Uncategorized

Akota Paribahan একতা পরিবহনের টিকিট কাউন্টার নাম্বার। razuaman.com

আসসালামুয়ালিকুম মুসলমান ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভাল আছেন।  আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমি যে পোস্ট রেডি করেছি আপনাদের উদ্দেশ্যে আজকের এই পোস্ট বিস্তারিত নিচে।

বাংলাদেশে বিভিন্ন রকমের বাস থাকায় নামের সঙ্গে নামের বিভিন্ন মিল থাকায় অনেকেই সঠিক বাস খুঁজে পাই না। যেমন সৌদিয়া পরিবহন এর স্থালে সৌদি, হানিফ এর স্থলে হনিফ বা হানিফা, এনা ক্ষেত্রে আনা পরিবহন। এই বিষয় মাথায় রেখে টিকেট কাটার চেষ্টার করুন।

ছেড়ে যাওয়ার সময় সূচী:

বাসগুলো মহাখালী থেকে ছেড়ে যায়। সকাল ৬:৩০ টা থেকে রাত ১২টা পর্যন্ত ৩০ মিনিট পরপর বাস ছাড়ে।

টেলিফোনে বুকিং

টেলিফোনে বুকিং দেয়া যায় তবে সেক্ষেত্রে অন্তত এক ঘন্টা আগে কাউন্টারে উপস্থিত হতে হয়। আর টিকেট ক্রয়ের পর যাত্রা বাতিল করতে চাইলে অন্তত ছয় ঘন্টা আগে জানাতে হয়। টিকেটের টাকা ফেরত দেয়া হলেও ১০% ডকুমেন্টেশন চার্জ রাখা হয়। ফোনে টিকেট বাতিল করা সম্ভব নয়। ফেরত দেয়ার জন্য টিকেট নিয়ে কাউন্টারে উপস্থিত হতে হয়। ঈদের ১০ দিন আগে এবং পরে টিকেট ফেরত দেয়ার সুযোগ থাকে না।

শর্ত: যান্ত্রিক ত্রুটি,প্রাকৃতিক দূর্যোগ,ইত্যাদি অনিচ্ছাকৃত অসুবিধার কারণে যাত্রা বাতিল,বাস পরিবর্তন বা আসন পরিবর্তন করা হতে পারে।

বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের তথ্য, যাতায়াত, ভাড়া, কাউন্টার, অনলাইন টিকেট, হোটেল বুকিং ইত্যাদি ইত্যাদি সম্পর্কে জানতে আমাদের সাইটে লোকেশন সেট করে জেনে নিন। আপনার যাত্রা শুভ হোক।  রাজু আমান.কম এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Routes of the Akota Paribahan

Akota Paribahan offers bus services to the following routes from Dhaka and to Dhaka with their non-AC chair coaches:

Bogra to DhakaSherpur (Bogra) to DhakaThonthonia to DhakaNaogaon to DhakaDhaka to BograDhaka to Sherpur (Bogra)Dhaka to ThonthoniaDhaka to NaogaonBogra to Gazipur ChowrastaNaogaon to Chowrasta

Akota Paribahan Ticket Fare

RouteTicket PriceDhaka to BograTk. 350Dhaka to Sherpur, BograTk. 350Bogra to DhakaTk. 350Sherpur, Bogra to DhakaTk. 350Dhaka to ThonthoniaTk. 400Dhaka to NaogaonTk. 400Thonthonia to DhakaTK. 400Naogaon to DhakaTK. 400

All Counters Of Bogra District

Satmatha Counter (সাতমাথা)
Mobile Number: 05165458

Thanthania Counter (ঠনঠনিয়া)
Mobile Number: 05164582

Murail bus stand Counter (মুড়াইল বাসষ্ট্যান্ড)
Mobile Number: 01713-722282

‌Santhar Counter (শান্তাহার)
Mobile Number: 01726-615334

Sherpur bus stand Counter (শেরপুর)
Mobile Number: 01711-411355

Dupachechia Counter (ধুপচাচিয়া)
Mobile Number: 01722-935818

Adam Dighi Counter (আদম দিঘি)
Mobile Number: 01713-724672

Azampur Uttara Counter (উত্তরা আজমপুর)
Mobile Number: 01717-551107

Mohakhali bus station (মহাখালী)
Mobile Number: 01711-103191

Airport Counter (এয়ারপোর্ট)
Mobile Number: 01882-123299

Gazipur Konabari Counter (কোনাবাড়ী, গাজীপুর)
Mobile Number: 01752-224923

Gazipur Bypass Counter (বাইপাস, গাজীপুর)
Mobile Number: 01743-661707

Tongi Hasan Market Counter (টঙ্গি)
Mobile Number: 01772-115729

Abdullahpur Uttara Counter (উত্তরা, আব্দুল্লাপুর)
Mobile Number: 01712-287730

Gazipur Chandru Counter (চান্দুরা, গাজীপুর)
Mobile Number: 01736-529098

অন্যান্য নিয়ম

বাস ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত হতে হয়।প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ১০ কেজি ওজনের মালপত্র বহন করতে পারেন।অবৈধ মালপত্র বহন করা যায় না, অবৈধ মালপত্র বহন করলে কর্তৃপক্ষ কোন দায় নেয় না।গাড়ীর ভেতর ধূমপান করা নিষেধ।অপরিচিত লোকের দেয়া খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত।পথে ফেরি পারাপার করতে হলে ফেরি পারাপারের সময় যাত্রীকে গাড়ি থেকে নামতে হয়।বাসের নিচে বক্সে যে লাগেজ রাখা হয় সেখানে লাগেজ রাখার পর টোকেনটি বুঝে নিতে হবে এবং হ্যান্ড ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে হয়।বিলম্বে পৌঁছানোর কারণে বাস ধরতে ব্যর্থ হলে টিকেটের টাকা ফেরত দেয়া হয় না।যাত্রাপথে কোন অভিযোগ থাকলে সেটা অফিসে জানাতে হয়।

Akota Paribahan

পরার্মশঃ  razuaman.com সর্বদা সর্বশেষ তথ্য দেয়ার চেষ্টা করে। যেকোনো কোম্পানি তাঁদের কাউন্টার যেকোনো সময় পরিবর্তন করতে পারে। যদি কোন কোম্পানি এরূপ করে থাকে এবং আমাদের দেয়া তথ্যে ভুল থাকে তাহলে আমরা আন্তরিক ভাবে দুঃখিত। সঠিক তথ্যের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি, ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *