Happy Durga Puja Messages in Bengali | শুভ শারদীয়া Photos, SMS, শারদ শুভেচ্ছা অতিমারীর মধ্যেই গত বছরের মতো এবারেও বাড়িতে আসছেন উমা। সবেতেই রয়েছে বিধি নিষেধ। তবে তাই বলে তো মনের আনন্দ থেমে থাকে না। জেনে নিন এই শারদীয়ায় সকলকে কী ভার্চুয়াল বার্তা (Durga Puja Wishes) দিতে পারেন আপনি।Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
Happy Durga Puja Messages in Bengali | শুভ শারদীয়া Photos, SMS, শুভ দুর্গোৎসব এর জন্যে শুভেচ্ছা বার্তা গুলি আমরা সংগ্রহ করেছি শুধু মাত্র আপনার জন্যে, প্রিয়জন কে শুভ দূর্গা পূজা বলতে ভুলবেন না মেসেজ এর মাধ্যমে.Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
Happy Durga Puja Greetings, Messages & Photos in Bengali
- আশ্বিনের এই শরৎ প্রাতে দেবী দূর্গার আশীর্বাদে দিনগুলী হয়ে উঠুক আরো আনন্দমুখর। উৎসবের দিনগুলি কাটুক সুখে আর উৎসবের শেষ হোক মিষ্টিমুখে। – শারদীয় অভিনন্দনHappy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
- Que les jours deviennent plus joyeux avec les bénédictions de la déesse Durga ce matin d’automne d’Ashwin. Que les jours du festival se passent heureux et que la fin du festival soit douce. – Félicitations d’automne
Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
-
Happy Durga Puja Messages in Bengali | শুভ শারদীয়া Photos, SMS, - হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে। আগমনের খবর পেয়ে বনের পাখি উঠলো গেয়ে। শিশির ভেজা নতুন ভোরে, মা এসেছে আলো করে।
- Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
-
*** হ্যাপি দূর্গা পূজা ***
- কুমোরের তুলি হলো খালি, তৈরি হলো ঢাকি। এবার পূজোয় মাগো যেন এবার পূজোয় মাগো যেন আনন্দেতে থাকি। হ্যাপি দুর্গা পূজা
- নীল আকাশে মেঘের ভেলা, পদ্ম ফুলের পাপড়ি মেলা, ঢাকের তালে কাশের খেলা, আনন্দে কাটুক সারা বেলা। == হ্যাপি দূর্গা পূজা ==
-
Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
- The arrival of Shardiya took the life of Him. Upon hearing the news of the arrival, the birds of the forest sang. Dew-soaked new dawn, mother came to light. *** Happy Durga Puja ***
The potter’s brush is empty, the drum is made. This time in worship, ma’am, this time in worship, ma’am, let me be happy. Happy Durga Puja
Clouds float in the blue sky, lotus petals match, cough play to the beat of the drum, enjoy the whole day. == Happy Durga Puja == - Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
-
Happy Durga Puja Messages in Bengali | শুভ শারদীয়া Photos, SMS, - আশ্বিনের এই শরৎ প্রাতে দেবী দূর্গার আশীর্বাদে দিনগুলী হয়ে উঠুক আরো আনন্দমুখর। উৎসবের দিনগুলি কাটুক সুখে আর উৎসবের শেষ হোক মিষ্টিমুখে। – শারদীয় অভিনন্দন
- মাগো তোমার চরণ স্পর্শে কেটে যাক সকল দুঃখ শোক, তোমার মঙ্গল-আলোকে চারিদিকে আলোকিত হোক! শুভ দূর্গা পূজা।
- Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
- শিউলি ফুলের গন্ধ মাখা শরৎ আকাশখানী, কাশফুল আর ঘাসের দোলায় কার ঐ পদধ্বনি? শারদীয় শুভেচ্ছা।
- ষষ্ঠীতে হাসি খুশী, সপ্তমিতে ঘুরা। অষ্টমীতে অঞ্জলি আর নতুন কাপর পরা। নবমীতে সারাদিন চলবে আড্ডা বেশ, দেখতে দেখতে দশমীতে হবে সব শেষ।
শুভ দূর্গা পূজা -
Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
- May the days become more joyful with the blessings of Goddess Durga this autumn morning of Ashwin. Let the days of the festival be spent happily and let the end of the festival be sweet. – Autumn congratulations
Ma’am, let all your sorrows and griefs be cut off by the touch of your feet, may the light of your goodness shine all around! Happy Durga Puja.
Whose footsteps in the sway of autumn sky, cashew flowers and grass scented with hyacinth flowers? Autumn greetings.
Happy smile in the sixth, turn around in the seventh. Anjali and wearing new clothes in Ashtami. The chat will continue all day on the ninth, it will all end on the tenth.
Happy Durga Puja
- পূজো মানে এলো শরৎ, এলো হিমেল হাওয়া, পূজো মানে ছুটি আর ছুটিতে, চুটিয়ে পেমে করা… পূজো মানে নতুন জামা পরে, মা এর পায়ে অঞ্জলি দেওয়া, পূজো মানে ঢাকের তালে, মা কে কাছে পাওয়া….. পূজো মানে একটু আরাল হয়ে, হাতটি ধরে সারারাত ঠাকুর দেখা….পূজো মানে অনেক খুশি অনেক আলো, পূজোর দিন গুলি সাবার কাটুক ভালো….. জয় মা দুর্গা সবাই বলো….
- Pujo means autumn has come, hail has come, pujo means holiday and holiday, pujo means to put on new clothes, pujo means to pay homage to mother’s feet, pujo means to cover the drum, to get close to mother… .. pujo means to be a little aral, hand Seeing Thakur all night long… .Pujo means a lot of happiness, a lot of light, it is better to eat Saba on the day of Pujo… .. Joy Ma Durga, tell everyone.
- Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
-
Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
শরৎকালের রোদের ঝিলিক, শিউলি ফুলের গন্ধ। মা এসেছে ঘরে তাই, মনে এতো আনন্দ। হ্যাপি দুর্গা পূজা
- এসেছে শরৎকাল, এসেছে দেবী দুর্গা মাকে বরণ করার শুভলগ্ন৷ আসুন জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগদান করি এ মহা উৎসবে সকলকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ও আমন্ত্রণ রইল৷
শুভ দূর্গা পূজা - এলো খুশীর শরৎ, একটু হিমেল হাওয়া। পূজোর ভোরে ঢাকের আওয়াজ, মায়ের কাছে যাওয়া। অনেক খুশী অনেক আলো, পূজো সবার কাটুক ভালো। শারদীয়ার শুভেচ্ছা রইলো
- Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
The shimmer of the autumn sun, the smell of hyacinth flowers. So my mother came home, I feel so happy. Happy Durga Puja
Autumn has come, the auspicious time has come to welcome Goddess Durga Let’s join this great festival irrespective of race, religion and caste.
Happy Durga Puja
Happy autumn came, a little frosty wind. The sound of drums in the morning of worship, going to the mother. A lot of happiness, a lot of light, worship is good for everyone. Good luck Shardiya
- দুর্গা মায়ের আগমনে কাশ ফুলের খেলা৷ ভালো হোক , সুখের হোক দুর্গা মায়ের পূজা, সকলকে জানাই আমি প্রীতি ও শুভেচ্ছা৷
- ষষ্ঠী তে খুশির আমেজ, সপ্তমী তে নাচ গান , অষ্টমী আর নবমী তে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ান আর দশমী তে বিদায়ের সুরে কাঁদা। শুভ দূর্গা পূজা
- ষষ্ঠী তে থাক নতুন ছোঁয়া,
সপ্তমী হোক শিশির ধোয়া।
অঞ্জলি দাও অষ্টমী তে
দশমী টে হোক মিষ্টি মুখ,
পূজা তোমার খুব জমুক। - হিমের পরশ মনে জাগে,
সবই যেন নতুন লাগে আগমনির।
খবর পেয়ে বনের পাখী উঠল জেগে,
শিশির বেলা নতুন ভরে মা আসছে মর্ত্যলোকে। - নীল আকাশে মেঘের ভেলা,
পদ্ম ফুলের পাপড়ি মেলা।
ঢাকের তালে কাশের খেলা,
আনন্দে কাটুক শারদ বেলা।
হ্যাপি দুর্গা পুজা। - Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
- Cough flower game 7 on the arrival of Durga mother May it be good, may it be happiness, may it be the worship of Mother Durga, let everyone know my love and best wishes ৷
Happy Ameja on the 6th, dance songs on the 7th, wandering around on the 8th and 9th and crying in the farewell tune on the 10th. Happy Durga Puja
New touches on the sixth,
Let the dew wash the seventh.
Pay homage to Ashtami
Dashmi te hok sweet face,
Your worship is very jamuk.
I wake up feeling cold,
Everything seems to be new to the arrival.
Upon hearing the news, the forest bird woke up,
In the dew, a new mother is coming to the mortal world.
Clouds float in the blue sky,
The petals of the lotus flower match.
Cough game to the beat of the drum,
Happy autumn.
Happy Durga Puja.
- ষষ্টিতে তে থাক নতুন ছোয়া, সপ্তমী হোক শিশির ধোয়া। অঞ্জলি দাও অষ্টমীতে, আড্ডা জমুক নবমীতে। দশমীতে হোক মিষ্টিমুখ, পূজো এবার ভালো কাটুক
- শিউলি ফুলের গন্ধে যেন ভরে গেল মন, শুভ শীতল কাশের শোভায়ে জুড়ল দু নয়ন। আগমনের বার্তা বয়ে বাজছে ঢাকের সুর, শারদীয়ার দিনগুলো হউক আনন্দ মধুর। শুভ দুর্গা পুজা।
- শিউলি ফুল, নীল আকাশ, নতুন জামা, মাঠ ভরা কাশ, মা আসছেন কাল সকালে, সবাই থাকো দুধে ভাতে। হ্যাপি দূর্গা পূজা
- বাতাসে শিউলি ফুলের গন্ধ, আকাশে মেঘের ভেলা। ওয়ার্ক স্টেশনে আমার এবার। কাজ থামাবার পালা! ### শুভ দূর্গা পূজা ###
Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
শুভ ষষ্ঠী এর শুভেচ্ছাবার্তা | Happy Sasthi Greetings
- ঢাকেতে পরেছে কাঠি, পূজো হবে ফাটাফাটি। পূজো পূজো কত আশা, ইচ্ছে পূরণের অভিলাশা। — শুভ ষষ্ঠী
- শিশিরস্নাত ভোরের বাতাস… ঝলমলে রোদ খুশীর আভাস… রাত শেষের চাদের আলো… পূজা আসছে জানিয়ে দিলো। হুল্লোড় আড্ডা প্রেম অবকাশ, দুহাত দিয়ে ডাকছে আকাশ।
শুভ মহাষষ্ঠী - পূজার বাঁশী বাজে দূরে
মা আসছেন বছর ঘুরে
শিউলির গন্ধে আগমনী
কাশের বনে জয়ধ্বনি
নীল আকাশে মাকে খুঁজো
হাসি খুশি কাটুক পূজো।
শুভ মহাষষ্ঠী
- হিমের পরশ লাগে প্রানে
শারদীয়ার আগমনে
আগমনীর খবর পেয়ে
বনের পাখি উঠল গেয়ে
শিশির ভেজা নতুন ভরে
মা আসছেন আলো করে।
শুভ মহাষষ্ঠী - আসছে পূজো, বাজছে ঢাক! তোরা সবাই ভালো থাক!
ষষ্ঠী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইলো - ঢাকের আওয়াজ ঢাই কুর কুর
শোনা যায় ঐ আগমনীর সূর।
মায়ের এবার আসার পালা
শুরু হলো মজার খেলা।
তাই নিয়ে এই সুখি মন জানাই আগাম অভিনন্দন।
শুভ মহাষষ্ঠী -
Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
- It takes a kiss on the soul
On the arrival of Shardiya
Upon receiving the news of the arrival
The birds of the forest sang
Fill the dew wet new
Mom is coming by the light.
Happy Mahasasthi
Worship is coming, drums are ringing! All of you stay well!
There were many good wishes for the sixth puja
The sound of the drum is Dhai Kur Kur
The melody of that arrival can be heard.
It’s mother’s turn to come
The fun game started.
So congratulations in advance for expressing this happy mind.
Happy Mahasasthi
More about this source textSource text required for additional translation information
Send feedback
Side panels -
Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
- শিশিরস্নাত ভোরের বাতাস… ঝলমলে রোদ খুশীর আভাস… রাত শেষের চাদের আলো… পূজা আসছে জানিয়ে দিলো। হুল্লোড় আড্ডা প্রেম অবকাশ, দুহাত দিয়ে ডাকছে আকাশ।
*** শুভ মহাষষ্ঠী *** - Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
-
- The dewy morning wind… the glistening sun আ a glimpse of happiness আলো the light of the last chad of the night জানিয়ে signaled the coming of worship. Noisy chat, love vacation, the sky is calling with both hands.
*** Happy Mahasasthi *** - আরো পড়ুন :–
- একুশে এক্সপ্রেস কাউন্টার ফোন নাম্বার – একুশে এক্সপ্রেস : All Counter Phone Number and Location
- টাকা গননা ও জাল নোট ধরা মেশিন:razuaman.com
- মেটাভার্সে বদলে যাচ্ছে ফেসবুক..razuaman
- এমন একটি জন্ম যা প্রতি 480 বছরে একবার ঘটে-A Birth That Happens Only Once Every 480 Years-razuaman
- আয়াতুল কুরসী ও তাঁর ফজিলত-razuaman
Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS,
শেষ কথা
Happy Durga Puja Messages in Bengali | Photos, SMS, সম্মানিত ভিউয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ার জন্য। আর হ্যাঁ, আমার আর্টিকেলটি পরে যদি আপনি একটু উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি প্রতিনিয়তঃ চেষ্টা করি নতুন নতুন বিষয় আর্টিকেল লেখার। তাই আপনারা যারা আপডেট কোনো বিষয় সম্পর্কে জানতে চান তারা প্রতিনিয়ত আমার সাইটকে ভিজিট করতে পারেন। আপনার যদি কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে। তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার বিষয় নিয়ে আর্টিকেল লেখার । এই আশা ব্যক্ত করে আবারো সালাম দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা তুহ।
🌿🌿Razuaman.com 🌿🌿