চিকিৎসা

দাঁতে ব্যথা হলে কি করব

দাঁতে ব্যথা হলে কি করব

দাঁতের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। শীতে ঠাণ্ডার কারণে শরীরে বিভিন্ন ধরনের ব্যথা বাড়ে। এ সময় ঠাণ্ডার কারণে অনেকের দাঁতের ব্যথাও হয়ে থাকে।

ব্যথা তীব্র হওয়ার কারণ 

দাঁতে কোনো গর্ত বা ক্যারিজ হলে, দাঁতের ফিলিং খুলে গেলে, দাঁত ভেঙে গেলে, দাঁতের শ্বাস বা পালপ যে কোনো কারণেই আক্রান্ত হলে, মাড়ির প্রদাহের কারণে ও দাঁতের পালপ আক্রান্ত হলে।

গরম বা ঠাণ্ডা খাবার খাওয়ার ৩০ মিনিট পর্যন্ত দাঁতের ব্যথা স্থায়ী হলে ধারণা করা যায় দাঁতের পালপ বা শ্বাস আক্রান্ত হয়েছে।

এ ক্ষেত্রে স্নায়ু নষ্ট হতে ১২ ঘণ্টা সময় লাগে। ফলে ১২ ঘণ্টা পর ব্যথা কমে যায়। আবার ব্যথা শুরু হলে বুঝতে হবে নষ্ট কোষ আবার সংক্রমিত হয়েছে বা পুঁজ তৈরি হয়েছে।

দাঁতে ব্যথা হলে কি করব

কী করবেন

১ গ্লাস কুসুম গরম পানিতে ১ টেবিল চামুচ লবণ মিশিয়ে মুখে নিয়ে ১ মিনিট রাখুন। এভাবে দিনে ৩ বার করে গুলি করুন ব্যথা কমে যায়।

এ ছাড়াও ১ টেবিল চামুচ লবণ অল্প সরিষার তেলের সঙ্গে অথবা লেবুর রসের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মাড়িতে ম্যাসাজ করুন কয়েক মিনিট। তারপর কুসুম গরম পানি দিয়ে কুলি করে নিন। এভাবে ব্যাকটেরিয়া ধ্বংস হবে।

লবণে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে। এটি মুখের ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করে প্রদাহ কমায়।

ডেন্টিস্টের কাছে যাওয়ার আগে- ভরা পেটে দুটি অ্যাসপিরিন বা একটি আইবুপ্রুফেন ট্যাবলেট খাওয়া যেতে পারে, ক্লোভ ওয়েল/লবণ তেল দাঁতে মাজা যেতে পারে।

মাড়িতে লাগলে মাড়ি জ্বালা করবে। এটি দাঁতের স্নায়ু অবস করে সাময়িকভাবে ব্যথা কমায়।

ব্যথাযুক্ত দাঁতে বরফ কুচি কাপড়ে পেঁচিয়ে রাখা যেতে পারে, গরম পানি দিয়ে কুলকুচি দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা সরিয়ে ব্যথা কমাবে।

 

দাঁতের ব্যথার জন্য যত শিগগিরই ডেন্টিস্টের কাছে যাওয়া যায় ততই মঙ্গল।

এ ছাড়াও ১ টেবিল চামুচ লবণ অল্প সরিষার তেলের সঙ্গে অথবা লেবুর রসের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মাড়িতে ম্যাসাজ করুন কয়েক মিনিট। তারপর কুসুম গরম পানি দিয়ে কুলি করে নিন। … ব্যথাযুক্ত দাঁতে বরফ কুচি কাপড়ে পেঁচিয়ে রাখা যেতে পারে, গরম পানি দিয়ে কুলকুচি দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা সরিয়ে ব্যথা কমাবে।

love best SMS

SMS to friends বন্ধুদের এসএমএস করুন

আলোক হেলথ কেয়ার কচুক্ষেত ডাক্তারের তালিকা

ছড়া কবিতা

শিশুদের ছড়া ও কবিতা

 

Toothache can have many causes. Cold in winter causes various types of pain in the body. Many people also have toothache due to cold at this time.

