Gomes

মেসির পায়ে আর্জেন্টিনার প্রথম গোল গোল

 

মেসির পায়ে আর্জেন্টিনার প্রথম গোল

Argentina VS France
Argentina VS France

মাঠে গড়ালো কাতার বিশ্বকাপের ফাইনাল। এ মহারণে প্রথমেই গোল পেল আর্জেন্টিনা। লিওনেল মেসির পা থেকেই এসেছে প্রথম গোল।ম্যাচের ২১তম মিনিটে  ডি-বক্সের ভিতরে অ্যানহেল ডি মারিয়াকে ফাউল করে ফেলে দিলেন ফ্রান্সের ফরোয়ার্ড উসমান ডেম্বেলে। ফলে রেফারি পেনাল্টির সংকেত দিয়ে দিলেন। যেখান থেকে গোল করে দলকে শুরুতেই এগিয়ে নিলেন মেসি। ফলে ২-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা।

এর আগে আজ  লুইসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে নিজেদের কাঙ্খিত একাদশই গঠন করতে পেরেছে দুই দল। ফাইনালের মহারণে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। কারণ হারলেই বিশ্বকাপ হাতছাড়া হয়ে যাবে। আর তাই নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছে ফরাসি ও আলভিসেলেস্তেরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণত্মক খেলতে থাকে আর্জেন্টিনা। পুরো দলই চায় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির হাতে বিশ্বকাপ তুলে দিতে।  পরপর দুটি আক্রমণ করে ফ্রান্সের গোল বারে।  তবে তা তাতা হয়ে রক্ষা করেন গোল কিপার হুগো লরিস।

World Cup 2022: 'Lionel Messi on brink of making Qatar tournament his'

গোল গোল গোল গোল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *