
শুভ মহালয়া 2021, শুভেচ্ছা বার্তা-মহালয়া মায়ের আগমনী বার্তা ,
আজ মহালয়া। দেবীকে আহ্বান জানানো হবে আজ এই ধরনীতে আগমনের জন্য। দেবীর কাছে প্রার্থনা, হে দেবী, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, ধন্য করো তোমার আগমনে এই পৃথিবীকে। করো কলুষতামুক্ত। মাতৃরূপে, বুদ্ধিরূপে, শক্তিরূপে, বিদ্যারূপে আশীর্বাদ করো পৃথিবীর প্রত্যেক মানুষকে। বিনাশ করো আমাদের অসুর প্রবৃত্তিকে। মহালয়া অতি পুণ্য তিথি। আনন্দময়ীর আগমনে মধুর কলধ্বনি স্ফুরিত হয়ে ওঠে…