সংবাদ

গুলশান-২ নম্বরে বহুতল ভবনে লাগা আগুন

গুলশান-২ নম্বরে বহুতল ভবনে লাগা আগুন

গুলশান-২ নম্বরে বহুতল ভবনে লাগা আগুনের সর্বশেষ 19-2-2023  রাজধানীর গুলশান-২ নম্বরে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে ১২ তলা ভবনের সাততলায় আগুন লাগে। ভবনটির ১২ ও আটতলায় অনেকেই আটকা পড়েছেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

গুলশান-২ নম্বরে বহুতল ভবনে লাগা আগুন

গুলশান-২ নম্বরে বহুতল ভবনে লাগা আগুন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বর রোডের ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ৬টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের ডিসপ্যাচের দায়িত্বে থাকা কর্মকর্তা খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, ভবনটি আবাসিক। সপ্তম তলায় আগুন লেগেছে। দ্বাদশ ও অষ্টম তলায় বহু মানুষ আটকা পড়েছে বলে তথ্য পেয়েছি। তবে তাদের কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।

গুলশান-২ নম্বরে বহুতল ভবনে লাগা আগুন
গুলশান-২ নম্বরে বহুতল ভবনে লাগা আগুন

গুলশানে আগুন: ২ মাসের শিশুসহ জীবিত উদ্ধার ২২

গুলশান-২ নম্বরে বহুতল ভবনে লাগা আগুন রাজধানীর গুলশান ২ এর ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবন থেকে দুই মাসের শিশুসহ অন্তত ২২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ১২ জন নারী। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাজাহান সিকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১ জন মারা গেছেন। তিনি জানিয়েছেন, ভবনটির ১১ তলা থেকে ৩-৪ জনকে লাফ দিয়ে নিচে পড়তে দেখা গেছে। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজনকে উদ্ধারের আশায় জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে ভবনটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত।

গুলশানে আগুন: ২ মাসের শিশুসহ জীবিত উদ্ধার ২২

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। উদ্ধার তৎপরতায় সেনা ও বিমান বাহিনীর একটি করে দলও যোগ দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে থাকা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনে অনেকে আটকে পড়েছে। ধোঁয়া এবং আগুনের কারণে তাদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে।

গুলশান-২ নম্বরে বহুতল ভবনে লাগা আগুন

গুলশানে আগুন: ২ মাসের শিশুসহ জীবিত উদ্ধার ২২

 

গুলশানে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে
গুলশানে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে

গুলশানে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে

 

রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে। রাত ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুন নেভাতে গুলশান লেক থেকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে পানি নেওয়া হয়। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সংলগ্ন গুলশান লেক থেকে পানি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়াচ্ছন্ন রয়েছে ভবনটি। সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে ক্রমান্বয়ে তা বাড়তে থাকে।

সর্বশেষ রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তাদের সঙ্গে যোগ দেন বিমান বাহিনী ও নৌবাহিনীর কর্মীরা। রাত ১১টা পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ২২ জনকে। নিহত হয়েছেন একজন।

 

Related Articles

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *