ডাচ-বাংলা ব্যাংক রকেট
ব্যাংকিং
সঙ্গে
ব্যাংক
ব্যাংকিং
ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর পথপ্রদর্শক। এটিই প্রথম ব্যাংক যেটি মোবাইল ফোনের বিস্তৃত পরিসরের মাধ্যমে ব্যাংকিং সুবিধা প্রদান করে। রকেট হল ব্যাঙ্ক শাখা ছাড়াই একটি ব্যাঙ্কিং প্রক্রিয়া যা ব্যাঙ্কবিহীন সম্প্রদায়গুলিকে দক্ষতার সাথে এবং সাশ্রয়ী মূল্যে আর্থিক পরিষেবা প্রদান করে৷ ক্যাশ-ইন, ক্যাশ আউট, মার্চেন্ট পেমেন্ট, ইউটিলিটি পেমেন্ট, বেতন বিতরণ, বৈদেশিক রেমিট্যান্স, সরকারি ভাতা বিতরণ, মোবাইল প্রযুক্তি ডিভাইসের মাধ্যমে এটিএম অর্থ উত্তোলন, অর্থাৎ মোবাইল ফোনের মতো ব্যাংকিং এবং আর্থিক পরিষেবাগুলিকে রকেট বলা হয়।
রকেট একাউন্ট খোলার নিয়ম
রকেট হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা। তাই রকেট একাউন্ট খোলার নিয়ম অনেকেরই আগ্রহের বিষয়। ডাচ বাংলা ব্যাংকের রকেট সেবাটি কম খরচের কারণে ব্যবহারকারীদের বেশ পছন্দের।
চলুন জেনে নেয়া যাক, রকেট একাউন্ট কি, রকেট একাউন্ট এর সুবিধা, রকেট একাউন্ট খোলার নিয়ম, রকেট একাউন্ট সেন্ড মানি ও ক্যাশ আউট চার্জ, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য।
রকেট কি?
২০১১ সালে যাত্রা শুরু করা রকেট কে বাংলাদেশের মোবাইল ব্যাংকিংয়ের পথিকৃত বলা চলে। তখন ডাচ-বাংলা ব্যাংকই মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং অর্থাৎ মোবাইল ব্যাংকিং সুবিধা দেশে প্রদান করে।
রকেট হল ব্যাংক শাখাবিহীন একটি ব্যাংকিং প্রক্রিয়া যা ব্যাংক এর সুবিধা থেকে বঞ্চিতদের সাশ্রয়ী মূল্যে এই আর্থিক সেবা প্রদান করে থাকে। ডাচ-বাংলা ব্যাংক হচ্ছে রকেট মোবাইল ব্যাংকিং সেবাটির মালিক। ঠিক যেমনি বিকাশ এর মূল মালিক ব্র্যাক ব্যাংক, এবং উপায় এর মালিক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
রকেট একাউন্ট এর সুবিধাসমুহ
রকেট একাউন্ট ব্যবহারে পাওয়া যাবে অসংখ্য সুবিধা। রকেট একাউন্ট এর কিছু উল্লেখযোগ্য সুবিধাসমুহ হলোঃ
[★★] মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় জানতে এখানে ক্লিক করুন
- ক্যাশ ইনঃ টাকা ডিপোজিট এর মাধ্যমে নিরাপদে টাকা জমা করা
- ক্যাশ আউটঃ যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে টাকা তোলা
- এটিএম উইথড্রয়ালঃ এটিএম বুথ থেকেও টাকা তোলা যাবে
- মোবাইল টপ-আপঃ মোবাইলে রিচারজ করা যাবে রকেট একাউন্টের ব্যালেন্স দিয়েই
- সেন্ড মানিঃ রকেট ব্যবহারকারী একে অপরকে টাকা পাঠাতে পারবেন
- ব্যাংক টু রকেটঃ থাকছে ব্যাংক থেকে রকেটে টাকা আনার সুবিধা
- বিল পেমেন্টঃ বিদ্যুৎ, গ্যাসসহ অসংখ্য ক্ষেত্রে বিল প্রদান করা যাবে রকেটে
- মার্চেন্ট পেমেন্টঃ দেশব্যাপী ছড়িয়ে থাকা মার্চেন্ট পয়েন্টে শপিং করা যাবে রকেটের মাধ্যমেই
রকেট অ্যাপ ডাউনলোড
আইওএস ও অ্যান্ড্রয়েড – উভয় প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে রকেট অ্যাপ। রকেট অ্যাপ ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুনঃ
রকেট একাউন্ট খুলতে কি কি লাগে
রকেট একাউন্ট খুলতে যা যা লাগবেঃ
- একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার
- ইন্টারনেট কানেকশন
- রকেট অ্যাপ ইন্সটল করা স্মার্টফোন
- জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
রকেট একাউন্ট খোলার নিয়ম
একাধিক উপায়ে খোলা যাবে নতুন রকেট একাউন্ট। রকেট অ্যাপ এর পাশাপাশি রকেট মোবাইল ব্যাংকিং মেনু থেকেও রকেট একাউন্ট খোলা যাবে। এছাড়াও নিকটস্থ এজেন্ট বা রকেট গ্রাহক সার্ভিস পয়েন্টে গিয়েও রকেট একাউন্ট খুলতে পারবেন।
চলুন জেনে নিই, ঘরে বসে রকেট একাউন্ট খোলার উভয় নিয়ম সম্পর্কেই।
*322 # ডায়াল করে রকেট অ্যাকাউন্ট খোলার নিয়ম
*322 # ডায়াল করে রকেট অ্যাকাউন্ট খুলতেঃ
- মোবাইল থেকে *322 # ডায়াল করুন
- রকেট একাউন্ট একটিভ করতে 1 লিখে সেন্ড করুন
- এরপর আপনার রকেট একাউন্টের পিন সেট করতে বলা হবে
- ৪ ডিজিটের পিন লিখে রিপ্লাই দিন
উপরোক্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর এসএমএস এর মাধ্যমে একাউন্ট সম্পর্কিত তথ্য জানানো হবে। এইতো গেলো রকেট একাউন্ট খোলার প্রথম পর্যায়। এরপর আপনাকে নিকটস্থ রকেট এজেন্ট পয়েন্ট / ডিবিবিএল শাখা / রকেট অফিস বা ডিবিবিএল এজেন্ট এর সাথে নিচের কাগজপত্রসহ যোগাযোগ করতে হবেঃ
- পাসপোর্ট সাইজের এক কপি ছবি
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
এরপর আপনাকে অ্যাকাউন্ট খোলার ফর্ম বা KYC দেয়া হবে যা ফিংগারপ্রিন্ট ও স্বাক্ষরসহ জমা দিতে হবে। এরপর তিন থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে আপনার রকেট একাউন্ট একটিভ করা হবে যা আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
শেষ কথা
সম্মানিত ভিউয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ার জন্য। আর হ্যাঁ, আমার আর্টিকেলটি পরে যদি আপনি একটু উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি প্রতিনিয়তঃ চেষ্টা করি নতুন নতুন বিষয় আর্টিকেল লেখার। তাই আপনারা যারা আপডেট কোনো বিষয় সম্পর্কে জানতে চান তারা প্রতিনিয়ত আমার সাইটকে ভিজিট করতে পারেন। আপনার যদি কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে। তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার বিষয় নিয়ে আর্টিকেল লেখার । এই আশা ব্যক্ত করে আবারো সালাম দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা তুহ।
🌿🌿Razuaman.com 🌿🌿