Gomes

ফাঁস হলো মেসির বার্সা ছাড়ার রহস্য

ফাঁস হলো মেসির বার্সা ছাড়ার রহস্য

মেসির বার্সেলোনা ছাড়ার দুই মৌসুম চলছে। মেসিকে ছেড়ে দিলেও আবারও তাকে দলে ভেড়াতে চাচ্ছেন দলের কোচ জাভি। কিন্তু কেনই-বা মেসিকে ছেড়ে দিয়েছিল, তার আসল কারণ হয়তো অনেকেই জানেন না। বিষয়টা অনেক সহজ মনে হলেও আসলে অনেক জটিল ছিল মেসিকে ধরে রাখা। তাই মেসিকে নিয়মের দোহাই দিয়ে বার্সেলোনা থেকে বিদায় করে দেন সভাপতি লাপোর্তে।

ঘটনার দুই বছর পর স্প্যানিশ পত্রিকা ‘এল মুন্দো’ প্রকাশ করেছে চুক্তি নবায়নে বার্সেলোনাকে ৯টি শর্ত দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। যদিও সেই ৯ শর্তের ছয়টি মেনে নিয়েছিল বার্সেলোনা। কিন্তু বাকি তিন শর্তের দুটিকে সরাসরি প্রত্যাখ্যান করলেও একটি প্রস্তাব মেনে নেয়ার ক্ষেত্রে শর্তারোপ করে মেসি ও তার পরিবার। আপত্তি ছিল ওখানেই। আর সে কারণেই বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের সমাপ্তি ঘটায় আর্জেন্টাইন জাদুকর।

আরও পড়ুন: দেম্বেলের নতুন চুক্তিতে রয়েছে ‘অ্যান্টি ইনজুরি’ ধারা

২০২০ সালে চুক্তি নবায়নের জন্য মেসি যে ৯টি শর্ত দিয়েছিলেন তার বিস্তারিত বিবরণ পাওয়া গেছে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি ও তার আইনজীবী জর্জ পেকোর্ট, বার্সা প্রেসিডেন্ট জোসেফ বার্তামেউ ও বার্সা সিইও স্কার গ্রাউয়ের মধ্যকার মেইল চালাচালির সূত্রে।

২০২০ সালে বার্সেলোনার প্রেসিডেন্ট মেসির বাবাকে চুক্তি নবায়নের প্রস্তাবপত্র পাঠান। প্রস্তাব ছিল এমন, চুক্তির মেয়াদ হবে এক বছর। এরপর প্রতিবছরই এটা বাড়তে থাকবে যদি-না ৩০ এপ্রিলের মধ্যে মেসি চলে যাওয়ার জন্য বলেন। তবে সেই চুক্তির বিপরীতে মেসির আইনজীবী জর্জ পেকোর্ট চুক্তি নবায়নের নিজেদের শর্ত দিয়ে বার্সেলোনার প্রেসিডেন্টকে একটি মেইল করে। সেখানে চুক্তি নবায়নের ক্ষেত্রে ৯টি শর্তের কথা উল্লেখ করা হয়। শর্তগুলো হচ্ছে:

১. নতুন চুক্তি হবে ৩ বছরের।
২. কর্তিত বেতন সুদসহ ফেরত: কোভিড ১৯-এর কারণে ২০২০-২১ মৌসুমে ২০ শতাংশ বেতন কমানো হয়েছিল মেসিসহ সব ফুটবলারের। মেসির দাবি, এর পুরোটাই ফেরত দিতে হবে। এর মধ্যে ২০২১-২২ মৌসুমে ১০ শতাংশ, ২০২২-২৩ মৌসুমে বাকি ১০ শতাংশ। শুধু বেতনের কেটে নেয়া অংশই নয়, এর সঙ্গে ৩ শতাংশ সুদও দিতে হবে।
৩. নিজের ও সুয়ারেজের পরিবারের জন্য ক্যাম্প ন্যুতে প্রাইভেট বক্স।
৪. ক্রিসমাসের ছুটিতে পুরো পরিবার নিয়ে আর্জেন্টিনায় যাতায়াতের জন্য দিতে হবে প্রাইভেট বিমান।
৫. চুক্তি নবায়নের জন্য ১০ মিলিয়ন ইউরো বোনাস প্রদান করতে হবে।
৬. রিলিজ ক্লজের ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা: ২০১৭ সালে করা সবশেষ চুক্তি অনুযায়ী মেসির রিলিজ ক্লজ ছিল ৭০ কোটি ইউরোর কাছাকাছি। নতুন চুক্তিতে রিলিজ ক্লজ একেবারে কমিয়ে আনার শর্ত দেন তিনি। ‘কমিয়ে আনা’ বলতে প্রায় বিলুপ্ত করে দেয়া। ৭০ কোটি ইউরো থেকে মাত্র ১০ হাজার ইউরো। অর্থাৎ, চুক্তি থাকাবস্থায় কোনো ক্লাব চাইলে যেন বার্সাকে ১০ হাজার ইউরো দিয়েই নিয়ে যেতে পারে।
৭. বেতন বৃদ্ধি: স্পেন সরকার করের হার বাড়ানোয় বেতন বাবদ আয় কমে যাচ্ছিল মেসির। এ জন্য তিনি বেতন বৃদ্ধির দাবি করেন, যাতে কর-পরবর্তী আয় আগের চেয়ে কম না হয়।
৮. ব্যক্তিগত সহকারীর চুক্তি নবায়ন: বার্সেলোনায় মেসির ব্যক্তিগত সহকারী ছিলেন পেপে কস্তা। বার্সেলোনা যার বেতন পে-রোলে প্রদান করত। ক্লাবের আর্থিক অবস্থা বিবেচনা করে তার কাজ বন্ধ করে দেয়ার পরিকল্পনা ছিল বার্সেলোনা বোর্ডের। মেসি শর্ত দেন কস্তার সঙ্গে চুক্তি নবায়ন করতে হবে।
৯. ভাইয়ের জন্য কমিশন: মেসির ভাই রদ্রিগো বার্সেলোনার সঙ্গে কাজ করতেন ফুটবলারদের এজেন্ট হিসেবে। ওই সময় আনসু ফাতির এজেন্ট ছিলেন তিনি। মেসির শর্ত ছিল তার ভাইয়ের সঙ্গেও চুক্তি নবায়ন করতে হবে।

আরও পড়ুন:  মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়, সাম্বা নাচে গোল উদযাপন

এই শর্তগুলোর মধ্যে রিলিজ ক্লজ কমানো এবং চুক্তি নবায়ন বাবদ এক কোটি ইউরো বোনাসের শর্ত মানতে রাজি হননি বার্সা প্রেসিডেন্ট। পাশাপাশি বেতন বৃদ্ধির বিষয়ে বলা হয়, ক্লাবের আয় ১১০ কোটি ইউরো পার হওয়ার পরই বিষয়টি বিবেচনায় নেয়া হবে। এই শর্তের যথেষ্ট কারণও আছে। তখন বার্সেলোনা আর্থিকভাবে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল।

কিন্তু বার্সেলোনার পক্ষ থেকে দেয়া প্রস্তাবটি পছন্দ হয়নি মেসি ও তার পরিবারের। শেষ পর্যন্ত বার্সায় আর থাকতে চাননি মেসি ও তার পরিবার। যার ফলে ওই বছরের আগস্টের শেষ সপ্তাহে ক্লাবের কাছে বুরোফ্যাক্স পাঠান মেসি, যেখানে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানান।

বগুড়ায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকা

সুলতানা রাজিয়া ড
MBBS, DGO, MCPS, FCPS (Gyne)
স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক (গাইনি)
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
চেম্বার- পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, থনথনিয়া, শেরপুর রোড, বগুড়া।
সিরিয়ালের জন্য: 01919 610187, F-051 69500-4

মাফরুহা জাহান ডা
স্ত্রীরোগ বিশেষজ্ঞ
পরামর্শদাতা
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি.
“বগুড়া শাখা”
ঠনঠনিয়া, শেরপুর রোড, বগুড়া।
(ভাই পাগলা মাজারের পশ্চিম পাশে)
সিরিয়ালের জন্য: 01919 610187, F-051 69500-4
টেলিফোন: 051-69500-4 (শিকার)

শারমিন আক্তার শম্পা ডা
স্ত্রীরোগ বিশেষজ্ঞ
পরামর্শদাতা
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি.
“বগুড়া শাখা”
ঠনঠনিয়া, শেরপুর রোড, বগুড়া।
(ভাই পাগলা মাজারের পশ্চিম পাশে)
সিরিয়ালের জন্য: 01919 610187
টেলিফোন: 051-69500-4 (শিকার)

আখতারী হোসেন চৌধুরী নিপা ড
MBBS, DGO, MCPS (Gyne)
গাইনি বিশেষজ্ঞ এবং সারগন, সহকারী অধ্যাপক (গাইনি)
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
চেম্বার: সিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক, রহমান নাগর, বগুড়া।
সিরিয়ালের জন্য: 01739 462625

ডাঃ শারমিনা পারভিন (শিল্পী)
এমবিবিএস, মেডিকেল অফিসার (স্ত্রীরোগ বিভাগ)
গাইনি সারগাউন, মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া
চেম্বার- আলতাফুন নেছা ক্লিনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার (ময়েজ মিয়ার বাগান বাড়ি), কানোসগাড়ি, শেরপুর রোড, বগুড়া।
সিরিয়ালের জন্য: 01730 451310

ডাঃ শাহিন আক্তার জাহান (রেখা)
MBBS, FCPS (Gyne and Obs)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া
চেম্বার- ওন্নেশা হাসপাতাল, শেরপুর রোড, সূত্রাপুর, বগুড়া
সিরিয়ালের জন্য: 051-78056, 051-60709

