আপনি কি প্রেমের এসএমএস খুঁজছেন? আজ আমরা আমাদের ওয়েবসাইটে প্রেমের এসএমএস সম্পর্কে লিখতে যাচ্ছি। ভালবাসা একটি শব্দ নয়৷ পৃথিবীতে “ভালোবাসা” একটি আবেগপূর্ণ অনুভূতি যা সবাই পেতে চায়৷ ভালোবাসা মানে দুটি দেহ এক আত্মা। ভালোবাসার মানুষের রাগ, অহংকার, দুষ্টুমি সবকিছুই অন্যভাবে ভালো লাগার কাজ করে। এই পোস্টে, আপনি আপনার প্রেমিককে প্রেমের এসএমএস পাঠানোর জন্য নতুন এবং সেরা বাংলা লাভ এসএমএস পাবেন।
আমি শুধু তোমাকেই ভালোবাসি। জীবনের স্বপ্ন নিয়ে বেঁধেছি একটি ঘর, তোমাকে পাবো বলে সাজিয়েছি প্রেমের বাসর, আবেগ ভরা মনে অফুরন্ত ভালোবাসা,সারা দেয় কোনে কোনে শিহরন জাগে মনে, তোমাকে পাওয়ার আশায়! মিষ্টি চাঁদের মিষ্টি আলো, বাসি তোমায় অনেক ভালো। মিটি মিটি তারার মেলা, দেখবো তোমায় সারাবেলা।
Duti manuser duti dil
tar moddhe koto mil
duti moner duti asay
ak hoyechhe valobasay
দুটি মানুষের দুটি দিল
তার মধ্যে কতো মিল
দুটি মনের দুটি আসায়
এক হয়েছে ভালোবাসায়
Nil akasher nil pakhi
mon chay saradin tomar chokhe
chokh mele takiye takhi
diyona amake faki
ami je tomay koto valobasi
নীল আকাশের নীল পাখি
মন চায় সারাদিন তোমার চোখে চোখ
মেলে তাকিয়ে থাকি
দিওনা আমাকে ফাঁকি
আমি যে তোমায় কতো ভালোবাসি
Akasher nil pakhi
Diye tumi amake faki
Ami akhon saradin bose bose
Tomar chhobi aki
আকাশের নীল পাখি
দিয়ে তুমি আমাকে ফাঁকি
আমি এখন সারাদিন বসে বসে
তোমার ছবি আকি
Vorete pakhir dak
hoyechhi kupokat
Dhorte giye ranjona
Tomar hat
ভোরেতে পাখির ডাক
হয়েছি কুপোকাত
ধরতে গিয়ে রঞ্জনা
তোমার হাত
Jibone chalar pathe
jodi ase kono badha
Hat ta charbo na
dilam ami tomay katha
জীবনে চলার পথে
যদি আসে কোনো বাধা
হাত টা ছাড়বো না
দিলাম আমি তোমায় কথা
Jodi kakhono mone hoy eka
Jekhanei thaki na kano dibo tomay dakha
Mone jodi kasto ase
Thakbo ami tomar pashe
Jodi kakhono kanna pay
Muchiye dibo jol moner antoray
যদি কখনো মনে হয় একা
যেখানেই থাকি না কেনো দিবো তোমায় দ্যাখা
মনে যদি কষ্ট আসে
থাকবো আমি তোমার পাশে
যদি কখনো কান্না পায়
মুছিয়ে দিবো জল মনের অন্তরায়
Akbar boli bar bar
boli hajar lakkho bar
tumi amar ami tomar
tumi je amar
একবার বলি বার বার
বলি হাজার লক্ষ বার
তুমি আমার আমি তোমার
তুমি যে আমার
O amar chader alo
lagche tomake khub valo
tomar oi hat ta dhore rakhbo
sarajibon aki sathei thakbo
ও আমার চাঁদের আলো
লাগছে তোমাকে খুব ভালো
তোমার ওই হাত টা ধরে রাখবো
সারাজীবন একি সাথেই থাকবো
valo lage akasher tara gulo gunte
valo lage bose bose tomar katha sunte
valo lage tomar chobi amar mone akte
valo lage tomake amar buke joriye dhore rakhte
ভালো লাগে আকাশের তারা গুলো গুনতে
ভালো লাগে বসে বসে তোমার কথা শুনতে
ভালো লাগে তোমার ছবি আমার মনে আঁকতে
ভালো লাগে তোমাকে আমার বুকে জড়িয়ে ধরে রাখতে
যতো ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে,
দুষ্টু এই মন চায় আরো বেশী পেতে,
কি জানি তোমার মধ্যে কি আছে,
এই মন চায় তোমাকে আরো বেশী কাছে পেতে ।
Ajker ei din gulo kal srity hoye jabe,
moner khatay kono patay lekha hoye jabe,
kalke ei pata gulo ektu ulte dekho…..
absa sob sritir maje amay khuje pabe.
