Uncategorized

রাংপুর জেলা পুলিশের মোবাইল নাম্বার।

রাংপুর জেলা পুলিশের মোবাইল নাম্বার।

রাংপুর জেলা পুলিশের মোবাইল নাম্বার।

 

রংপুর জেলার পুলিশ সুপার ফেসবুকে মানুষের সুবিধার্থে প্রয়োজনীয় ফোন নম্বরসমুহ জনসাধারনের জানানোর জন্য পোস্ট করেছেন। হুবহু তা পাঠকদের জন্য তুলে ধরা হলো:

 

আমরা পথ চলতে বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হই। রাষ্ট্রের নিয়ম অনুযায়ী জনগনকে বিপদে সাহায্য করার জন্য রয়েছে রংপুর জেলা পুলিশ। রংপুর জেলার সকল থানা পুলিশকে দ্রুত সংবাদ দিতে হলে প্রথম যেটা প্রয়োজন সেটা হলো থানা পুলিশের মোবাইল নম্বর। আর সেই প্রয়োজনের কথা বিবেচনা করে রংপুর জেলার সকল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের (ওসি) সরকারী মোবাইল নম্বর আপনাদের সুবিধার্তে এখানে দেওয়া হইল। আশা করি আপনাদের অনাকাঙ্খিত বিপদে নম্বরসমূহ কাজে আসবে। এই নম্বর থানায় ওসি একাই সার্বক্ষনিকভাবে ব্যবহার করেন এবং ২৪ ঘন্টা মোবাইলটি খোলা থাকে।

 

০১। পুলিশ ক্লিয়ারেন্স, চাকুরির ভেরিফিকেশন, পাসপোর্ট ভেরিফিকেশন, ড্রাইভিং লাইসেন্স তদন্ত সহ কোনো পুলিশিসেবা পেতে হয়রানির শিকার হলে।

 

০৩। কোন দূর্ঘটনার সংবাদ জানাতে

 

০৪। কোন অপমৃত্যু সংবাদ জানাতে

 

০৫। অগ্নিকাণ্ডের সংবাদ জানাতে

 

০৬। বড় ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতির সংবাদ জানাতে

 

০৭। কোন পলাতক/ফেরারী অপরাধীদের অবস্থান জানাতে

 

০৮। মাদকদ্রব্য সম্পর্কে তথ্য প্রদানের জন্য

 

জাতীয়

 

এইমাত্র পাওয়া

 

আমার পরিবারের কেউ কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয়: শিক্ষামন্ত্রী   নওগাঁয় ৫০ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার   নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ, বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ   স্বামীর গোপনাঙ্গ কেটে পালাল স্ত্রী   জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি   আর্মেনিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ   রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে আরও ৩ জনের মৃত্যু   মহাদেবপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু   ফুলবাড়ীতে ৯ জুয়াড়ি আটক   কুতুবপুর ইউনিয়নে সামাজিক বৈষম্য দূর করতে চান শ্যামল   ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব   দুই মাসে নিত্য ব্যবহার্য পণ্যের দাম বেড়েছে ২০%   বিধি-নিষেধ অমান্য করে চেয়ারম্যানের বিজয় উৎসব   ধামইরহাটে ট্রাকচাপায় দু’জনের মৃত্যু   বাংলাদেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় ঊনসত্তরের গণঅভ্যুত্থান   সৈয়দপুরে ‘পুরুষশূন্য’ গ্রাম   বেড়েছে শীত, দিনাজপুরে তাপমাত্রা ১১. ৯   চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু   বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন

 

হোম / রংপুর বিভাগ / রংপুর / রংপুরের সকল থানার ওসি এবং পুলিশ কর্মকর্তাদের নম্বর

 

রংপুরের সকল থানার ওসি এবং পুলিশ কর্মকর্তাদের নম্বর

নর্থবেঙ্গল২৪ ডেস্ক   ২৭ জানুয়ারী, ২০২০

রংপুর জেলার সকল অফিসার ও থানার ওসিদের মোবাইল নম্বর সকলের সুবিধার্থে এখানে দেওয়া হল। অনাকাঙ্খিত বিপদে নম্বরসমূহ কাজে আসবে।

 

 

পুলিশ সুপার (এসপি) রংপুর জেলা

মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৮৬৮

 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রংপুর জেলা।

মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৮৬৯

 

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রংপুর জেলা।

মোবাইল নং- ০১৭৬৯-৬৯০৪৯৯

 

অতিরিক্ত পুলিশ সুপার, হেডকোয়ার্টস (সদর) রংপুর জেলা।

মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৮৭০

 

অতিরিক্ত পুলিশ সুপার, “এ-সার্কেল”

(কোতোয়ালী/ গংগাচড়া) রংপুর জেলা।

মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৮৭১

 

অতিরিক্ত পুলিশ সুপার, “বি-সার্কেল”

( তারাগঞ্জ/ বদরগঞ্জ) রংপুর জেলা।

মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৮৭২

 

সিনিয়র সহকারী পুলিশ সুপার, “সি-সার্কেল” (পীরগাছা/কাউনিয়া) রংপুর জেলা।

মোবাইল নং- ০১৭৬৯-৬৯২৯৮০

 

সিনিয়র সহকারী পুলিশ সুপার, “ডি-সার্কেল” (মিঠাপুকুর/পীরগঞ্জ) রংপুর জেলা।

মোবাইল নং- ০১৭৬৯-৬৯২৯৮১

 

ডিআই-১ জেলা বিশেষ শাখা (ডিএসবি)

মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৮৭৩

 

কোতয়ালী থানা, রংপুর, অফিসার ইনচার্জ (ওসি)

মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৮৭৪

টেলিফোন- ০৫২১-৬৩০৯০

 

গঙ্গাচড়া থানা, অফিসার ইনচার্জ (ওসি)

মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৮৭৫

টেলিফোন- ০৫২২৩-৫৬২৩০

 

বদরগঞ্জ থানা, অফিসার ইনচার্জ (ওসি)

মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৮৭৬

টেলিফোন- ০৫২২২-৫৬৩১২

 

তারাগঞ্জ থানা, অফিসার ইনচার্জ (ওসি)

মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৮৭৭

টেলিফোন- ০৫২২৮-৫৬০২২

 

মিঠাপুকুর থানা, অফিসার ইনচার্জ (ওসি)

মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৮৭৮

টেলিফোন- ০৫২২৫-৫৬১১০

 

পীরগাছা থানা, অফিসার ইনচার্জ (ওসি)

মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৮৭৯

টেলিফোন- ০৫২২৬-৫৬০১১

 

কাউনিয়া থানা, অফিসার ইনচার্জ (ওসি)

মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৮৮০

টেলিফোন- ০৫২২৪-৫৬০০৩

 

পীরগঞ্জ থানা, অফিসার ইনচার্জ (ওসি)

মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৮৮১

টেলিফোন- ০৫২২৭-৫৬০১৪

 

অফিসার ইনচার্জ (জেলা গোয়েন্দা শাখা) রংপুর উত্তর,

মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৮৮২

টেলিফোন- ০৫২১-৬২৪৯৯

 

অফিসার ইনচার্জ (জেলা গোয়েন্দা শাখা) রংপুর দক্ষিণ,

মোবাইল নং- ০১৭১১-১৮০১৪১

 

কোর্ট পুলিশ পরিদর্শক, রংপুর-

মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৮৮৩

টেলিফোন- ০৫২১-৬২৬৯৩

 

পুলিশ পরিদর্শক (টিআই) ট্রাফিক বিভাগ, রংপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *