বর্তমানে বিকাশ আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে গেছে। আমাদের মধ্যে প্রায় সবাই কমবেশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিকাশ এর সেবার উপর নির্ভরশীল। পূর্বে বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফার করার ক্ষেত্রে বিকাশ এজেন্টদের সাহায্য নিতে হত। এজন্যই বিকাশ ব্যাংক থেকে বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফার করার সুবিধা চালু করেছে।
বিকাশ একাউন্টে ব্যাংক থেকে ফান্ড ট্রান্সফার করার সুবিধাটি যুক্ত করার মাধ্যমে বহুমুখীভাবে উপকৃত হবেন ব্যবহারকারীরা।
বিভিন্ন প্রয়োজনের সময় আমাদের ব্যাংক থেকে টাকা তোলার প্রয়োজন পড়লেও সব জায়গায় ব্যবহৃত ব্যাংকের এটিএম বুথ পাওয়া যায়না। তবে বিকাশ এজেন্ট এখন বাংলাদেশের প্রায় সবখানেই আছে। যেকোনো দরকারে ব্যাংক থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করে খুব সহজেই তা বিকাশ এজেন্ট এর কাছ থেকে উত্তোলন করা যাবে।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান কেনাকাটার ক্ষেত্রে বিকাশ ব্যবহারে হরেক রকমের অফার প্রদান করে উৎসাহিত করে থাকে। সেসব ক্ষেত্রে বিকাশ ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি জরুরি মুহূর্তে কাউকে টাকা পাঠানোর বেলায় কিংবা বিকাশ থেকে মোবাইল রিচার্জ এর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ফান্ড না থাকায় আমরা বিপাকে পড়ে যাই। ব্যাংক থেকে বিকাশে ফান্ড ট্রান্সফারের সুবিধাটি এই ধরনের ক্ষেত্রেও কাজে লাগবে।
ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে গেলে প্রথমে ব্যাংক একাউন্টের ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে লগইন করে বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ একাউন্ট এড করতে হবে। এরপরই ফান্ড ট্রান্সফার করা যাবে।
মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় জানতে এখানে ক্লিক করুন
ব্যাংক একাউন্টে বেনিফিশিয়ারি এড করবেন যেভাবে
ওয়েব ব্রাউজার কিংবা মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনার ইন্টারনেট ব্যাংকিং একাউন্টে লগিন করুন
Manage Beneficiary অপশনে প্রবেশ করুন
নির্দেশিত ধাপগুলো অনুসরণ করুন
বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ একাউন্ট যুক্ত করুন
উল্লিখিত পদ্ধতিগুলো যথাযথভাবে অনুসরণ করে থাকলে আপনি বেনফিশিয়ারি বিকাশ একাউন্ট এ ফান্ড ট্রান্সফার করতে পারবেন।
ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন যেভাবে
ইন্টারনেট ব্যাংকিং এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে Fund Transfer অপশনে যান
ফান্ড এর উৎস অর্থাৎ একাউন্ট নাম্বার সিলেক্ট করুন
ট্রান্সফার অপশন থেকে বিকাশ একাউন্ট সিলেক্ট করুন
বেনিফিশিয়ারি লিস্ট থেকে বিকাশ একাউন্ট সিলেট করুন
টাকার এমাউন্ট এবং রেফারেন্স ইনপুট করুন
এরপর ব্যাংক এর নির্দেশিত ধাপগুলো অনুসরণ করে ফান্ড ট্রান্সফার সম্পন্ন করুন
আমাদের ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুন! এখানে ক্লিক করুন।
এখানে ক্লিক করুন।
বোনাসঃ বিকাশ থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর উপায় জানতে এখানে ক্লিক করুন
কোন কোন ব্যাংক থেকে বিকাশ এ ফান্ড ট্রান্সফার করা যাবে?
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
সিটি ব্যাংক
ঢাকা ব্যাংক
ব্র্যাক ব্যাংক
ইস্টার্ন ব্যাংক
যমুনা ব্যাংক
এনআরবি কমার্শিয়াল ব্যাংক
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
মিডল্যান্ড ব্যাংক
ব্যাংক এশিয়া
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক
ঘরে বসে অনলাইনে আয় করতে চাইলে এখানে ক্লিক করুন।
উপরে উল্লিখিত ব্যাংকসমূহের মোবাইল ব্যাংকিং অ্যাপ এবং অনলাইন ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে বিকাশে ফান্ড ট্রান্সফার করা যাবে। শুধুমাত্র বিকাশ কাস্টমার একাউন্টে ফান্ড ট্রান্সফার করা যাবে। এছাড়া ব্যাংক একাউন্ট গ্রাহকের ক্ষেত্রে ব্যাংকের দেয়া লিমিট প্রযোজ্য হবে। বিকাশের লিমিট সম্পর্কে জানতে এই লিংক ভিজিট করুন।