
দুর্বল ছাত্রের বিশ্বজয়। হাফেজ তাকরীম শিক্ষকের পরামর্শ ও উপদেশ এ আজ বিশ্বজয়ী। মোটেও ভালোছাত্র ছিল না
হাফেজ তাকরীম দুর্বল ছাত্র হয়েও শিক্ষকের পরামর্শ ও উপদেশ এ আজ বিশ্বজয়ী। সাধারণ ছাত্রের চেয়ে কোনো অংশে মোটেও ভালো ছিলো না। সাক্ষাৎকারে বললেন মুফতী মুরতাজা হাসান ফয়েজী মাসুম। তিন প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী, ঢাকা। বিস্তারিত শুনুন ও দেখুন ভিডিওতে।
এদিকে হাফেজ ক্বারী সালেহ আহমাদ তাকরীম ১১১টি দেশের ১৫৩ প্রতিযোগীর (২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার) মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন। খবরটি বড়ো আনন্দের, বড়ো সম্মানের। শুধু এবারই নয়, গতবছরও সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিলেন তাকরীম। তার মেন্টর বা কোচ গুলশান মসজিদের খতিব।
তাকে উদ্যোক্তা বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন। তিনিই তাকরীমকে এই প্রতিযোগীতার জন্য তৈরি করেছেন। হাফেজ তাকরীম জয়ী হয়ে ২৩ সেপ্টেম্বর ২০২২ দেশে ফিরেন। ক্বারী হাফেজ সালেহ আহমাদ তাকরীম বাংলাদেশের গর্ব, ইসলামের গর্ব। দুনিয়া – আখিরাতের সম্পদ। তাকরীমকে বরণ করার জন্যে গভীর রাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলো মানুষের উপচপড়া ভীড়।
হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে বরণ করে নেন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ। হাফেজ তাকরীমকে বরণ করে আনতে সঙ্গে ছিলেন তার পিতা হাফেজ আব্দুর রহমান, ওস্তাদ মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী, ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল মুফতী মুরতাজা হাসান ফয়েজী মাসুম।
যারা উপস্থিত ছিলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। কেয়ামত পর্যন্ত অনেক কিছুই পরিবর্তন হবে, বিকৃত হবে, শুধুমাত্র আল কোরআন ছাড়া। আলহামদুলিল্লাহ্। উদ্যোক্তা বাংলাদেশ ও আই নেক্সট পিআর এর পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন।