রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট একাউন্ট খোলার নিয়ম-razuaman.com

রকেট একাউন্ট খোলার নিয়ম  আসসালামু আলাইকুম সম্মানিত সাইট ভিজিটর আশা করি আপনারা সবাই ভাল আছেন । রকেট হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে রকেট। তাই রকেট একাউন্ট খোলার নিয়ম । তাই আজকে রকেট একাউন্ট ঘরে বসে আপনার মোবাইল দিয়ে খুব সহজেই কিভাবে খুলবেন তা আমরা আজকে জানাবো ।

রকেট একাউন্ট খোলার নিয়ম

Related Articles

 

sms meaning
sms meaning এসএমএস

 

 

SMS Best SMS

SMS Best SMS

 

 

 

 

রকেট একাউন্ট খোলার নিয়ম

ডাচ বাংলা ব্যাংকের রকেট সেবাটি কম খরচের কারণে ব্যবহারকারীদের বেশ বেশ পছন্দ করে।
চলুন জেনে নেয়া যাক, রকেট একাউন্ট কি, রকেট একাউন্ট এর সুবিধা, রকেট একাউন্ট খোলার নিয়ম, রকেট একাউন্ট সেন্ড মানি ও ক্যাশ আউট চার্জ, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব।

রকেট কি ?

২০১১ সালে যাত্রা শুরু করা রকেট কে বাংলাদেশের মোবাইল ব্যাংকিংয়ের পথিকৃত বলা চলে। তখন ডাচ-বাংলা ব্যাংকই মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং অর্থাৎ মোবাইল ব্যাংকিং সুবিধা দেশে প্রদান করে।
রকেট হল ব্যাংক শাখাবিহীন একটি ব্যাংকিং প্রক্রিয়া যা ব্যাংক এর সুবিধা থেকে বঞ্চিতদের সাশ্রয়ী মূল্যে এই আর্থিক সেবা প্রদান করে থাকে।

ডাচ-বাংলা ব্যাংক হচ্ছে রকেট মোবাইল ব্যাংকিং সেবাটির মালিক। ঠিক যেমনি বিকাশ এর মূল মালিক ব্র্যাক ব্যাংক, এবং উপায় এর মালিক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট একাউন্ট এর সুবিধাসমুহ:-

ক্যাশ ইনঃ  টাকা ডিপোজিট এর মাধ্যমে নিরাপদে টাকা জমা করা
ক্যাশ আউটঃ  যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে টাকা তোলা
এটিএম উইথড্রয়ালঃ  এটিএম বুথ থেকেও টাকা তোলা যাবে
মোবাইল টপ-আপঃ  মোবাইলে রিচারজ করা যাবে রকেট একাউন্টের ব্যালেন্স দিয়েই
সেন্ড মানিঃ রকেট ব্যবহারকারী একে অপরকে টাকা পাঠাতে পারবেন
ব্যাংক টু রকেটঃ  থাকছে ব্যাংক থেকে রকেটে টাকা আনার সুবিধা
বিল পেমেন্টঃ  বিদ্যুৎ, গ্যাসসহ অসংখ্য ক্ষেত্রে বিল প্রদান করা যাবে রকেটে
মার্চেন্ট পেমেন্টঃ  দেশব্যাপী ছড়িয়ে থাকা মার্চেন্ট পয়েন্টে শপিং করা যাবে রকেটের মাধ্যমেই

রকেট একাউন্ট খোলার নিয়ম:-

একাধিক উপায়ে খোলা যাবে নতুন রকেট একাউন্ট। রকেট অ্যাপ এর পাশাপাশি রকেট মোবাইল ব্যাংকিং মেনু থেকেও রকেট একাউন্ট খোলা যাবে। এছাড়াও নিকটস্থ এজেন্ট বা রকেট গ্রাহক সার্ভিস পয়েন্টে গিয়েও রকেট একাউন্ট খুলতে পারবেন।

কিভাবে ঘরে বসে রকেট একাউন্ট খোলা যায় নিয়ম সম্পর্কেই। চলুন জেনে নিই,

*322 # ডায়াল করে রকেট অ্যাকাউন্ট খোলার নিয়ম
*322 # ডায়াল করে রকেট অ্যাকাউন্ট খুলতে
মোবাইল থেকে *322 # ডায়াল করুন
রকেট একাউন্ট একটিভ করতে 1 লিখে সেন্ড করুন
এরপর আপনার রকেট একাউন্টের পিন সেট করতে বলা হবে
৪ ডিজিটের পিন লিখে রিপ্লাই দিন

উপরোক্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর এসএমএস এর মাধ্যমে একাউন্ট সম্পর্কিত তথ্য জানানো হবে। এইতো গেলো রকেট একাউন্ট খোলার প্রথম পর্যায়। এরপর আপনাকে নিকটস্থ রকেট এজেন্ট পয়েন্ট / ডিবিবিএল শাখা / রকেট অফিস বা ডিবিবিএল এজেন্ট এর সাথে নিচের কাগজপত্রসহ যোগাযোগ করতে হবেঃ

পাসপোর্ট সাইজের এক কপি ছবি  /

রকেট একাউন্ট খোলার নিয়ম

জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
এরপর আপনাকে অ্যাকাউন্ট খোলার ফর্ম বা KYC দেয়া হবে যা ফিংগারপ্রিন্ট ও স্বাক্ষরসহ জমা দিতে হবে। এরপর তিন থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে আপনার রকেট একাউন্ট একটিভ করা হবে যা আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

রকেট এজেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে

রকেট এজেন্ট হতে চান? তাহলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ রকেট ডিস্ট্রিবিউটর অফিস এ গিয়ে রকেট এজেন্ট একাউন্ট এর আবেদন করতে পারেন। রকেট এজেন্ট একাউন্ট খুলতে লাগবেঃ
এজেন্ট এর ফটো
এজেন্ট এর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স
ট্রেড লাইসেন্স
যোগাযোগ এর নাম্বার
ব্যবসায় প্রতিষ্ঠান / দোকান এর নাম
রকেট এজেন্ট একাউন্ট খুলতে উল্লিখিত কাগজপত্র নিয়ে নিকটস্থ রকেট ডিস্ট্রিবিউটর অফিসে যোগাযোগ করুন।

রকেট একাউন্ট সেন্ড মানি চার্জ
রকেট একাউন্টে সেন্ড মানি করার ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য নয়। অর্থাৎ সম্পূর্ণ বিনামুল্যেই সেন্ড মানি করা যাবে এক রকেট একাউন্ট থেকে রকেট একাউন্টে।

রকেট একাউন্ট ক্যাশ আউট চার্জ
রকেট এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৮ শতাংশ হারে চার্জ প্রযোজ্য হবে। অর্থাৎ প্রতি এক হাজার টাকায় ১৮ টাকা চার্জ কাটা হবে রকেট এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে।

আবার ডিবিবিএল শাখা বা ডিবিবিএল এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ০.৯ শতাংশ হারে চার্জ প্রযোজ্য হবে। অর্থাৎ প্রতি এক হাজার টাকায় ৯ টাকা ক্যাশ আউট চার্জ কাটবে ডিবিবিএল শাখা বা ডিবিবিএল এটিএম থেকে রকেট ক্যাশ আউট এর ক্ষেত্রে।

রকেট একাউন্ট দেখার নিয়ম
রকেট মোবাইল ব্যাংকিং মেনু ব্যবহার করে রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখা যাবে। এছাড়াও অ্যাপ থেকে রকেট একাউন্ট চেক করার সুবিধা তো রয়েছেই। রকেট একাউন্ট দেখতেঃ

 

*322# ডায়াল করুন
Balance অপশনে যেতে 5 লিখে রিপ্লাই করুন
এরপর আপনার রকেট একাউন্ট এর পিন লিখুন
সঠিক পিন এন্টার করে থাকলে একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন
এছাড়াও 16216 নাম্বারে খালি মেসেজ পাঠালেও ফিরতি এসএমএস এ রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখতে পাবেন

আরো জানুনঃ উপায় একাউন্ট খোলার নিয়ম   ৫০টাকা বোনাস

রকেট একাউন্ট এর পিন পরিবর্তন
রকেট মোবাইল ব্যাংকিং মেনু ব্যাবহার করে খুব সহজেই রকেট একাউন্টের পিন পরিবর্তন করা যাবে।

রকেট একাউন্ট এর পিন পরিবর্তন করতেঃ

প্রথমে *322# নাম্বারে ডায়াল করুন
5 লিখে রিপ্লাই দিন যা My Account এর অপশন
এরপর 3 লিখে রিপ্লাই দিন যা Change Password এর অপশন
এরপর আপনার বর্তমান পিন জানতে চাওয়া হবে, সেটি দিন
এরপর নতুন পিন নাম্বার পরপর দুইবার এন্টার করতে হবে

 

উল্লেখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার রকেট একাউন্টের পিন পরিবর্তন হয়ে যাবে
আশা করি আপনাদের পোস্টটি ভাল লেগেছে আপনারা নিয়মিত আমাদের সঙ্গে থাকলে অবশ্যই ভালো ভালো পোস্ট দেখতে পারবেন । পোস্টটি সবাইকে দেখার জন্য শেয়ার করে দিন ধন্যবাদ

 

শেষ কথা

সম্মানিত ভিউয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ার জন্য। আর হ্যাঁ, আমার আর্টিকেলটি পরে যদি আপনি একটু উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি প্রতিনিয়তঃ চেষ্টা করি নতুন নতুন বিষয় আর্টিকেল লেখার। তাই আপনারা যারা আপডেট কোনো বিষয় সম্পর্কে জানতে চান তারা প্রতিনিয়ত আমার সাইটকে ভিজিট করতে পারেন। আপনার যদি কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে। তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার বিষয়  নিয়ে আর্টিকেল লেখার । এই আশা ব্যক্ত করে আবারো সালাম দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা তুহ।

🌿🌿Razuaman.com 🌿🌿

 

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *