিক্টোরিয়া পার্ক
  • হাওড়া ব্রিজ (নতুন ও পুরাতন)
  • হাওয়া স্টেশন
  • শিয়ালদহ স্টেশন
  • বড়বাজার
  • বাবু ঘাট
  • সায়েন্স সিটি(তারকা মন্ডল)
  • সল্ট লেক যাবেন
  • ওল্ড সিটি
  • নিউ সিটি
  • কোলকাতা ইউনিভারসিটি
  • রবিন্দ্রনাথ ঠাকুরের বাড়ি
  • মাদারস ওয়াক্স মিউজিয়াম
আরও দেখুন ঃ

রংপুর চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, ডাক্তার। ২০২২!

Tout à voir dans la ville de Kolkata : –

Jardin d’Eden
Parc Victoria
Pont Howrah (nouveau et ancien)
Station aérienne
Gare de Sealdah
Grand Bazar
Babu Ghat
Cité des sciences
Aller à Salt Lake
Vieille ville
Nouvelle ville
Université de Calcutta
Maison de Rabindranath Tagore
Musée de cire maternelle

যা যা খাবেন:-

কোলকাতা তে অনেক মুসলিম হোটেল আছে ৭০-৯০ রুপি তে গরুর মাংস পেয়ে যাবেন ভাত পানি ডাল সহ। আবার চাইলে ফাস্টফুড খেতে পারেন দাম খুব বেশি নিবে না আবার KFC তে যাতে পারেন আমাদের দেশের থেকে অনেক ভালো, বুঝতে পারবেন আসল KFC এর স্বাদ। আর স্টেট ফুড তো মাস্ট খাবেন। সাথে কোক টা খাবেন টেস্ট অনেক ভালো আর রাস্তায় ১০ রুপি গ্লাস লেবুর শরবত বিক্রি করে খেয়ে দেখবেন আমাদের ঢাকার নিউমার্কেট এ কি আর ওদের নিউমার্কেট এ কি আকাশ পাতাল তফাৎ।

সিনেমা দেখবেন ইনক্স এ। তবে নিউমার্কেট এর ওইখানে একটা আছে নিউ ইম্পিরিয়াল নাম মেইবি আমার মনে পরছে না ঠিক ওইটাও ভালো।

মোট খরচের হিসাবঃ


বেনাপোল টু বনগা অটো ভাড়াঃ ৩০ রুপি
বনগাঁ টু শিয়ালদাহ স্টেশন ভাড়াঃ ২০ রুপি
শিয়ালদাহ টু হাওড়া বাস ভাড়াঃ ৮ রুপি
শিয়ালদাহ টু হাওড়া ট্যাক্সি ভাড়াঃ ১৫০/১৮০ রুপি
শিয়ালদাহ টু নিউমার্কেট ট্যাক্সি ভাড়াঃ ২০০ রুপি

প্রতিজন খরচ হচ্ছে যা উপরে উল্লখ করা হয়েছে।

নিচে বনগা টু শিয়ালদাহ ট্রেনের সিডিউল দেখুনঃ


প্রথম ট্রেন ছাড়ে 2:58 am & পৌঁছাবে 5:05 am
২য় ট্রেন ছাড়ে 4:25 am & পৌঁছাবে 6:17 am
৩য় ট্রেন ছাড়ে 5:15 am & পৌঁছাবে 7:05 am
৪র্থ ট্রেন ছাড়ে 5:40 am & পৌঁছাবে 7:36 am
৫ম ট্রেন ছাড়ে 6:15 am & পৌঁছাবে 8:05 am
ষষ্ঠ ট্রেন ছাড়ে 6:35 am & পৌঁছাবে 8:30 am
৭ম ট্রেন ছাড়ে 6:50 am & পোঁছাবে 8:48 am
৮ম ট্রেন ছাড়ে 7:15 am & পৌঁছাবে 9:15 am
৯ম ট্রেন ছাড়ে 7:30 am & পৌঁছাবে 9:40 am
১০ম ট্রেন ছাড়ে 8:08 am & পৌঁছাবে 10:05 am
১১ তম ট্রেন 8:32 am & পৌঁছাবে 10:30 am

১২ তম ট্রেন 9:05 am & পৌঁছাবে 10:50 am
১৩ তম ট্রেন ছাড়ে 9:25 am & পৌঁছাবে 11 am
১৪ তম ট্রেন 9:50 am & পৌঁছাবে 12:15 pm

১৫ তম ট্রেন 10:28 am & পৌঁছাবে 12:30 pm

১৬ তম ট্রেন 11:30 am & পৌঁছাবে 1:58 pm
১৭ তম ট্রেন 12:47 pm & পৌঁছাবে 2:47 pm
১৮ তম ট্রেন 2:12 pm & পৌঁছাবে 4:05 pm
১৯ তম ট্রেন 2:55 pm & পৌঁছাবে 4:48 pm
২০ তম ট্রেন 3:22 pm & পৌঁছাবে 5:22 pm
২১ তম ট্রেন 4:15 pm & পৌঁছাবে 6:12 pm
২২ তম ট্রেন 4:53 pm & পৌঁছাবে 6:50 pm
২৩ তম ট্রেন 5:30 pm & পৌঁছাবে 7:30 pm
২৪ তম ট্রেন 6:28 pm & পৌঁছাবে 8:30 pm
২৫ তম ট্রেন 6:57 pm & পৌঁছাবে 8:53 pm
২৬ তম ট্রেন 7:40 pm & পৌঁছাবে 9:37 pm
২৭ তম ট্রেন 8:05 pm & পৌঁছাবে 9:10 pm

এবং৩২ তম (লাস্ট) ট্রেন 10:40 am & 00:30 am

উপরে যে সব ট্রেনের টাইম দেওয়া হয়েছে তা সবই বনগাঁ স্টেশন থেকে ছাড়বে এবং লাস্ট শিয়ালদাহ স্টেশন গিয়ে যথাসময়ে পৌঁছাবে, ১০/১৫ মিনিট সময় কম বেশি করে দেরি হতে পারে যেহেতু এটি সম্পূর্ণ লোকাল ট্রেন। আপনারা এই সময়ের চার্ট দেখে ভ্রমণের সিদ্ধান্ত নিতে পারেন।

শিয়ালদাহ টু বনগাঁ ট্রেনের টাইমটেবিল দেখুন

১ম ট্রেন ছাড়ে 3:15 am & পৌঁছাবে 5:02 am
২য় ট্রেন ছাড়ে 4:15 am & পৌঁছাবে 6:08 am
৩য় ট্রেন ছাড়ে 4:55 am & পৌঁছাবে 6:50 am
৪র্থ ট্রেন ছাড়ে 5:54 am & পৌঁছাবে 7:45 am
৫ম ট্রেন ছাড়ে 7:12 am & পৌঁছাবে 9:12 am
ষষ্ঠ ট্রেন ছাড়ে 7:45 am & পৌঁছাবে 8:55 am
৭ম ট্রেন ছাড়ে 8:10 am & পৌঁছাবে 10:05 am
৮ম ট্রেন ছাড়ে 8:25 am & পৌঁছাবে 9:30 am
৯ম ট্রেন ছাড়ে 8:42 am & পৌঁছাবে 10:37 am
১০ম ট্রেন ছাড়ে 10:08 am & পৌঁছাবে 12:03 pm
১১ তম ট্রেন 11:30 am & পৌঁছাবে 12:35 pm
১২ তম ট্রেন 12:28 pm & পৌঁছাবে 2:22 pm
১৩ তম ট্রেন 12:50 pm & পৌঁছাবে 2:43 pm
১৪ তম ট্রেন 1:55 pm & পৌঁছাবে 3:30 pm
১৫ তম ট্রেন 2:27 pm & পৌঁছাবে 4:25 pm
১৬ তম ট্রেন 3:12 pm & পৌঁছাবে 5:07 pm
১৭ তম ট্রেন 3:52 pm & পৌঁছাবে 5:47 pm
১৮ তম ট্রেন 4:43 pm & পৌঁছাবে 6:43 pm
১৯ তম ট্রেন 5:12 pm & পৌঁছাবে 7:07 pm

এবং২৯ (লাস্ট) ট্রেন 11:40 pm & পৌঁছাবে 1:30 am

উপরে যে সব ট্রেনের টাইম দেওয়া হয়েছে তা মূলত শিয়ালদাহ স্টেশন থেকে ছাড়বে এবং বনগা স্টেশন গিয়ে থামবে এবং বনগা থেকে অটো নিয়ে সরাসরি বেনাপোল বর্ডার চলে আসবেন।

বর্ডার খোলা থাকে সকাল ৬ টা থেকে বিকেল ৫ টা ৫০ মিনিট তারপর বন্ধ করে দেওয়া হয়ে থাকে।

আপনি অবশ্যই বিকেল ৬ টার আগে মূল গেটের মধ্যে প্রবেশ করবেন নতুবা পরের দিন আসতে হবে এবং বেনাপোল বর্ডার ৩৬৫ দিন ই খোলা থাকে।

ভারত ভ্রমণের যে কোন পরামর্শ বা ট্যুর প্লান বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদেরকে মেসেজ বা ফোন করতে পারেন, আমরা আপ্রাণ চেস্টা করবো সঠিক তথ্য দেওয়ার। সমস্ট রুটের অগ্রীম ট্রেন টিকিট ও হোটেল বুকিং করে নিন।

আমাদের আছে দীর্ঘ ৫ বছরের বাস্তব ঘোরাঘুরির অভিজ্ঞতা যেমন কলকাতা, দার্জিলিং, দিল্লি, শিমলা, মানালি, আগ্রা, পুস্কার, জয়পুর, আজমির, কাশ্মির, মুন্নার (কেরালা), কন্যাকুমারি, কোভালাম, ত্রিভান্ড্রাম, ভারকালা, রামেশ্বর সিটি, ধানুসকদি, চেন্নাই সিটি, ভেলর সিটি, আম্বুর সিটি (লেদার ইন্ডাস্ট্রি), ওটি, কনোর, মাইসোর (টিপু সুলতান), ইত্যাদি।

এমনকি সাউথ ভারতের ট্রিটমেন্ট বিষয়ে পরামর্শ নিতে পারেন। আমাদের ভেলরের সি এম সি হাসপাতালে ৫ বার, শংকরনেত্রালয়ে ৪ বার এবং চেন্নাই আ্যপোলো হাসপাতালে ২ বার বাস্তব ট্রিটমেন্ট নেওয়ার অভিজ্ঞতা আছে।

তাই অভিজ্ঞদের পরামর্শ নিন এবং আপনার ভ্রমণ আরো সুন্দর করে তুলুন। আজই মেসেজ বা ফোন বা কমেন্টস করুন।

জরুরী প্রয়োজনেঃ ০১৭১৭-১৮৫৩৬০

আরো জানুন :-

শেষ কথা

সম্মানিত ভিউয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ার জন্য। আর হ্যাঁ, আমার আর্টিকেলটি পরে যদি আপনি একটু উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি প্রতিনিয়তঃ চেষ্টা করি নতুন নতুন বিষয় আর্টিকেল লেখার। তাই আপনারা যারা আপডেট কোনো বিষয় সম্পর্কে জানতে চান তারা প্রতিনিয়ত আমার সাইটকে ভিজিট করতে পারেন। আপনার যদি কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে। তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার বিষয়  নিয়ে আর্টিকেল লেখার । এই আশা ব্যক্ত করে আবারো সালাম দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা তুহ।

🌿🌿Razuaman.com 🌿🌿

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *