SMS

Happy New Year 2023 Bengali SMS,

Happy New Year 2023 Bengali SMS,

Happy New Year 2022 Bengali SMS, Wishes & Status – নতুন বছরের শুভেচ্ছা মেসেজ, স্ট্যাটাস
হ্যাপি নিউ ইয়ার ২০২৩ Pic / Photo / ছবি / শুভ নববর্ষ ২০২৩ পিক / ফটো / ছবি ডাউনলোড
হ্যাপি নিউ ইয়ার ২০২৩ Pic / Photo / ছবি / শুভ নববর্ষ ২০২৩ পিক / ফটো / ছবি ডাউনলোড

আরো ক্লিক করুন

Happy New Year 2022 Bangla SMS

সময়ের সাথে সাথে সবকিছু পুরোনো হয়ে যায় । আজ যা নতুন এক বছর পরই তা পুরোনো । ঠিক যেমন 2021 টা ধীরে ধীরে অতীত হয়ে যাবে । পুরোনো সকল দুঃখ, গ্লানি, স্মৃতিকে ভুলে এখন নতুনকে আহ্বান করার পালা, চিরনতুনকে সাদরে গ্রহণ করার পালা ।
নতুন বছরের আনন্দে নিজেকে মাতিয়ে দিয়েছে সবাই । কেউ ব্যাস্ত নতুন বছরের রেজুলেশন তৈরি করতে, কেউবা আবার পার্টি করতে ।
তবে, তার মাঝেও পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভুললে কিন্তু চলবে না
কিন্তু, কিভাবে শুভেচ্ছা পাঠাবেন অথবা SMS এ কি লিখবেন সেটা কি ভেবেছেন ? FacebookWhat’s app status দিয়ে Social Media বন্ধুদেরও তো শুভেচ্ছা জানাতে হবে নাকি ????
অনেক চাপ, তাইনা ? চিন্তা নেই। আপনার জন্য আমরা নিয়ে এসেছি বাংলায় সেরা কিছু নতুন বছরের শুভেচ্ছা মেসেজ, স্ট্যাটাস, কোটস । তো, দেরি না করে ঝটপট পড়ে ফেলুন ।

Happy New Year Bengali Wishes 2022

সবকিছুরই ১টা শুরু এবং শেষ থাকে।
কামনা করি নতুন বছরে তোমার
আনন্দ এবং সুখ যেন কখনো শেষ না হয়।
!! Happy New Year !!
Happy New Year 2022 Bengali SMS, Wishes & Status - নতুন বছরের শুভেচ্ছা মেসেজ, স্ট্যাটাস
যেটুকু ভুল ছিল সুধরে নিব,
না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব,
সবারে বাসবো ভাল,
এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর।
Happy New Year !!
জাগুক হৃদয়েতে নব আনন্দ,
সঙ্গীতে দাও নতুন ছ্ন্দ,
দুর করে দিয়ে সকল দুঃখ,
আস হে নতুন আস।
Happy New Year

ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা

নতুন বছরের আগমনে যাক ক্লান্তি দুর হয়ে
লাইফ হোক সুন্দর, অতিত জাও ভুলে।
নতুন বছর সাজাও তুমি নিজের মত করে।
Happy New Year !!
Also read,
Happy New Year 2022 Bengali Wishes, SMS, Quotes – নিউ ইয়ার শুভেচ্ছা মেসেজ 2022
হ্যাপি নিউ ইয়ার ২০২৩ Pic / Photo / ছবি / শুভ নববর্ষ ২০২৩ পিক / ফটো / ছবি ডাউনলোড
হ্যাপি নিউ ইয়ার ২০২৩ Pic / Photo / ছবি / শুভ নববর্ষ ২০২৩ পিক / ফটো / ছবি ডাউনলোড
মুছে দিতে সকল গ্লানি,
নতুন বছর আসছে জানি।
সুখি ছিলে সুখি হও।
আর শুভ হোক তোমার নতুন বছর ,
Happy New Year !!

Happy New Year Bengali SMS For Girlfriend

আজ দেখ নতুন সপ্ন,
ভুলে যাও সব পুরনো কষ্ট!
আজ কর নতুন সব কল্পনা,
ভুলে যাও সব পুরনো যন্ত্রনা।
আজ থেকে শুরু হোক নতুন লাইফ,
সুখের হোক সবার প্রতিটি ক্ষণ।
এই কামনা করি আমি সারাটা ক্ষণ।
!!Happy New Year !!

আমি আর বাঁচবো না… কারণ ডাক্তার আমাকে বলেছে আমি আর ১দিন বাঁচবো… আমার জন্য সবাই দোয়া কইরো… আমার নাম হলো ২০২১!

জেগে উঠুক হৃদয়েতে নতুন আনন্দ, সঙ্গীতে দাও নতুন ছন্দ, দূর করে দিয়ে সকল দুঃখ, এসো হে নতুন নতুন এসো। নতুন বছরকে জানাই স্বাগতম।

নতুন বছরের নতুন দিন, অল্প কিছু শুভেচ্ছা নিন। দুঃখ গুলো ঝেড়ে ফেলুন, নতুন কিছু স্বপ্ন গড়ুন। নতুন বছর নতুন আশা, রইলো কিছু ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার ২০২২

ভাল অথবা খারাপ সময়, সুখের অথবা দুঃখের সময়, ঘুমের অথবা জাগার সময়, অর্ধেক অথবা পুরো সময়, ভাল থাক সব সময়। এই কামনায় জানাই তোমায় Happy New Year!

নতুন আলো নতুন ভোর, আসলো বছর কাটলো প্রহর। অতীতের হলো মরণ, নতুনকে করো বরণ!! পুরোনো সব স্মৃতি করে ফেল ইতি, তোমায় জানাই, হ্যাপি নিউ ইয়ারের প্রীতি।

আজ দুঃখ ভোলার দিন, আজ মন হবে যে রঙিন, আজ প্রান খুলে শুধু গান হবে, আজ সুখ হবে সীমাহীন। তার কারণ একটাই! আজ বছরের প্রথম দিন। নতুন বছরের শুভেচ্ছা রইলো।

নতুন পোশাক, নতুন সাজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন, মিষ্টি হাসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি। Happy New Year 2022।

বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর এসেছে, তাঁকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সত্যি করে খুব ভাল থেকো। হ্যাপি নিউ ইয়ার ২০২২।

Happy New Year 2022 Wishes

আজ বছরের প্রথম দিন উৎসবের হলো শুরু

তোমাদের ভালো দেখতে আমার মনটা করছে উরু উরু

হাজার তারা আসুক নিয়ে তোমার জন্য গান

সুখের নদী বয়ে চলুক ভাসিয়ে ভালোলাগার সাম্পান।

Happy New Year!!

Notun bochore tomake janai suvechha o valobasa. Sara bochor jeno valo thako ei kamona kori.

Wishing you Happy New Year!!

আজকের সুর্য্য তোমার জন্য, সব আলোটাও তোমার, বাকি দিন গুলোও এমনই কাটুক পুরোটা বছর জুড়ে। ভালো থাকো সবাইকে নিয়ে, আনন্দগুলো ছড়িয়ে পড়ুক তোমার প্রতিটা মুহূর্তে। নতুন বছরের শুভেচ্ছা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *