IPL 2022 Qualifier 2: মরশুমের চতুর্থ শতরান বাটলারের, ১৪ বছর পরে আইপিএলের ফাইনালে রাজস্থান রয়্যালস
Abhisake KoleyIPL 2022-তে ৮০০ রানের গণ্ডি টপকে যান জোস বাটলার, দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় RCB-র।
২০১৬-র পরে ফের আইপিএলের ফাইনালে ওঠার হাতছানি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে। দীর্ঘদিন পরে এলিমিনেটরের বাধা টপকাতে সক্ষম হওয়া বিরাট কোহলিরা কোনওভাবেই পিছন ফিরে তাকাতে রাজি নন। অন্যদিকে উদ্বোধনী মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে ফের খেতাবি লড়াইয়ের টিকিট হাতে পেরে মরিয়া রাজস্থান রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারে সঞ্জু স্যামসনদের হারতে হলেও তাঁদের তুলনায় ধারাবাহিক দেখিয়েছে চলতি আইপিএলে। আরসিবি এলিমিনেটরে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছে। সুতরাং, দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাট-বলের কড়া টক্করের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
চতুর্থ শতরান বাটলারের
চলতি আইপিএলের চার নম্বর সেঞ্চুরি পূর্ণ করেলন জোস বাটলার। ১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৯ বলে তিন অঙ্কে পৌঁছে যান বাটলার। ১৮ ওভার শেষে রাজস্থানের স্কোর ৩ উইকেটে ১৫৫।
পাডিক্কাল আউট
১৬.৫ ওভারে জোস হ্যাজেলউডের বলে কার্তিকের দস্তানায় ধরা পড়েন জেবদূত পাডিক্কাল। ১২ বলে ৯ রান করে মাঠ ছাড়েন তিনি। রাজস্থান ১৪৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন হেতমায়ের। জয়ের জন্য ৩ ওভারে রাজস্থানের দরকার ১০ রান। বাটলার ৯৫ রানে ব্যাট করছেন।
Razuaman.com