ভালবাসার এসএমএস
ভালবাসার এসএমএস,-Best Bangla Valobashar Sms-razuaman.com

যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন একটা করে তোমাকে দিয়ে বলি আমি তোমাকে ভালবাসি ,
সব গোলাপ শেষ হয়ে যাবে ..
তবুও আমার ভালবাসা শেষ হবে না ..
হয়তো আজও আমার ভালবাসার গভীরতা বুঝতে পারো নি …!!
তুমি যেমন বলতে পারবে না,
আঁকাশে কতগুলো তাঁরা আছে..?
সাগরে কতফোঁটা পানি আছে..?
ঠিক তেমনি আমিওবলতে পারবো না,
তোমার জন্য আমার হৃদয়ে, কতটুকুভালবাসা আছে……??!
পাখি কে নয় ,
তার সুর কে ভালোবাসো ..
ফুল কে নয় ,তার সুবাস কে ভালোবাসো ..
গান কে নয় ,তার কথা কে ভালোবাসো ..
মানুষের সুন্দরয কে নয় ,তার মন কে ভালোবাসো…!!!
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে সাজাবো জীবন,
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা।
রাগ তোমার নয় শুধু- আমারো আছে!! তুমি দেখাতে পারো- আর আমি সইতে !!
নদীর এপারে গরু ওপারে খাসি আমি তোমাকে ভালোবাসি
আমি শার্ট, তুমি জামা আমি পাহাড়, তুমি পর্বত আমি চিনি,তুমি শরবত আমি মনি,তুমি মুক্তা আমি মানুষ,তুমি কুত্তা।
বড় লোকের বেটা গো.. খোচা খোচা দাড়ি..!! কানের পাশে গুজে দেব.. ২ টা আকিজ বিRi..!!
যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম! যদি জল হতাম সারা দেহ ভিজিয়ে দিতাম। যদি বাতাস হতাম-তোমার কানে চুপি, চুপি বলতাম-আমি তোমাকে ভালবাসি.
ভালোবাসা কী ভুল! নাকি লাল গোলাপ ফুল! ভালোবাসা কী সুখ! নাকী বেদনা ভরা দুখ, ভালোবাসা কী হাসি! নাকী গলার ফাসি! তবু মন বলে তোমায় ভালোবাসি!
ফুল হয় লাল, পাতা হয় সবুজ, এই মন কেন এতো অবুজ ! কথা কম কাম বেশি মন চায়- তোমার কাছে আসি! মেঘ চায় বৃষ্টি চাঁদ চায়- নিশি মন বলে আম! তোমায় অনেক ভালবাসি !
হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে! ভালবাসি বলতে- গিয়ে ফিরে, ফিরে আসি! কি করে বুঝাবো তারে- আমি কতটা ভালোবাসি!!