The cause of the pain is intense

If there is a hole or carriage in the tooth, if the filling of the tooth is opened, if the tooth is broken, if there is respiratory or pulp infection of the tooth for any reason, if there is inflammation of the gums and the tooth pulp is affected.

If the toothache persists for up to 30 minutes after eating hot or cold food, it may be thought that the tooth has become infected.

In this case, it takes 12 hours for the nerves to be damaged. As a result, the pain subsides after 12 hours. When the pain starts again, it means that the damaged cells have become infected again or pus has formed.

What to do

Mix 1 tablespoon of salt in 1 glass of lukewarm water and keep it in the mouth for 1 minute. In this way, shoot 3 times a day to reduce the pain.

In addition, make a paste by mixing 1 tablespoon of salt with a little mustard oil or lemon juice and massage it in the gums for a few minutes. Then rinse with lukewarm water. This will destroy the bacteria.

Salt has antiseptic and anti-bacterial properties. It reduces inflammation by inhibiting the growth of bacteria in the mouth.

Before going to the dentist – Two aspirin or one ibuprofen tablet can be taken on a full stomach, clove oil can be rubbed on the teeth.

If it touches the gums, it will irritate the gums. It temporarily reduces pain by relaxing the nerves of the teeth.

Painful teeth can be wrapped with ice cubes, and hot water will reduce the pain by removing food particles that have accumulated between the gums.

The sooner you go to the dentist for a toothache, the better.

In addition, make a paste by mixing 1 tablespoon of salt with a little mustard oil or lemon juice and massage it in the gums for a few minutes. Then rinse with lukewarm water. … Ice can be wrapped in a toothpick for sore teeth, and hot water will reduce the pain by removing the food particles that have accumulated between the teeth.

চলুন না রাখি সেইসব জাদুকরি টোটকা-

এক. নিজের লবঙ্গ থেঁতো করে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সাথে দলগতে লাগান। অথবা সাইড লবঙ্গ চিবিয়ে ব্যথার গঠন জিভ দিয়ে চেপেন।

দুই. এক কোয়া রসুন থেঁকে নিয়ে নিজের পক্ষে ভোটে লাগান। বেশি যন্ত্রণা হলে এক কোয়া রসুন চিবিয়ে খান।

তিন. নদীর সঙ্গে গোল্ডমারিচ কোড তৈরি করুন। দাঁতে লাগিয়ে কয়েক মিনিট। ব্যথা রোগীদের কয়েকদিন এটা করুন।

চার. এক টুকরো করা পেঁয়াজ চিবিয়ে নিন। যদি বেশি ঝঞ্ঝা রাজনীতি তবে ধুর উপর পেঁয়াজ চেপেলে আরাম পাওয়া যাবে।

পাঁচ. আধ চা চামচ হিং গুড়ো দুই টেবিল চামচ লেবুর রসের সাথে বোঝায় লাগান। দু মিনিটেই কষ্ট শেষ।

মানুষ দোয়া, মাড়ি ভালর ব্যথা কমতে খুব কাজ করে পানি। এক গ্লাস উত্তাপ গরম পানিতে এক চা চামচ কৌশল কুলকুচি করুন।

সাত পেয়ারা পাতা ব্যথা ব্যথায় পুলিশী। পেয়ারা পাতা চিবিয়ে ব্যথায় ব্যথায় চেপে চেপে। আরাম পাবেন।

অথ তুলায় কয়েক ফোঁটা ভ্যানিলা এক্সট্র্যাক্ট নিয়ে ধেয়ে চেপে ধরে।

নয়। দূর্বা ঘাসের রস কষ্টের ব্যথা কমতে পারে। এটা দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

দশ সবশেষ উপায়েবরফ। হাতের কাছে কোনো কিছু নাও যদি শুধু বরফ পাওয়া যায়, তবে কাজ হবে। এক টুকরা করা বরফ তুলা বা কাপড়ে মুডে চেপে মনে, ব্যথা কমতে থাকবে।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *