২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

পদ্মা সেতু
বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত বহুমুখী সড়ক ও রেল সেতু
পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে।
২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে।[৩] দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস এই ব্রিজটির উপরের স্তরে থাকবে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে থাকবে একটি একক রেলপথ। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ৪২টি পিলার ও ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যানের মাধ্যমে মূল অবকাঠামো তৈরি করা হয়েছে। সেতুটির দৈর্ঘ্য ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ ১৮.১০ মিটার।
পদ্মা সেতু
পদ্মা বহুমুখী সেতু
স্থানাঙ্ক২৩.৪৪৬০° উত্তর ৯০.২৬২৩° পূর্ববহন করেযানবাহন, ট্রেনঅতিক্রম করেপদ্মা নদীস্থানমুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুরঅফিসিয়াল নামপদ্মা সেতুরক্ষণাবেক্ষকবাংলাদেশ সেতু কর্তৃপক্ষওয়েবসাইট
www.padmabridge.gov.bd
বৈশিষ্ট্যনকশাএ.ই.সি.ও.এমউপাদানকংক্রিট, স্টিলমোট দৈর্ঘ্য৬.১৫ কিলোমিটার (২০,২০০ ফুট)প্রস্থ১৮.১০ মিটার (৫৯.৪ ফুট)ইতিহাসনকশাকারAECOMনির্মাণকারীচায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃনির্মাণ শুরুনভেম্বর ২০১৪নির্মাণ শেষজুন ২০২২ (আনুমানিক)নির্মাণ ব্যয়প্রায় ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকাচালু২৫ জুন ২০২২