ইসলাম

সূরা আল কাওসার অর্থ ও তাফসীর-razuaman

বিসমিল্লাহির রহমানির রহিম  بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

১) ( হে নবী ! ) আমি তোমাকে কাউসার দান করেছি৷১ 
১ . কাউসার শব্দটি এখানে যেভাবে ব্যবহৃত হয়েছে তাতে আমাদের ভাষায় তো দূরের কথা দুনিয়ার কোন ভাষায়ও এক শব্দে এর পূর্ণ অর্থ প্রকাশ করা সম্ভব নয়৷ এ শব্দটি মূলে কাসরাত ( আরবী ) থেকে বিপুল ও অত্যধিক পরিমাণ বুঝবার অর্থে ব্যবহৃত হয়েছে৷ এর আভিধানিক অর্থ হচ্ছে , সীমাহীন আধিক্য৷ কিন্তু যে অবস্থায় ও পরিবেশে শব্দটি ব্যবহার করা হয়েছে ৷ তাতে শুধুমাত্র আধিক্য নয় বরং কল্যাণ ও নিয়মতের আধিক্য এবং এমন ধরনের আধিক্যের ধারণা পাওয়া যায় যা বাহুল্য ও প্রাচুর্যের সীমান্তে পৌঁছে গেছে? আর এর অর্থ কোন একটি কল্যাণ বা নিয়ামত নয় বরং অসংখ্য কল্যাণ ও নিয়ামতের আধিক্য৷ ভূমিকায় আমি এ সূরার যে প্রেক্ষাপট বর্ণনা করেছি তার ওপর আর একবার দৃষ্টি বুলানো প্রয়োজন৷ তখন এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল৷ শত্রুরা মনে করছিল , মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবদিক দিয়ে ধ্বংস হয়ে গেছেন৷ জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে বন্ধু – বান্ধব ও সহায় – সম্বলহীন হয়ে পড়েছেন৷ ব্যবসা ধ্বংস হয়ে গেছে৷
সূরাঃ ১০৮/ আল-কাউসার | Al-Kawthar | سورة الكوثر আয়াতঃ ৩ মাক্কী

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

১) ( হে নবী ! ) আমি তোমাকে কাউসার দান করেছি৷১ 

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

২) কাজেই তুমি নিজের রবেরই জন্য নামায পড়ো ও কুরবানী করো৷

إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ

৩) তোমার দুশমনই ৩  শিকড় কাটা৷৪ 

আরো জানুন:-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *