গেমস

২০২৬ বিশ্বকাপে ১৬ শহরের নাম প্রকাশ ফিফার

২০২৬ বিশ্বকাপে ১৬ শহরের নাম প্রকাশ ফিফার

এখনো ২০২২ সালের কাতার বিশ্বকাপই মাঠে গড়ায়নি, এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। ৪৮ দল নিয়ে সেই বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আর ফিফা বৃহস্পতিবার (১৬ জুন) স্বাগতিক সেই তিন দেশের ১৬ শহরের নাম প্রকাশ করেছে।

খেলার সময়

১ মিনিটে পড়ুন

২০২২ সালের কাতার বিশ্বকাপে অনুষ্ঠিত হতে পাঁচটি শহরে আটটি ভেন্যুতে। তবে ষোলটি দেশ বাড়িয়ে আগামী বিশ্বকাপ হবে ৪৮ দলের মধ্যে। আর আয়োজন করবে উত্তর আমেরিকার তিন দেশ মেক্সিকো, আমেরিকা এবং কানাডা। স্বাগতিক হওয়ার কারণে এ তিন দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলবে সবার আগেই। তাদের আর কোয়ালিফাই ম্যাচ খেলতে হবে না। বাকি থাকা ৪৫ স্পটের জন্য লড়বে পুরো বিশ্ব।

আরও পড়ুন: ফাইনাল খেলবে ব্রাজিল-ফ্রান্স, সম্ভাবনা নেই আর্জেন্টিনার!

তবে সেই লড়াই হওয়ার আগেই ফিফা বৃহস্পতিবার নিশ্চিত করল কোন কোন শহরে হতে যাচ্ছে ২০২৬ সালের বিশ্বকাপ। যেখানে ১১ শহর নিয়ে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজিত হবে যুক্তরাষ্ট্রে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য শহরগুলো হচ্ছে লস এঞ্জেলেস, হিউস্টন, মায়ামি, নিউইয়র্ক, সানফ্রান্সিসকো, আটালান্টা, বোস্টন, ফিলাডেলফিয়া, সিয়াটেল।

এদিকে কানাডা থেকে দুটি এবং মেক্সিকো থেকে বাছাই করা হয়েছে তিনটি শহর। কানাডা থেকে ভ্যাঙ্কুভার ও টরন্টো আর মেক্সিকো থেকে নির্বাচন করা হয়েছে মেক্সিকো সিটি, গুয়াদালাজারা এবং মন্টেরে শহরকে।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: কোন মহাদেশ থেকে কতগুলো দেশ সুযোগ পেল

এদিকে ১৯৮৬ সালের পর আবারো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে মেক্সিকো। এছাড়া ১৯৭০ সালের বিশ্বকাপও আয়োজন করেছিল উত্তর আমেরিকা মহাদেশের এ দেশটি। আর ১৯৯৪-এর পর এবারই প্রথম বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর ১৯৩০ সাল থেকে শুরু হওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কানাডা।

কানাডা

মেক্সিকো

আমেরিকা

কাতার বিশ্বকাপ ২০২২

বিশ্বকাপ ট্রফি

২০২৬ বিশ্বকাপ

আরও সময় সংবাদ

খেলা

১ ঘণ্টা আগে

বিশ্বকাপের পর নেইমার অবসরে যাচ্ছেন?

খেলা

৩ ঘণ্টা আগে

রাশিয়ার ক্লাব না ছাড়ায় বিশ্বকাপে জায়গা হারাচ্ছে পোলিশ ডিফেন্ডার

খেলা

৬ ঘণ্টা আগে

কাতার বিশ্বকাপে যৌনতা-পার্টি নিষিদ্ধ, ধরা পড়লেই জেল-জরিমানা!

খেলা

১৭ ঘণ্টা আগে

ব্রাজিলকে সবাই ঈর্ষা করে: তিতে

সম্পূর্ণ নিউজ সময়

খেলা

১১ টা ১২ মিনিট, ২১ জুন, ২০২২

বাফুফের চাহিদা অনুযায়ী রোপণ করা হবে বিদেশি ঘাস

বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ এখন উপযুক্ত ঘাস রোপণ করার জন্য। পরীক্ষামূলকভাবে দেশি প্রজাতির যে ঘাস বসানো হয়েছিল তার বেড়ে উঠা পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত জানিয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের প্রকল্প পরিচালক সারোয়ার জাহান। দ্রুতই ফুটবল ফেডারেশনের চাহিদা মাফিক বিদেশি ঘাস রোপণ করে মাঠ তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ছবি সংগৃহীত

খেলার সময়

২ মিনিটে পড়ুন

দ্রুততম সময়ে মাঠ প্রস্তুত করার লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফুটবল পিচ তৈরি কার্যক্রম। মাটির লেয়ার ঠিক করে বালি ফেলে তার ওপর রোপণ করা হয় দেশি প্রজাতির দুর্বাঘাস। বর্ষার পানিতে বৃদ্ধি কেমন হয় এরপর তা পর্যবেক্ষণে রাখে ক্রীড়া পরিষদ।

আরও পড়ুন: লম্বা বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে বিপিএল

শুধু নির্ধারিত স্থানে নয়। ক’দিনের বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অন্যান্য স্থানেও ঘাসের বৃদ্ধি হয়েছে লক্ষণীয় পর্যায়ে। যার ফলে এই ঘাস উঠিয়ে এখন দ্রুত বিদেশি ঘাস রোপণ করতে চায় এনএসসি।

বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার প্রকল্পের পরিচালক মুহাম্মদ সরোয়ার জাহান বলেন, ‘বর্ষাকালে ঘাস লাগানোর কারণ হলো সেসময়ের বৃষ্টিতে যেন ঘাসের বৃদ্ধি ভালো হয়। গোলপোস্টের আগে যেখানে ঘাস উঠে যায় সেখানের ঘাসটা আমরা পরিবর্তন করব।’

এর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফুটবল পিচে ছিল জংলী ঘাস। যার ফলে প্রায়ই আঘাত পেতেন ফুটবলাররা। তাই এবার বেশ তৎপর বাফুফে। ক্রীড়া পরিষদের কাছে বারমুডা, ইয়াঙ্গুন ও রয়েল বেঙ্গল এই তিন প্রজাতি উল্লেখ করে অন্তত দুই প্রজাতির ঘাস রোপণের দাবি জানিয়েছে ফেডারেশন।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা যে তিন ধরনের ঘাসের কথা বলেছি তা নিয়ে সামনেই একটা মিটিং করব। সেই বৈঠকে আমাদের ফাইনাল রেজাল্টা আসবে।’

এদিকে ঘাসের পাশাপাশি স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়েছে এনএসসি। অতিরিক্ত বৃষ্টিপাতেও দ্রুততম সময়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে করা হচ্ছে সংস্কারকাজ।

আরও পড়ুন: মালয়েশিয়ার বিপক্ষে র‌্যাঙ্কিংয়ে ফিরতে চায় বাংলাদেশ

মুহাম্মদ সরোয়ার জাহান বলেন, ‘আমার মাঠ প্রস্তুত। ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা হয়েছে, মাঠ উঁচু করা হয়েছে। শুধু মাঠের ঘাস লাগানোটা বাকি। আর ড্রেনেজ সিস্টেমটা এমন ভাবে করা হয়েছে যে এখন আর এখানে পানি কোনোভাবেই জমবে না।’

নানা প্রতিবন্ধকতায় সার্বিক সংস্কারে ধীরগতি থাকলেও চলতি বছরই বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ বাফুফেকে বুঝিয়ে দেয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে জাতীয় ক্রীড়া পরিষদ।

 

💊💊আরও দেখুন 💊💊

নিউরোমেডিসিন বিশেষজ্ঞ (রংপুর)

ডাঃ মোঃ শফিকুল ইসলাম
এমবিবিএস, এমফিল (ইএম), এমডি (নিউরোলজি)
নিউরোমেডিসিন বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নিউরোলজি
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক রংপুর
হটলাইন: 01766663099

রাজ কুমার রায় ড
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি.
বাড়ি # 77/1, রোড # 1, ধাপ,
জেল রোড, রংপুর।
টেলিফোন: ০৫২১-৫৩৮৯১

এমদাদুল হক ড
নিউরোমেডিসিন বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি.
বাড়ি # 77/1, রোড # 1, ধাপ,
জেল রোড, রংপুর।
টেলিফোন: ০৫২১-৫৩৮৯১

সুকুমার মজুমদার ড
এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোমেডিসিন)
ব্রেন, স্পিন, মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, নিউরোমেডিসিন বিভাগ
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রংপুর ইউনিট-২
দেখার সময়: প্রতিদিন বিকেল ৩টা থেকে ৮টা (শুক্রবার সকাল ১০টা থেকে ১টা)

সুকুমার মজুমদার ড
এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোমেডিসিন)
ব্রেন, স্পিন, মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, নিউরোমেডিসিন বিভাগ
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রংপুর ইউনিট-২
দেখার সময়: প্রতিদিন বিকেল ৩টা থেকে ৮টা (শুক্রবার সকাল ১০টা থেকে ১টা)

প্রশান্ত কুমার পণ্ডিত ড
এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি)
মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ
কনসালটেন্ট-মেডিসিন ও নিউরোলজিস্ট
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রংপুর ইউনিট-২
দেখার সময়: প্রতিদিন বিকাল ৪টা-৯টা (শুক্রবার সকাল ১০টা থেকে ২টা)

আশফাক আহমেদ ড

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি) নিউরোমেডিসিন বিশেষজ্ঞ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল

চেম্বার ও অ্যাপয়েন্টমেন্ট

আপডেট ডায়াগনস্টিক, রংপুর
ঠিকানাঃ ধাপ, জেল রোড, রংপুর
ভিজিটিং আওয়ার: অজানা। পরিদর্শন ঘন্টা জানতে কল করুন
অ্যাপয়েন্টমেন্ট: +8801971555555
এখন ডাকো

আশফাক আহমেদ সম্পর্কে ড

ডাঃ আশফাক আহমেদ রংপুরের একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ। তার যোগ্যতা এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি)। তিনি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তিনি নিয়মিত তার রোগীদের আপডেট ডায়াগনস্টিক, রংপুরে চিকিৎসা প্রদান করেন। আপডেট ডায়াগনস্টিক, রংপুরে ডাঃ আশফাক আহমেদের অনুশীলনের সময় অজানা। পরিদর্শন ঘন্টা জানতে কল করুন.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *