দেখে নিন ব্রাজিল, আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কোথায় ?
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৬ জুন (সোমবার) এশিয়া অঞ্চলের দেশ জাপানের মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। জাপানের টোকিওতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে।
নিজেদের সর্বশেষ প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। জোড়া গোল করেন নেইমার, বাকি তিন গোল করেন রিচার্লিসন, কোতিনহো ও জেসুস।
অন্যদিকে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারায় জাপান।
সব প্রতিযোগিতা মিলিয়ে ১২বার মুখোমুখি হয়েছে দুই দেশ। ব্রাজিলের জয় দশটি এবং বাকি দুই ম্যাচ ড্র। সর্বশেষ ২০১৭ সালে প্রীতি ম্যাচে খেলেছিল দুই দল। সে ম্যাচে ৩-১ ব্যবধানে জেতে ব্রাজিল।
আগামীকাল রাত ১২টায় স্পেনের এল সাদর স্টেডিয়ামে আর্জেন্টিনা লড়বে এস্তোনিয়ার বিপক্ষে। প্রথমবারের মত একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দেশ। ইতালিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে ফিনালিসিমা জয় করা আর্জেন্টিনা এ ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রাখতে পারে। শেষ ম্যাচে লিওনেল মেসি, দি মারিয়া, মার্তিনেজরা ছিলেন দুর্দান্ত ফর্মে। এস্তোনিয়াও নিজেদের শেষ ম্যাচে সানমারিনোকে হারিয়েছে ২-০ ব্যবধানে