ড. নফিসা খাতুন নফসি
MBBS, FCPS (Gyne), Gyne Specialist এবং Sargon
মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া
চেম্বার: শান্ত পলি ক্লিনিক, থনথনিয়া, বগুড়া।
সিরিয়ালের জন্য: 01711 123947

ইফফাত আরা ব্রিগেডিয়ার ড
এমবিবিএস, এফসিপিএস
অধ্যাপক, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সিএমএইচ, বগুড়া সেনানিবাস
চেম্বার: ডক্টরস ক্লিনিক ইউনিট-২, শেরপুর রোড, থনথনিয়া, বগুড়া।
সিরিয়ালের জন্য 01716 106796, F-051 66224

সাইদা বেগম ডা
এমবিবিএস, এমএস, পিএইচডি (জাপান), সহকারী অধ্যাপক
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার: ডক্টরস ক্লিনিক ইউনিট-১, থনথনিয়া বাসস্ট্যান্ড, বগুড়া।
সিরিয়ালের জন্য: 01716 106796

রাবেয়া পারভিন ড
এমবিবিএস, বিসিএস, এফসিপিএস, স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সার্গন
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা
চেম্বার- সাইক ডায়াগনস্টিক ডায়াগনস্টিক ল্যাব, শেরপুর রোড, থনথনিয়া, বগুড়া।
সিরিয়ালের জন্য: 051 63760, মোবাইল: 01936 005870, 01936 005871

মাফরুহা জাহান ডা
MBBS, FCPS (Gyne)
গাইনোকোলজি স্পেশালিস্ট এবং সার্গন, কনসালটেন্ট, গাইনি এবং ওবিএস
চেম্বার- পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, থনথনিয়া, শেরপুর রোড, বগুড়া।
সিরিয়ালের জন্য: 01919 610187, F-051 69500-4

ডাঃ মনোগো চিত্রলেখা কুন্ডু
এমবিবিএস, এফসিপিএস (গাইনি এবং ওবিএস), বিসিএস (স্বাস্থ্য), পরামর্শক (গাইনি এবং ওবিএস)
চেম্বার: ডক্টরস ক্লিনিক ইউনিট-২, শেরপুর রোড, থনথনিয়া, বগুড়া।
সিরিয়ালের জন্য: 01716 106796

শারমিন আক্তার শম্পা ডা
এমবিবিএস, এফসিপিএস (গাইনি এবং ওবিএস)
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, থনথনিয়া, শেরপুর রোড, বগুড়া।
সিরিয়ালের জন্য: 01919 610187, F-051 69500-4

প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসকের তালিকা ঢাকা

এই শেয়ার করুন:

বগুড়ায় বগুড়ায় রোগবিদ্যায় গাইনি বিশেষজ্ঞ ডা.

পূর্ববর্তী

বগুড়ায় শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকা

পরবর্তী

বগুড়ায় হার্ট স্পেশালিস্ট চিকিৎসকের তালিকা

সন্ধান করা:

গ্রীন লাইফ হাসপাতাল ঢাকা সকল ডাক্তারের তালিকা707 viewsসেন্ট্রাল হাসপাতাল ঢাকা সকল ডাক্তারের তালিকা এবং ফোন579 viewsস্কয়ার হাসপাতাল ঢাকা সকল ডাক্তারের তালিকা এবং ফোন435 viewsবাংলাদেশ চক্ষু হাসপাতাল ধানমন্ডি সকল ডাক্তারের তালিকা382 viewsIbn Sina Hospital Kalyanpur Doctors List & Phone346 viewsNeuros3Dhoctors346 views তালিকা308 views জনপ্রিয় ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি ডাক্তারের তালিকা 287 মতামত ল্যাবেইড হাসপাতাল উত্তরা সমস্ত ডাক্তারের তালিকা এবং ফোন261 মতামত এভারকেয়ার হাসপাতাল ঢাকা (অ্যাপোলো হাসপাতাল) ডাক্তারের তালিকা207 মতামত

সাম্প্রতিক পোস্ট

দুবাইয়ের সেরা সেক্সোলজিস্ট ডাক্তার মেসা এজেড বেস্ট ইন্টারনাল মেডিসিন ডাক্তার ক্লেবার্ন টিএক্স ফোনের সাথে সেরা ফ্যামিলি মেডিসিন ফিনিক্স এজেড ফোনের সাথে ফোনে সেরা চোখের ডাক্তার ফিনিক্স অ্যারিজোনা স্বাস্থ্যকর চোখের জন্য সেরা ডেন্টিস্ট ফিনিক্স এজেড বেস্ট প্রাইমারি কেয়ার ক্লিবার্ন হাসপাতালের ডাক্তার নওয়াজ ক্লিবার্ন হাসপাতাল ফ্যাশন চক্ষু হাসপাতালের ঢাকা ডাক্তারের তালিকা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *