আজ মহালয়া। দেবীকে আহ্বান জানানো হবে আজ এই ধরনীতে আগমনের জন্য। দেবীর কাছে প্রার্থনা, হে দেবী, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, ধন্য করো তোমার আগমনে এই পৃথিবীকে। করো কলুষতামুক্ত। মাতৃরূপে, বুদ্ধিরূপে, শক্তিরূপে, বিদ্যারূপে আশীর্বাদ করো পৃথিবীর প্রত্যেক মানুষকে। বিনাশ করো আমাদের অসুর প্রবৃত্তিকে।
মহালয়া অতি পুণ্য তিথি। আনন্দময়ীর আগমনে মধুর কলধ্বনি স্ফুরিত হয়ে ওঠে এ তিথিতে। মধুকৈটববিনাশিনী, মহিষাসুরমর্দিনী মহাদেবীর আবির্ভাব ঘটে মহালয়ার পবিত্র মুহূর্তে। মহালয়ার তিথিতে দেবীপক্ষের সূচনা। দেবীপক্ষ মানে অসুরের বিরুদ্ধে দেবীর সংগ্রামের পক্ষ এবং এখানে দেবীর জয় সূচিত হয়। চণ্ডীপূজা, চণ্ডীপাঠ ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মহালয়া উদ্যাপিত হয়। মহালয়ার অমাবস্যার পরবর্তী শুক্লপক্ষে দেবীর পূজা আরম্ভ হয়। দুর্গাপূজা অসুর বধের পূজা। আমাদের মধ্যেও নানা প্রকার অসুরত্ব আছে। দুর্গাপূজার মাধ্যমে এ অসুরত্ব বিনাশে আমরা দেবীর কাছে প্রার্থনা করি।
দেবী দুর্গার আগমনী শুভেচ্ছা দুইঃ পুজোর বাশি বাজছে দূরে, মা আসছেন বছর ঘুরে শিউলি গায়ে আগমনী, কাশের বনে জয়ধ্বনি, নীল আকাশে মাকে খোঁজে, হাঁসিখুশি কাঠুক পুজো। শুভ মহালয়া।
এটিও পড়ুন – দুর্গাপূজা প্রবন্ধ রচনা 600 শব্দের মধ্যে
দেবী দুর্গার আগমনী শুভেচ্ছা তিনঃ এলো খুশির শরত, একটু হিমেল হাওয়া, পুজোর ভোরে ঢাকের আওয়াজ, মায়ের কাছে যাওয়া, অনেক খুশি অনেক আলো, পুজো কাটুক সবার ভালো। শুভ দুর্গা পূজা।
দেবী দুর্গার আগমনী শুভেচ্ছা চারঃ
রোদ বৃষ্টি গেলো ভেসে ।
শরত এলো রানীর বেশে |
মায়ের খোলা কেশে |
মন ছুটে যায় নতুন দেশে |
কান জুড়োক ঢাকের রেশে
পুজো এল অবশেষে।
শুভ দুর্গা পুজার আগাম শুভেচ্ছা।
এটিও পড়ুন – টপ ১০+ লেটেষ্ট দুর্গা পূজা ওয়ালপেপার, শুভেচ্ছা বার্তা ও SMS
দেবী দুর্গার আগমনী শুভেচ্ছা
পুজোর বাঁশি বেজেছে দূরে,
মা আসছে বছর ঘুরে,
শিউলির গায়ে আগমনী,
কাশের বনে জয়ধ্বনি।
নীল আকাশে মাকে খোঁজে,
হাঁসি- খুশী কাটুক পুজো।।
হ্যাপি দুর্গা পূজা।
Pujor Banshi Bajche Dure,
Maa Asechen Bochor Ghure.
Seulir Gaye Agomoni,
Kasher Bone Joyodhoni,
Nil Akashe Maake Khojjo,
Hasi Khusi Katuk Pujo!
Happy Happy Durga Puja Mahalaya..
—————————————
Rod Bristi Gelo Veshe
Sharat Elo Rangin Bese
Mayer Khola Keshe
Mon Chuye Jai Notun Deshe
Kan Juri Dhaker Reshe
Puja Elo Abasheshe||
|| Shuvo Durga Puja ||
জেনে নিন-
অশান্ত থেকে শান্ত
পান্ডব থেকে কৌরব
মাটি থেকে দিগন্ত…
খড়গ থেকে শঙ্খধ্বনি
তুমি অসুরশক্তি বিনাশিনী
মা বাসন্তীকা , তুমি-ই শারদীয়া ।

**নৌকাতে মা দিল পাড়ি.
*মা আসছেন বাপের বাড়ি*
*সংগে তাহার ছেলেমেয়ে*
*কি সুন্দর বাহন নিয়ে*
*অষটমীতে ঢাকের বাড়ি.*
*মা পড়বেন নতুন শাড়ী.*
*খুশিতে তাই নাচে মন*
*ভালো কাটুক পুজোর ক্ষণ…

“শরত তোমার অরুণ আলোর অঞ্জলি..\”
-রবীন্দ্রনাথ ঠাকুর
আশ্বিনের এই শারদ-প্রাতে
দিনগুলি হয়ে উঠুক আরো আনন্দ-মুখর..
শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা..
এক বছরের পুজো প্রতীক্ষা আজ শেষ হলো..
শরতের হিমেল বাতাস প্রতিটি বাঙালির মনে জাগিয়ে তুলছে দূর্গা পুজোর আনন্দ..
দেবীপক্ষের শুরুতে আজ তাই জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা..

চারিদিকে শিউলি ফুলের গন্ধে
মাতোয়ারা এই মন..
খুশির শরত আকাশ জুড়ে
দুলছে কাশের বন
শারদ প্রভাত জানান দিচ্ছে মায়ের আগমন..
দেবীর আগমনে, আনন্দের আলিঙ্গনে
শিউলির গন্ধে
পুজোর উচ্ছাসে জীবন হয়ে উঠুক মঙ্গলময়..
মহালয়ার এই শারদ প্রভাতে জানাই শারদ শুভেচ্ছা..
শুভ মহালয়া..

নীল আকাশে মেঘের ভেলা
পদ্মফুলের পাপড়ি মেলা
ঢাকের তালে কাশের খেলা
মজায় কাটুক শারদবেলা
শুভ মহালয়া..
আরো জানুন:-