আজকের এই দিন গুলো কাল সৃতি হয়ে যাবে,
মনের খাতায় কোন পাতায় লেখা হয়ে যাবে,
কালকে এই পাতা গুলো একটু উল্টে দেখো-
আবসা সব সৃতির মাঝে আমায় খুঁজে পাবে ।
shopne tumi asho keno dekha deo na,
tomay amii valobasi tumi kenoo vujho na,
ekbar bolona tumay amii valobasi,
tahole shorger sukh enee ditee rajhi,
সপ্নে তুমি আসো কেনো দেখা দাও না
তোমায় আমি ভালোবাসি তুমি কেনো বুঝো না,
একবার বলোনা তোমায় আমি ভালোবাসি
তাহলে স্বর্গের সুখ এনে দিতে পারি ।
Joto dure jao na keno, achi tomar pase,
takiye dekho akash pane ghum jodi na ase,
kache amay pabe tumi hat barabei jei,
jodi na pao janbe sedin ami je ar nei….
যত দূরে যাওনা কেনো আছি তোমার পাশে,
তাকিয়ে দেখো আকাশ পানে, ঘুম যদি না আসে ।
কাছে আমায় পাবে তুমি হাত বাড়াবেই যেই,
যদি না পাও জানবে সেদিন আমি যে আর নেই ।
kichu rrat sopneer,
kichu sritty koster,
kichu somoy ageger,
kichu kotha hridoyer,
kichu manush moner,
kichu valobasa cirodiner.
Funny bangla love text:
প্রিয় বন্ধুরা, এখানে আমরা কিছু মজার বাংলা প্রেমের এসএমএস দিয়েছি । এসএমএস গুলো কিন্তু অনেক সুন্দর ও হাসির । যারা মজার মজার লাভ এসএমএস খুঁজছেন, তাদের জন্য আমাদের এই আয়োজন । আশাকরি আমাদের এই লিখা অনেক উপভোগ করবেন ।
Rate chad dine alo, keno tomay lage valo ?
golap lal, kokil kalo,,,, sobar cheye tumi valo.
akash nil megh sada, goal ghore tumi badha….
রাতে চাঁদ দিনে আলো,
কেনো তোমায় লাগে ভালো ?
গোলাপ লাল কোকিল কালো
সবার চেয়ে তুমি ভালো ।
আকাশ নীল মেঘ সাদা
গোয়াল ঘরে তুমি বাঁধা ।
tumi jodi 80 bochor bacho, tobe 720 ta purnima pabe, 160 ta eid pabe,
80 ta birthday pabe, 2/3 ta surjho grohon O pabe,
tobe amar moto lover pabe na.
তুমি যদি ৮০ বছর বাঁচো, তবে ৭২০ টা পূর্ণিমা পাবে, ১৬০ টা ঈদ পাবে,
৮০ টা জন্মদিন পাবে, ২/৩ টা সূর্য গ্রহন ও পাবে,
তবে আমার মত লাভার পাবে না ।
bristy veja amar akash, monta tai udas udas,
megher sathe misty kothon, dui noyone ojhor srabon,
ami achi jemon temon, jan tumi acho kemon ?
Emotional bangla love sms:
Ami megher moto cheye thaki,
chader moto hasi,
tarar moto jole thaki,
bristyr moto kadi,
dur theke bondhu sudhu
tomar kothai vabi…
আমি মেঘের মত চেয়ে থাকি
চাঁদের মত হাসি
তারার মত জ্বলে থাকি
বৃষ্টির মত কাঁদি
দূর থেকে বন্ধু শুধু
তোমার কথাই ভাবি…
preem manee ridoyer tan,
prem mane ektuu obhiman,
duti pakkhir ekti nirr,
ekti noodir dutti tiir,
duti moner ekti asha,
tar nam balabhasha.