মেসি এবং তার স্ত্রীর ভাবছেন বাড়ি কিনবেন না ভাড়া নিয়ে থাকবেন থাকবেন ! প্যারিসের জন্য সম্ভাব্য সব কিছুই করার চেষ্টা করেছে আর্জেন্টাইন তারকাকে প্রচুর সমাধানের মাঝে রেখেছেন ফরাসি ক্লাবটি। মেসে হোটেলে আছেন সেখানে প্রতিরোধে ভাড়া প্রায় 20 লাখ টাকা। কিন্তু এভাবে তো আর থাকা যায় না পেরেছে দীর্ঘদিন থাকতে হবে মেসিকে সেজন্য হোটেলে চলবে না নিজের বাড়ি না হলেও অন্তত একটা ভাড়া বাড়ি দরকার ।
সন্তানদের দ্রুত স্কুলে ভর্তির কথাও ভুললে চলবেনা মেসি এবং তার স্ত্রী ঠিক বুঝতে পারছেন না । প্যারিসে ভাড়া বাসায় থাকবেন নাকি বাড়ি কিনবেন । সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে সন্তানদের স্কুলে ভর্তি করানোর বিষয়টি স্কুল পছন্দের ক্ষেত্রে তারা যে অঞ্চলে থাকবেন সেটি খুবই গুরুত্বপূর্ণ ।এদিকে থাকার ব্যবস্থা করতে গিয়ে ঘাম ছুটে যাচ্ছে প্যারিসের । তবে শেষ পর্যন্ত বাসা ভাড়া নিতে পারেন কারণ স্থায়ী হচ্ছেন না । সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে প্যারিসের পশ্চিমাঞ্চলের উপশহর বাসা ভাড়া নিতে পারেন। বেশ কিছু দূতাবাস এবং কর্পোরেট অফিসের সদর দপ্তর এ অঞ্চলে অবস্থিত সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি হলো নিউ শূরসেন।বেশকিছু দূতাবাস এবং কর্পোরেট অফিসের সদর দপ্তরে অঞ্চলে অবস্থিত প্যারিসে সবচেয়ে ধনী ও বিলাসবহুল উপসর্গ মধ্যে একটি হলো নিউ শূরসেন ।
মেসির তিন সন্তান জাতীয় স্কুল যেতে পারে সেজন্য এই ভাষাটা হয়তো ভাড়া নিতে পারে । সেখান থেকে ইসটুডিয়াম বেশি দূরে নয় 813 বর্গমিটারে যেখানে 300 বর্গমিটার এর বেশি জায়গা জুড়ে থাকবে বাগান আগেই তেরোশো বর্গমিটার আয়তনের সঙ্গে 1370 মিটার নিয়ে তৈরি বাসা দেখানো হয়েছে 2 কোটি ইউরো এখন শুধু সময়ের অপেক্ষা করতে যাচ্ছেন ।
মেসি নিজের তিন সন্তানকে ‘কাতালান-আর্জেন্টাইন’ বলে আখ্যা দেন।
মেসি নিজের তিন সন্তানকে ‘কাতালান-আর্জেন্টাইন’ বলে আখ্যা দেন। এর আগে গত বৃহস্পতিবার বার্সেলোনা থেকে মেসির বিদায়ের ঘোষণা আসার পরপরই মেসির পক্ষ থেকে পিএসজির সাথে যোগাযোগ করা হচ্ছিল। তারও আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা জানিয়ে দেয়, লিওনেল মেসির সাথে তারা যে চুক্তিতে সম্মত হয়েছিল, সেটা চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না।
সম্মানিত দর্শক আপনার কি মনে হয় নাকি নিজে বাড়ি কিনবেন বাসা কিনবেন সেই মতামত আমাদের সাইটে জানিয়ে দিন সেইসাথে ফুটবলের সকল ধরনের আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন ।