মুখে গোটা বেরনো বা ব্রণ হওয়াটা খুবই সাধারণ একটা সমস্যা। কিন্তু যখন এই সমস্যা হয়, তখন জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। বয়ঃসন্ধির সময় তো বটেই নানা বয়সেই এই সমস্যা হতে পারে। লোমকূপের তলায় তৈলনিঃসরণ গ্রন্থি এবং মৃত কোষের জুগলবন্দিতে এই সমস্যা হয়। ব্রণ বেরলে অনেকেই দৌড়ান চিকিৎসকের কাছে। আবার অনেকেই দামি ক্রিম বা ওষুধ ব্যবহার করতে শুরু করেন। কিন্তু বাড়িতে হাতের কাছেই রয়েছে এমন অনেক উপাদান, যা দিয়ে অতি সহজে সমাধান করা যায় এই সমস্যার।
Acne is a very common problem. But when this problem occurs, life becomes unbearable. This problem can occur at different ages during puberty. This problem is caused by the combination of sebaceous glands and dead cells in the hair follicles. When acne breaks out, many people run to the doctor. Again many people start using expensive creams or medicines. But there are many elements at home that can easily solve this problem.
- ব্রণ দূর করার ঘরোয়া ৬ উপায়-Home Remedies for Acne
- আধুনিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ ও চিকিৎসা এবং দুগ্ধবতী গাভী পালন।
- শাহীওয়াল গরু শাহিওয়াল গরুই সব থেকে বেশি দুধ
- একটি বাড়ি একটি খামার-আমার বাড়ি আমার খামার প্রকল্প
- প্রাকৃতিকীকরণ ঘটনাক্রমে Coloreaba সবচেয়ে সুন্দর প্রাণী এবং কিছু প্রাণী
শসা
কেবল খাদ্যগুণই নয়, শসার নানা গুণ রয়েছে। তার মধ্যে একটা অবশ্যই ত্বকের কাজে লাগা। এতে রয়েছে ভিটামিন এ, ডি এবং ই। এর প্রতিটিই ত্বকের জন্য মারাত্মক ভালো। শসা থেঁতো করে মুখে লাগিয়ে রাখতে পারেন। ২০ মিনিট লাগিয়ে রাখার পর ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন মুখ। এছাড়াও শসাকে অন্যভাবে ব্যবহার করতে পারেন। শসা গোল গোল করে কেটে অন্তত একঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সেই পানি খেয়েও নিতে পারেন, বা ওই পানি দিয়ে মুখও ধুয়ে নিতে পারেন।
Not only food, cucumber has many properties. One of them must be used for skin. It contains vitamins A, D and E. Each of these is deadly good for the skin. Cucumber can be crushed and put in the mouth. After applying for 20 minutes, wash your face with cold water. You can also use cucumber in other ways. Cut the cucumber into rounds and soak them in water for at least an hour. Then you can drink that water, or you can wash your face with that water.
টুথপেস্ট
ফেসপ্যাকের মতো করে ব্যবহার করতে পারেন টুথপেস্ট। মুখের অতিরিক্ত তেল টেনে নেওয়ায়র ক্ষমতা আছে এই পেস্টের। ফলে তৈলাক্ত ত্বকের কারণে যাদের মুখে ব্রণ বা গোটা বেরয়, তারা টুথপেস্ট ব্যবহার করে উপকার পেতে পারেন। তবে বেশি নয়, খুব অল্প পরিমাণে ব্যবহার করুন ব্রণের জায়গায়। সমস্যা না হলে পরিমাণ বাড়ান।
You can use toothpaste like face pack. This paste has the ability to remove excess oil from the face. As a result, those who have acne or lumps on their face due to oily skin can benefit from using toothpaste. But not too much, use very little in place of acne. If there is no problem, increase the amount.
গ্রিন টি
গ্রিন টি গোটা বা ব্রণের বিরুদ্ধে খুবই কার্যকরী। গরম পানি গ্রিন টি বানান। তারপর সেই গ্রিন টি একদম ঠাণ্ডা করে ব্রণ বা গোটার জায়গায় ব্যবহার করুন। তুলায় ভিজিয়ে ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে ভালো করে ত্বকের ওপর মিশতে পারবে চায়ের মিশ্রণটি। যদি টি ব্য়াগ থেকে গ্রিন টি বানান, তাহলে ঠাণ্ডা গ্রিন টি ব্যাগটিও রাখতে পারেন ত্বকের ওপর। মিনিট ২০ রাখার পর ধুয়ে নিন।
Green tea is very effective against acne. Make hot water green tea. Then cool that green tea and use it on acne or lumps. Can be used soaked in cotton. In that case the tea mixture can be mixed well on the skin. If you make green tea from a tea bag, you can also put a cold green tea bag on the skin. After keeping it for 20 minutes, wash it off.
অ্যাসপিরিন
খাওয়ার ওষুধ হিসেবেই নয়, ব্রণ বা গোটা সারাতেও এই ওষুধের জুড়ি নেই। এতে থাকা স্যালিসাইলিক অ্যাসিড ব্রণ তাড়াতাড়ি শুকিয়ে দেয়। চার-পাঁচটা ট্যাবলেট প্রথমে গুঁড়িয়ে নিন। তারপর সেগুলো অল্প পানির সঙ্গে মেশান। এমনভাবে মেশাবেন, যাতে একটা পেস্ট তৈরি হয়। রাতে শুতে যাওয়ার আগে পেস্ট আক্রান্ত জায়গায় লাগান। সকালে উঠে ধুয়ে ফেলুন। ত্বক খুব স্পর্শকাতর হলে, কয়েক মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিতে পারেন।
Not only is there no cure for acne but there is no cure for acne. The salicylic acid in it dries the acne quickly. Take four or five tablets first. Then mix them with a little water. Mix in such a way that a paste is formed. Apply the paste on the affected area before going to bed at night. Get up in the morning and wash. If the skin is very sensitive, you can leave it on for a few minutes and wash it off.
রসুন
রসুন ব্রণের বড় শত্রু। এটি ব্যবহার করাও খুব সহজ। এক-দুই কোয়া রসুন দুই টুকরা করে কেটে নিন। তারপর ব্রণের জায়গায় রসটা লাগান। মিনট পাঁচেক পরে ধুয়ে ফেলুন। রাতে শুতে যাওয়ার আগে এটা করলে পরদিন সকালে ত্বকের উন্নতি টের পাবেন।
Garlic is the biggest enemy of acne. It is also very easy to use. Cut one or two cloves of garlic into two pieces. Then apply the juice on the acne area. Wash off after five minutes. If you do this before going to bed at night, you will feel the improvement of the skin the next morning.
লেবুর রস
তুলায় করে লেবুর রস ব্রণের জায়গায় লাগিয়ে নিতে পারেন। লেবুর রসের সঙ্গে দারুচিনির মিশ্রণ তৈরি করে, রাতে শুতে যাওয়ার আগে সেটা ব্রণের ওপর লাগিয়ে রাখতে পারেন। সকালে হালকা উষ্ণ পানিতে ধুয়ে নেবেন।
You can apply lemon juice on the area of acne with cotton. You can make a mixture of cinnamon with lemon juice and apply it on acne before going to bed at night. In the morning, wash with lukewarm water.