মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক তুফানি-ডালিয়ার মাহফিল ডিমলা নীলফামারী

মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক তুফানি

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন । নামাজ সম্পর্কে ওয়াজ । ওয়াজ মাহফিল করবেন হযরত মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক তুফানি ডালিয়ার মাহফিল ডিমলা নীলফামারী | ডালিয়া পাউবো মাহফিলে কি মুফতি মাওলানা আবু বক্কর সিদ্দিক তুফানি |

নামাজ সম্পর্কে শ্রেষ্ঠ ওয়াজ, যা শুনলেই মানুষ নামাজ পরবে

মেয়েদের নামাজের নিয়ম

উত্তর
بسم الله الرحمن الرحيم
নারী পুরুষের শারীরিক গঠন, সক্ষমতা, নিরাপত্তা ইত্যাদী নানা বিষয়ে যেমন পার্থক্য রয়েছে, তেমনি পার্থক্য রয়েছে ইবাদতসহ শরীয়তের অনেক বিষয়ে। যেমন-
১-পুরুষ ও মহিলা উভয়ের উপরই হজ্ব ফরয। কিন্তু মহিলাদের জন্য পথ খরচ ছাড়াও হজ্বের সফরে স্বামী বা মাহরাম পুরুষের উপস্থিতি শর্ত।
২-ইহরাম অবস্থায় পুরুষের জন্য মাথা ঢাকা নিষেধ। অথচ মহিলাদের জন্য ইহরাম অবস্থায় মাথা ঢেকে রাখা ফরয।
৩-ইহরাম খোলার সময় পুরুষ মাথা মুন্ডায়। কিন্তু মহিলাদের মাথা মুন্ডানো নিষেধ।
৪-হজ্ব পালনকালে পুরুষ উচ্চ আওয়াজে তালবীয়া পাঠ করে, পক্ষান্তরে মহিলাদের জন্য নিম্ন আওয়াজে পড়া জরুরী।
৫-পুরুষের উপর জুমআ পড়া ফরয, মহিলাদের উপর নয়।
৬-নামাযে সতর্ক করার মত কোন ঘটনা ঘটলে সতর্ক করার জন্য পুরুষের তাসবীহ পড়ার হুকুম করা হয়েছে। কিন্তু মহিলাদের তাসফীক করা তথা হাতে শব্দ করার বিধান।
৭-ইমাম ও খতীব শুধু পুরুষই হতে পারে, কোন নারী হতে পারেনা।
৮-আজান শুধু পুরুষই দিবে, কোন নারীকে মুয়াজ্জিন বানানো জায়েজ নয়।
৯-পুরুষের জন্য মসজিদে গিয়ে জামাআতে নামায পড়া সুন্নাতে মুয়াক্কাদা। আর মহিলাদের ঘরে নামায পড়াই উত্তম বলা হয়েছে।
১০-সতর। পুরুষের সতর হল নাভি থেকে হাটু পর্যন্ত। আর পরপুরুষের সামনে নারীদের সতর হল প্রায় পুরো শারীরই ঢেকে রাখা ফরয।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *